মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব রেল আসানসোল স্পোর্টস ক্লাব। রবিবার আসানসোল রেল মাঠের খেলায় তারা বার্নপুর স্কুল অফ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে বার্নপুর স্কুল অফ ক্রিকেট সব ক’টি উইকেট হারিয়ে ১২১ রান করে। জবাবে পূর্ব রেল ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। এ দিনের খেলায় সর্বোচ্চ ৩৩ রান করেন বিজয়ী দলের এস এন প্রসাদ। এ ছাড়াও ৫ ওভার বল করে ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন পরাজিত দলের সুকমল গঙ্গোপাধ্যায়। আয়োজকদের পক্ষে ক্রিকেট সচিব অম্বিকা মুখোপাধ্যায় জানান, ২২টি দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচ হল গ্যামন ব্রিজ মাঠে। মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে রবিবার বিজয়ী হয় পলাশডিহা আদিবাসী স্পোটির্ং ক্লাব। গ্যামন ব্রিজ মাঠের খেলায় তারা বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায়। খেলা শেষের মাত্র তিন মিনিট আগে এক মাত্র গোলটি করেন মিলন সোরেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএলের আধিকারিক প্রদীপ কুমার সামন্ত ও রঘুনাথ গঙ্গোপাধ্যায়। |
অনূর্ধ্ব ১২ আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতায় পদক পেয়েছে বর্ধমানের দুই সাঁতারু। তাঁদের নাম প্রত্যয় ভট্টাচার্য ও সিঞ্জন পাল। দু’জনই বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের ছাত্র। প্রত্যয় ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে সোনা ও ২০০ মিটার ফ্রি-স্টাইলে রুপো পেয়েছে। সিঞ্জন ৫০ মিটার ব্যাক স্ট্রোকে রুপো ও ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জ পেয়েছে। আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতাটি সুভাষ সরোবর স্টেডিয়ামে হয়েছে শনি ও রবিবার। |
ভরতী সঙ্ঘ আয়োজিত চণ্ডী বন্দ্যোপাধ্যায় এবং কুশা সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় রবিবার বিজয়ী হল যুক্ত বন্ধু। হিরাপুরের আমবাগান তারকাঁটা মাঠে তারা বিআর এসি-কে ৩-১ গোলে হারায়। এ দিন খেলার সেরা হন বিজয়ী দলের প্রসেনজিৎ দাস। আয়োজকদের পক্ষে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। |
কল্যাণ স্মৃতি সঙ্ঘ আয়োজিত আন্তঃকোচিং ক্যাম্প অনূর্ধ্ব ১৬ ফুটবলে খেতাব জিতেছে গুসকরা পুরসভা। রবিবার বর্ধমান পুরবালক বিদ্যালয় মাঠে তারা সাই প্রশিক্ষণ কেন্দ্রকে ১-০ গোলে হারায়। গোল করে সনাতন সোরেন। এ দিনের ম্যাচ ও প্রতিযোগিতার সেরা হয়েছে যথাক্রমে রামেশ্বর সোরেন ও সুমিত মুর্মু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, বর্ধমানে ভাল মাঠ তৈরির চেষ্টা হবে। |
জোতরামের সিলভান পলিটেকনিক কলেজের আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় খেতাব জিতছে ইলেকট্রিকাল বিভাগ। রানার্স হয়েছে মেকানিক্যাল বিভাগ। শনিবার এই চ্যম্পিয়ান ও রানার্স দলের ছাত্রদের পুরস্কৃত করেন রাজ্য কারিগরি শিক্ষা দফতরের অধিকর্তা পারিজাত দে। এ দিন তিনটি সেমেস্টারের মোট ৩১ জন ছাত্রকে নানা কৃতিত্বের জন্য পুরস্কার দেওয়া হয়েছে বলে কলেজের চেয়ারম্যান অমিতাভ সোম জানিয়েছেন। |