l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
ফের হাড়গোড় মিলল গড়বেতা-কেশপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
ফের মড়ার খুলি ও হাড়গোড় উদ্ধার হল গড়বেতায়। রবিবার রঘুনাথপুর এলাকায় ওই হাড়গোড়ের সঙ্গেই পাওয়া গিয়েছে কিছু জামা-কাপড়ের টুকরো ও একাধিক বালা। নির্দিষ্ট অভিযোগ না করলেও তৃণমূলের দাবি, ক্ষমতায় থাকাকালীন বহু মানুষকে খুন করেছে সিপিএম। পরে মৃতদেহ লোপাট করা হয়েছে। রঘুনাথপুরেও তেমনই কারও দেহ পোঁতা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গড়বেতার তৃণমূল নেতা অসীম ওঝার অভিযোগ, “বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই এলাকা সিপিএমের মুক্তাঞ্চল ছিল। বহু মানুষকে খুন করেছে ওরা। দেহ পুঁতে দিয়েছে। রঘুনাথপুরে পাওয়া হাড়গোড় তেমনই কারও হবে।” সিপিএমের স্থানীয় নেতারা মুখ খোলেননি। আর দলের জেলা সম্পাদক দীপক সরকার ‘মিটিংয়ে ব্যস্ত’ বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। পুলিশ সূত্রের খবর, হাড়গোড়ের ফরেন্সিক পরীক্ষা করা হবে। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুকেশ জৈন বলেন, “সব দিকই খতিয়ে দেখছি।” সপ্তাহখানেক আগেই গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের আদি বাড়ির অদূরে দাসেরবাঁধ থেকে হাড়গোড় মেলে। তৃণমূলের অভিযোগ ছিল, ২০০২-এ কেশপুরের পিয়াশালা গ্রামে ৭ জন দলীয় কর্মী-সমর্থককে খুন করে দেহ মাটিতে পুঁতে দেয় সিপিএম। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি।
বিস্তারিত...
মেমারিতে সিপিএম-তৃণমূল
সংঘর্ষে জখম ৮, গ্রেফতার ১৭
নিজস্ব সংবাদদাতা • মেমারি
সিপিএম ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হলেন ৮ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মেমারি থানার শালিগ্রামে। জখমেরা সকলেই তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ অবশ্য জানায়, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় নবস্থা ১ পঞ্চায়েতের উপপ্রধান প্রণব দাঁ-সহ সিপিএমের ১৪ জন। ধৃত বাকি তিন জন তৃণমূল সমর্থক। রবিবার ধৃতদের সিজেএম আদালতে তোলা হলে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মেমারি থানার পুলিশ জানায়, শালিগ্রামে পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার কিছু বাসিন্দার মধ্যে কয়েক দিন ধরেই বিদ্যুৎ নিয়ে গণ্ডগোল হচ্ছিল। পূর্ব পাড়ার বাসিন্দাদের দাবি, পশ্চিম পাড়ার অনেকে হুক করে বিদ্যুৎ নিচ্ছেন। এর ফলে তাঁদের পাড়ায় কম ভোল্টেজ-সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘ দিন ধরেই তাঁরা অতিরিক্ত ট্রান্সফর্মার বসানোর দাবি জানাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পশ্চিম পাড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য খুঁটি পোঁতার কাজ শুরু করেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ঠিকাদার।
বিস্তারিত...
হাই মাদ্রাসা নিয়ে ক্ষোভ মেটেনি অভিভাবকদের
অনল আবেদিন • লালগোলা
গ্রীষ্মের ছুটির পর আজ সোমবার লালগোলার মাণিকচক হাইমাদ্রাসা (উচ্চ-মাধ্যমিক) খুললেও অভিভাবকদের প্রস্তাবিত বিক্ষোভের জেরে পঠনপাঠন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, আজ অভিভাবকরা মাদ্রাসায় গিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছেন। ওই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক তাজমল হক বলেন, “প্রধানশিক্ষক সাড়ে ৭ লক্ষ টাকা তছরুপ করেছেন বলে পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে গত ৬ মে। তার জেরে প্রধানশিক্ষক গত ১২ মে থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিক কারণে ছাত্রছাত্রীদের পঠনপাঠন ও ইউনিট টেস্ট নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। তার প্রতিবাদে অভিভাবকরা মাদ্রাসায় গিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছেন।” ফলে গ্রীষ্মের ছুটির পর মাদ্রাসা খোলার প্রথম দিনেই ফের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। কিন্তু যে ‘আর্থিক তছরুপে’র অভিযোগ নিয়ে মাস খানেকের বেশি সময় ধরে ওই মাদ্রাসায় ডামাডোল চলছে সেই অনিয়মটি কী ধরণে? প্রায় ৯০ বছরের প্রাচীন ওই তিন তলা মাদ্রাসার রয়েছে নিজস্ব বিঘা আটেক খেতিজমি, যা থেকে প্রতি বছর আয় হয়।
বিস্তারিত...
একটু ভাবুন
অস্ত্রকাণ্ডে ধৃত নেতা জেল হাজতে
নিজস্ব প্রতিবেদন
বাড়িতে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ধৃত সিপিএম নেতা রঞ্জিত মণ্ডল এবং তাঁর সহযোগীদের হয়ে আদালতে জামিনের আবেদন জানালেন না কোনও আইনজীবীই। রবিবার ওই সিপিএম নেতা এবং তাঁর দুই সঙ্গীকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজয় সেনগুপ্ত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার পুলিশ ওই সিপিএম নেতার বাড়িতে তল্লাশির সময়ে চৌবাচ্চা থেকে একটি নাইন এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করে। সিপিএমের জলপাইগুড়ির সাংসদ মহেন্দ্র রায় অবশ্য জানিয়েছেন, দল রঞ্জিত মণ্ডলের পাশেই থাকবে। আজ, সোমবার জলপাইগুড়ি আদালতে ওই সিপিএম নেতার জামিনের জন্য আবেদনও জানাবেন তাঁরা। সিপিএম সাংসদ বলেন, “রঞ্জিত একেবারেই নির্দোষ। অস্ত্র উদ্ধারের ঘটনা পুরোপুরি সাজানো ঘটনা। ওকে বলেছি, সত্যেরই জয় হবে।” জলপাইগুড়ির রাজগঞ্জের ওই সিপিএম নেতার হেফাজত থেকে অস্ত্র উদ্ধার হলেও উত্তরবঙ্গে রাজনৈতিক সংঘর্ষ চলছেই। শনিবারও হামলা চালিয়ে এক সিপিএম সমর্থকের বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। এলাকার গোয়াবাড়ি গ্রামে ওই দিন রাতে সংঘর্ষের সময়ে হামলাকারীদের বাধা দিতে গিয়ে ৩ সিপিএম সমর্থক জখম হন। জখমেরা একই পরিবারের।
বিস্তারিত...
পরিকাঠামো খতিয়ে দেখতে জেলায় মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট ও বোলপুর
জেলার বিভিন্ন জায়গায় দফতরের অধীন বিভিন্ন বাজার সমিতির কাজ ও পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শনিবার প্রথমে তিনি পরিদর্শন করেন বোলপুরের নিয়ন্ত্রিত বাজার সমিতি। তিনি বলেন, “বোলপুরের নেতাজি বাজার নিয়ে বিভিন্ন অভিযোগ শুনেছি। কাগজপত্র দেখতে চেয়েছি। বোলপুরের মহকুমাশাসকের সঙ্গে কথা হয়েছে। কোনও রং দেখে নয়, লটারির মাধ্যমে আগ্রহীদের মাধ্যমে দোকান বিতরণ করা হবে।” দফতরের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর আশ্বাস, “রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা হিমঘর তৈরি করব। ৩৭টি হিমঘর তৈরি হবে। পেঁয়াজের জন্য দু’টি হিমঘর তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে।” পরে, তারাপীঠ ও নলহাটিতে পুজো দেন অরূপবাবু। নলহাটিতে এসে তিনি ঘুরে দেখেন রামপুরহাট নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীন নলহাটির কবি ইকবাল মূখ্য বিপণন চত্বর। নির্বাচনের আগেই এটির শিলান্যাস হলেও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি এই বিপণন চত্বরের। ছ’মাসের মধ্যে তা শেষ করার নির্দেশ দেন মন্ত্রী। রামপুরহাট মহকুমা নিয়ন্ত্রিত বাজার সমিতির সম্পাদক আকবর আলি বলেন, “রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় ৪ কোটি টাকা প্রকল্পটির জন্য অনুমোদন করা হয়েছে।
বিস্তারিত...
বুদ্ধদেবের প্রশংসায় প্রণব
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
মুর্শিদাবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির কাজে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ‘বড় ভূমিকা’ নিয়েছিলেন বলে রবিবার মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের মঙ্গলজনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০০ দিনের পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রণববাবু বলেন, “এই ক্যাম্পাস তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যথেষ্ট সহযোগিতা করেছিলেন তিনি। তাঁর সাহায্যের ফলেই মুর্শিদাবাদে এই ক্যাম্পাস তৈরি সহজ হয়েছে। আজকের এই স্মরণীয় দিনে তাঁকে ধন্যবাদ জানাতেই হচ্ছে।” তিনি বলেন, “সেই সঙ্গে ধন্যবাদ জানাতে হচ্ছে রাজ্যসভার সাংসদ মইনুল হাসানকেও। কারণ, এ বিষয়ে তাঁরও যথেষ্ট উদ্যোগ ছিল।” প্রণববাবু ওই সভায় বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার আলিগড়ের এই ক্যাম্পাস নিয়ে কথা হয়েছে। রবিবারের এই অনুষ্ঠানে আমার আসার কথা তাঁকে জানিয়েছিলাম। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, ক্যাম্পাস তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।” আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পি কে আব্দুল আজিস জানিয়েছেন, মুর্শিদাবাদ ক্যাম্পাস গড়তে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তল্লাশির প্রস্তুতি উত্তরবঙ্গেও
ডিএফও’কে মন্ত্রীর নির্দেশ
দক্ষিণবঙ্গ
আসছে বর্ষা, বেহাল
নিকাশি নিয়ে উদ্বেগ
ভাতা না পেয়ে সমস্যায় মানুষ
বর্ধমান
বর্ধমানে আরও আসন
জিততেন, দাবি মুকুলের
পাইপ ফাটিয়ে চলছে জল চুরি, নতুন প্রকল্পই ভরসা আসানসোলে
পুরুলিয়া
বাগবিন্ধ্যায় চাই ক্যাম্প,
মমতাকে বলবে ফব
ঝড়ে ক্ষতি খয়রাশোলের গ্রামে
মুর্শিদাবাদ
উন্নত কৃষি প্রশিক্ষণ কেন্দ্র
মুর্শিদাবাদে
মেদিনীপুর
এ বার পাঁশকুড়ায় সিপিএম
নেতারবাড়ির পিছনে অস্ত্র
মোবাইলে ছবি তোলার প্রতিবাদ কলেজ ছাত্রীর
কলকাতা
৩৬/২৭.৩
আজকের দিনে
•
১৮৬৫:
ব্রিটিশ কবি উইলিয়াম বাটলার
ইয়েটসের জন্ম।
•
১৯৬৫:
ভারতীয় ক্রিকেটার
মনিন্দর সিংহের জন্ম।
•
১৯৭০:
নিউজিল্যান্ড ক্রিকেটার
ক্রিস কেয়ার্নসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
আজকের জন্য
পাক্ষিক
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে
পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে
বাঙালি যে এগিয়ে তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের সঙ্গে দেখার মানচিত্রে
ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ। ‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.