বর্ধমান |
মেমারিতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম ৮, গ্রেফতার ১৭ |
|
নিজস্ব সংবাদদাতা, মেমারি: সিপিএম ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হলেন ৮ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মেমারি থানার শালিগ্রামে। জখমেরা সকলেই তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ অবশ্য জানায়, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় নবস্থা ১ পঞ্চায়েতের উপপ্রধান প্রণব দাঁ-সহ সিপিএমের ১৪ জন। ধৃত বাকি তিন জন তৃণমূল সমর্থক। রবিবার ধৃতদের সিজেএম আদালতে তোলা হলে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। |
|
বর্ধমানে আরও আসন জিততেন, দাবি মুকুলের |
নিজস্ব সংবাদদাতা, মেমারি: পরিবেশ-পরিস্থিতি ‘অনুকূল’ থাকলে বর্ধমান জেলায় তাঁরা আরও তিনটি আসন জিততেন বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে দল রাজ্যে ক্ষমতায় আসার পর রবিবারই প্রথম বর্ধমান জেলায় কর্মিসভা করে তৃণমূল। মেমারি কলেজে ওই কর্মিসভায় মুকুলবাবু বলেন, “বর্ধমানে আমরা ১৮টি আসন জিতেছি। |
|
|
|
|
জলের অপচয় রুখতে উদ্যোগী কালনা পুরসভা |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
টার্মিনাস সুনসান, রাস্তার উপরেই ট্রাক দাঁড়িয়ে থাকে দুর্গাপুরে |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাস্তার পাশে সার দিয়ে লরি দাঁড়িয়ে থাকায় বেড়েছে যানজট। এই যানজটের সমস্যার সমাধানের জন্যই দুর্গাপুরে বছর পাঁচেক আগে বানানো হয়েছিল দু’টি ট্রাক টার্মিনাস। কিন্তু টার্মিনাসে ট্রাক রাখার ‘ফি’ বাঁচাতে তা ব্যবহারই করছেন না অধিকাংশ লরি ও ট্রাক চালক। ফলে, যানজটের সমস্যা তো কমেইনি, উপরন্তু যে কারণে ট্রাক টার্মিনাস গড়া হয়েছিল তা বিশ বাঁও জলে। টার্মিনাস সুনসান। |
|
পাইপ ফাটিয়ে চলছে জল-চুরি, নতুন প্রকল্পই ভরসা আসানসোলে |
সুশান্ত বণিক, আসানসোল: পানীয় জলের দু’টি প্রকল্প কেন্দ্রের অনুমোদন পেয়েছে বছর পাঁচেক আগে। এখনও তারা দিনের আলো দেখেনি। একাধিক ছোট প্রকল্প সরকারি অনুমোদনের অপেক্ষায় ফাইলবন্দি। দু’টি প্রকল্প তৈরির পরেও তেমন সাফল্য মেলেনি। এই চিত্র আসানসোলে। তার মধ্যেই চলছে পাইপ ফাটিয়ে জল চুরি। ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ তলানিতে ঠেকেছে। ফলে পানীয় জলের তীব্র সঙ্কটে ভুগছে আসানসোল মহকুমার বেশ কিছু এলাকা। |
|
|
বিএসইউপি প্রকল্পে ‘বেনিয়ম’
সাসপেন্ড সুপারভাইজার |
প্রকল্পে ‘বেনিয়ম’,
সাসপেন্ড সুপারভাইজার |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|