আলিগড় বিশ্ববিদ্যালয়
বুদ্ধদেবের প্রশংসায় প্রণব
মুর্শিদাবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির কাজে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ‘বড় ভূমিকা’ নিয়েছিলেন বলে রবিবার মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের মঙ্গলজনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১০০ দিনের পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রণববাবু বলেন, “এই ক্যাম্পাস তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যথেষ্ট সহযোগিতা করেছিলেন তিনি। তাঁর সাহায্যের ফলেই মুর্শিদাবাদে এই ক্যাম্পাস তৈরি সহজ হয়েছে। আজকের এই স্মরণীয় দিনে তাঁকে ধন্যবাদ জানাতেই হচ্ছে।” তিনি বলেন, “সেই সঙ্গে ধন্যবাদ জানাতে হচ্ছে রাজ্যসভার সাংসদ মইনুল হাসানকেও। কারণ, এ বিষয়ে তাঁরও যথেষ্ট উদ্যোগ ছিল।”
আলিগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। নিজস্ব চিত্র।
প্রণববাবু ওই সভায় বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার আলিগড়ের এই ক্যাম্পাস নিয়ে কথা হয়েছে। রবিবারের এই অনুষ্ঠানে আমার আসার কথা তাঁকে জানিয়েছিলাম। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, ক্যাম্পাস তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পি কে আব্দুল আজিস জানিয়েছেন, মুর্শিদাবাদ ক্যাম্পাস গড়তে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। ২০১৭-১৮ সালের মধ্যে ক্যাম্পাসের নির্মাণ কাজ শেষ করা হবে বলে স্থির করা হয়েছে। তিনি বলেন, “কেন্দ্র সব রকম আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে। গত দু’বছরে ৭৫ কোটি টাকা মিলেছে। আশা করছি, আগামীতে বরাদ্দের পরিমাণ বাড়বে।”
প্রণববাবু অবশ্য এ দিন সুনির্দিষ্ট কোনও আর্থিক সাহায্যের কথা বলেননি। তবে উপাচার্যকে তিনি আশ্বস্ত করেন কেন্দ্রীয় সরকার ক্যাম্পাস গড়তে সাধ্যমতো অর্থ বরাদ্দ করবে। উপাচার্য জানিয়েছেন, ক্যাম্পাসের জন্য বিশিষ্ট মানুষদের কাছ থেকে বেসরকারি ভাবে সাহায্য নেওয়া হবে। অনুষ্ঠানে ছিলেন উদ্যান ও মৎস্যমন্ত্রী আবু হেনা।
Previous Story Murshidabad Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.