টুকরো খবর

বাম নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ
শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ডিওয়াইএফের নবদ্বীপ জোনাল কমিটির সদস্য সফিক বিশ্বাসের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, কিছু মদ্যপ লোক গিয়ে ওই ভাঙচুর করেছে। জেলা পুলিশের ডিএসপি-ডিঅ্যান্ডটি বিমলকৃষ্ণ পাল বলেন, “পুলিশ গুরুত্ব দিয়েই বিষয়টি তদন্ত শুরু করেছে।” ডিওয়াইএফের সফিক বিশ্বাস বলেন, “শনিবার বেশি রাতে প্রায় জমা ২৫ লোক আমার বাড়িতে চড়াও হয়। তাদের নেতৃত্বে ছিলেন ভালুকার পঞ্চায়েত প্রধান তৃণমূলের হবিজুল মণ্ডল। বাকিরাও তৃণমূল কর্মী। আমি ভয় পেয়ে পালিয়ে যাই। আমার স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে যে, আমি সিপিএম না ছাড়লে বড় ক্ষতি করে দেওয়া হবে।” তিনি ১২ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করেছেন। হবিজুল অবশ্য বলেন, “সব বানানো মিথ্যা গল্প। কিছু দিন আগে ওই আনন্দবাস গ্রামে সিপিএম কর্মীর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছিল অস্ত্র। সিপিএম আসলে নিজেদের মুখরক্ষা করতে এই কৌশল করেছে।” তিনি বলেন, “কিছু মদ্যপ লোক ওই দিন ওই বাড়িতে হামলা করেছে বলে আমরা জেনেছি। তাদের পরিচয় জানতে আমরা দলীয় ভাবে খোঁজখবর নিচ্ছি। তৃণমূল কর্মীরা এই ঘটনায় জড়িত নন। তবে যদি কোনও তৃণমূল কর্মী এই ঘটনায় জড়িত থাকেন, তা হলে তাঁর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”

ঝুড়ি নিয়ে বিবাদে জখম ৯
রাস্তার ধারে সব্জির ঝুড়ি রাখাকে কেন্দ্র করে শনিবার নদিয়ার গাংনাপুর থানার গুপিনগর গ্রামে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৯ জনও। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের স্থানীয় নেতারা দাবি করেছেন, আহতেরা তাঁদের সমর্থক। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁদের মারধর করেছে সিপিএমের সমর্থকেরা। সিপিএমের স্থানীয় নেতৃত্ব অবশ্য বলেছেন, ওই সংঘর্ষের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর তাঁদের মনে হচ্ছে, একটি সব্জির ঝুড়ি ভাঙাকে কেন্দ্র করে দু’টি পরিবারের মধ্যে গণ্ডগোল হয়েছে। ওই দিন দুপুর দু’টো নাগাদ দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গুপিনগরে ঝুড়ি নিয়ে বিবাদ শুরু হয়।

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ প্রণবের
জঙ্গিপুর সংসদীয় এলাকার ৮৪টি গ্রামপঞ্চায়েতকে ৫ লক্ষ ৮৬ হাজার টাকা করে বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। নিজের ৫ কোটি টাকার সংসদীয় তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। শনিবার রঘুনাথগঞ্জ আয়কর ভবনে নিজের কেন্দ্রের সমস্ত দলীয় বিধায়ক ও দলীয় সভাপতিদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রণববাবু। পরে জানান, প্রতিটি পঞ্চায়েত এলাকায় ওই বরাদ্দ অর্থে অতি প্রয়োজনীয় কোনও উন্নয়ন প্রকল্প রূপায়ণ করতে হবে। পঞ্চায়েত বা কোনও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সে প্রকল্পগুলি রূপায়ণ করা হবে। তিনি এদিন দলীয় নেতাদের প্রকল্প তৈরি করে ভেটিং করিয়ে তার কাছে দ্রুত জমা দিতে নির্দেশ দিয়েছেন।

শিক্ষকেরা তৃণমূলে
কংগ্রেসের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ৭০০ জন সদস্য এদিন তৃণমূলের শিক্ষক সংগঠনে যোগ দিয়েছেন। রবিবার বহরমপুরের শিল্পমন্দির উচ্চবালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্য পদ গ্রহণ করেন। বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার পাল বলেন, “যাঁরা আগে কংগ্রেস এবং সিপিএমের শিক্ষক সংগঠনের ছত্রছায়ায় ছিলেন, পরিবর্তনের ফলে তাঁরা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলে যোগ দেন। আমরা তাঁদের স্বাগত জানিয়েছি। এদিন প্রাথমিক, মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিক্ষাবন্ধু, আংশিক সময়ের শিক্ষক ছাড়াও কারিগরী বিদ্যা বিভাগের শিক্ষক মিলিয়ে প্রায় নশো জন এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম পার্থ মাল (১৯)। বড়ঞা থানার বড়ঞা গ্রামের পশ্চিমপাড়ায় তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মানসিক অবসাদে কীটনাশক খেয়েই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। বছর দু’য়েক আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়, তারপর থেকেই তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

সিটু ছেড়ে তৃণমূলে যোগ
সিপিএমের শ্রমিক সংগঠন ছেড়ে বেরিয়ে এসে বহরমপুর ও লালবাগ ইউনিটের অটো ইউনিয়নের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। শনিবার সন্ধ্যায় লালবাগ আস্তাবল মোড়ে বান্ধব সমিতির ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬৯ জন সদস্যের মধ্যে ১৩ জন বাদ দিয়ে বাকি ১৫৬ জনই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে যোগ দেন। ওই ১৩ জন অবশ্য সিটু সংগঠনের সঙ্গেই রয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি আবু সুফিয়ান সরকার, খলিলুর রহমান, জাকির শেখ-সহ অন্যান্য তৃণমূলের নেতৃবর্গ। আইএনটিটিইউসি-র বহরমপুর ও লালবাগ ইউনিটের অটো সংগঠনের সম্পাদক সৌমেন রক্ষিত বলেন, “বিগত সংগঠনের নেতৃত্বের আর্থিক দুর্নীতি ও অটো চালকদের প্রতি দুর্ব্যবহার মেনে নিতে পারেননি সদস্যরা। তাই হাতে গোনা কয়েক জন ছাড়া সকলেই স্বতস্ফূর্তভাবে তৃণমূলের সংগঠনে যোগ দিয়েছেন।”

দুর্ঘটনা, যানজট জাতীয় সড়কে
রবিবার খুব সকালে রেজিনগরের মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে বেসরকারি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর পরে বেশ কিছু ক্ষণ রাস্তাটিতে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রহমান মোল্লা (৫৪)। বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রামে। রবিবার সকালে রেজিনগর থেকে সাইকেলে লোকনাথপুর ফিরছিলেন তিনি। সেই সময়ে বহরমপুর থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ বেশ কিছু ক্ষণ রাস্তাতেই পড়ে ছিল। দু’পাশে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি। তাতে দীর্ঘ যানজট তৈরি হয়। রেজিনগর থানার পুলিশ গিয়ে শেষ পর্যন্ত দেহটি উদ্ধার করার পরে গাড়ি চলাচল স্বাভাবিক হতে হতে সকাল গড়িয়ে যায়।

সিপিএম-কংগ্রেস বিবাদ মহ্যমপুরে
বেলডাঙা থানার অন্তর্গত মহ্যমপুর গ্রামে কংগ্রেস ও সিপিএমের বিবাদের জেরে শনিবার রাতে বেলডাঙা থানার পুলিশ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বিবাদ শুরু হয়। কংগ্রেস ও সিপিএম উভয় পক্ষেরই দাবি, তাঁদের সমর্থকদের উপরে হামলা হয়েছে। দুই দলই দাবি করেছে, রাজনৈতিক গণ্ডগোলের কারণে তাঁদের কিছু সমর্থক ঘর ছাড়া ছিলেন। তাঁরা এই দিন ঘরে ফেরার চেষ্টা করতেই অন্য পক্ষ বাধা দেয়।

রেশন নিয়ে ক্ষোভ
রবিবার নওদা থানার আমতলা এলাকার একটি রেশন দোকানে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। অভিযোগ, ওই রেশন ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে পরিমাণে চাল, গম কম দেন গ্রাহকদের। বারবার অভিযোগ করেও ফল না মেলায় বাধ্য হয়েই বিক্ষোভ দেখানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে যান স্থানীয় বিডিও এবং পুলিশ। বিডিও মানস মণ্ডল স্থানীয় রেশন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করবেন বলার পরে বিক্ষোভ ওঠে।

গঙ্গায় নিখোঁজ ছাত্র
গঙ্গা পুজো দেখতে এসে রবিবার শ্রীবাস অঙ্গন ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল বেথুয়াডহরির বাসিন্দা সৌরভ পাল। বেথুয়ার জগদীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের মেধাবী ছাত্র সৌরভ শনিবার আত্মীয়ের বাড়ি বেড়াতে নবদ্বীপে এসেছিল।

জলসায় হাতাহাতি
জলসায় এক যুবকের নাচানাচি নিয়ে শুরু হয়েছিল বিবাদ। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। শনিবার রাতে নদিয়ার শান্তিপুর থানার চাঁপাতলা গ্রামে দু’দল গ্রামবাসীর এই সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গঙ্গাপুজো উপলক্ষে চাঁপাতলায় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানেই রাতে জলসার আয়োজন করা হয়েছিল। তখন বাউল গানের সঙ্গে এক যুবক নাচতে শুরু করলে তাঁকে অনেকে বাধা দেন। তিনি তা না শোনায় দু’দল গ্রামবাসীদের মধ্যে গণ্ডগোল হয়েছে।
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.