টুকরো খবর |
|
তিন তৃণমূল কর্মীকে ‘মারধর’ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার পদুমা গ্রামে। স্থানীয় তৃণমূল কর্মী ময়না মণ্ডল জানান, এ দিন দুপুরে বিজয় মিছিল সেরে ফেরার পর সন্ধ্যায় বনমালী বাউরি, মেঘনাদ আকুঁড়ে-সহ তিন জনকে মারধর করা হয়। পরে তিনটি বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, “সিপিএম এই ঘটনা ঘটিয়েছে।” সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। গ্রাম্য বিবাদ থেকে এই ধরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে সিপিএম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল চলছে। অন্য দিকে, সিপিএমের পাল্টা অভিযোগ, স্থানীয় দেবশালা গ্রামে তাদের তিন সমর্থকের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের কিছু লোকজন। |
|
ধর্ষণের অভিযোগে যুবক ধৃত অন্ডালে |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অন্ডালের দামোদর কলোনির বাসিন্দা দীপক ঘোষাল জানান, শনিবার অষ্টম শ্রেণিতে পাঠরতা তাঁর মেয়েকে বাড়ি ফেরার সময়ে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যায় স্থানীয় বাবু পাণ্ডে নামে এক যুবক। এর পর তাকে ধর্ষণ করা হয় বলে দীপকবাবুর অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতের নির্দেশ দেন। |
|
হোমিওপ্যাথি কলেজে বিধায়ক |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের সমস্ত বিভাগ ঘুরে দেখলেন কারিগরি শিক্ষা মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। শনিবার এই সফরের পরে তাঁর মন্তব্য, “এই কলেজের কার্যত কোনও পরিকাঠামোই নেই। শিক্ষকদের বেতনও অনিশ্চিত। যথেষ্ট কর্মীও নেই। তবু কী করে বর্ধমান শহরে এই প্রতিষ্ঠানটি চলছে, তা ভেবে পাচ্ছিনা।” কলেজের অধ্যক্ষ তপন মণ্ডল বলেন, “রবিরঞ্জনবাবু পরিদর্শন করে সমস্যার কথা বুঝতে চেয়েছেন। আশা করি উনি আমাদের পাশে থাকবেন।” |
|
খনিকর্মীর দেহ উদ্ধার রানিগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নিখোঁজ হওয়ার এক দিন পরে এক মহিলা খনিকর্মীর মৃতদেহ উদ্ধার হল। রবিবার রানিগঞ্জের নিমচা কারনালি এলাকার একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ওই মহিলার দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুবর্ণবালা পাত্র (৫৭)। তাঁর ছেলে সন্তোষ পাত্র জানান, শনিবার দুপুরে তাঁর মা বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পরে আর ফেরেননি। ওই দিন রাতে সন্তোষবাবু রানিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। রবিবার সকালে তিনি প্রতিবেশীদের কাছে জানতে পারেন কারনালি এলাকার একটি গাছের ডালে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁর মায়ের দেহ ঝুলছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |
|
দামোদরে ডুবে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দামোদরে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম শ্রীকান্ত সাউ (৩২)। তাঁর বাড়ি বার্নপুরে। তিনি ডিএসপি’র অ্যাশ পন্ডে ঠিকাশ্রমিকের কাজ করেন বলে জানান তাঁর সঙ্গী সাবির আলি শাহ। রবিবার তাঁরা দু’জন এক পরিচিতকে সঙ্গে নিয়ে দামোদরে স্নান করতে গিয়েছিলেন বিকাল সাড়ে ৩ টা নাগাদ। হঠাৎ নদীতে তলিয়ে যান শ্রীকান্তবাবু। ঘণ্টাখানেক পরে তাঁর দেহ উদ্ধার হয় ওয়ারিয়া ঘাটে। |
|
ছিনতাইয়ের চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা হাসপাতালের এক রোগীর কানের দুল ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা দিলীপ দাস নামে ওই দুষ্কৃতী শনিবার সকালে হাসপাতালের মহিলা বিভাগে ঢুকে এক রোগীর কানের দুল ছিনতাই করে পালাতে যায়। কিন্তু ওই রোগীর চিৎকারে লোকজন ছুটে এলে ধরা পড়ে যায় সে। |
|
বধূর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। রবিবার সকালে কোকওভেন থানার ক্ষুদিরাম কলোনিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম সরিতা সিংহ (৩০)। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বধূকে। পুলিশ তাঁর স্বামী অখিলেশ সিংহ এবং দুই দেওর নিখিলেশ ও কমলেশকে গ্রেফতার করেছে। |
|
পালিত শিশুশ্রম বিরোধী দিবস |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে পানাগড়ের মিত্রসঙ্ঘের শিশুশ্রমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি মিছিল হয়। রবিবার মিছিলটি পানাগড়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উদ্যোক্তাদের পক্ষে রচিন মজুমদার জানান, এলাকায় যাতে একটি শিশুও শিশুশ্রমের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই এই মিছিল আয়োজিত হয়। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে পানাগড়ের ওই ক্লাব প্রশাসনের সহযোগিতায় একটি শিশুশ্রমিকদের স্কুল চালিয়ে আসছে। |
|
প্রতিবাদ সভা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দুষ্কৃতীদের গুলিতে মুম্বইয়ে সাংবাদিকের মৃত্যুর প্রতিবাদে রবিবার আসানসোলে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। ধিক্কার জানিয়ে রবিবার সকালে রবীন্দ্রভবন এলাকায় বক্তব্য রাখেন বহু সাংবাদিক। |
|
স্মারকলিপি |
বারাবনির বিধায়ককে একটি স্মারকলিপি দিয়েছেন রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতি। তাঁদের দাবি, রূপনারায়ণপুর ফাঁড়িকে থানায় উন্নীত করা হোক। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ডাবর মোড় থেকে চিত্তরঞ্জনের ৩ নম্বর গেট পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবি করেন তাঁরা। রূপনারায়ণপুর স্টেশন ও বাজার এলাকায় কম্পিউটার চালিত রেলের আসন সংরক্ষণকেন্দ্রের দাবি তুলেছেন তাঁরা। বিধায়ক বিধান উপাধ্যায় দাবির বিবেচনার আশ্বাস দিয়েছেন। |
|