|
|
|
|
প্রকল্পে ‘বেনিয়ম’, সাসপেন্ড সুপারভাইজার |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিএসইউপি প্রকল্পে বেনিয়মের অভিযোগ উঠেছে আসানসোল পুরসভায়। এর অন্তর্গত ‘নিজের বাড়ি নিজে কর’ প্রকল্পে বাড়ি তৈরি না করিয়েই গ্রাহককে পুরো টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়টি দেখাশোনার দায়িত্বে থাকা সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের সব কাজের তদন্তও হবে বলে জানা ন তিনি।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৮ নম্বর ওয়ার্ডে বিএসইউপি-র ‘নিজের বাড়ি নিজে কর’ প্রকল্পের কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে। সেখানে ১৯৮ নম্বর গ্রাহক হোসমি তারা খাতুনের একটি বাড়ি গড়ার কথা। পুরসভার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তিনি কাগজপত্র ও টাকা জমা দিয়ে আবেদন করেন। তাঁকে বাড়ি তৈরির অনুমোদনও দেন পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্র জানানো হয়েছে, তিনটি পর্যায়ে ওই গ্রাহককে এক লক্ষ ৪৭ হাজার টাকা দেওয়া হয়েছে। এ দিকে, ওই মহিলাকে পুর কর্তৃপক্ষ পুরো টাকা দিয়ে দিলেও তিনি বাড়ি তৈরি করেননি। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদ করেন। পুর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান তাঁরা। অভিযোগ পেয়ে মেয়র তাপস বন্দোপাধ্যায় এ বিষয়ে খোঁজ করেন। তাপসবাবু জানিয়েছেন, ওই মহিলাকে তিনটি পর্যায়ে পুরো টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। পুরসভার আবাসন সুপারভাইজার মহম্মদ জাভেদ সমস্ত কিছু দেখে রিপোর্ট দেওয়ার পরেই কর্তৃপক্ষ এই টাকা মিটিয়েছেন। মেয়র বলেন, “অভিযোগ পাওয়ার পরেই আমরা এই দফতরের মেয়র পারিষদ, এক জন বাস্তুকারকে নিয়ে তদন্ত করতে নামি। জানা গিয়েছে, ওই সুপারভাইজার ভুল তথ্য জানানোর জন্যই এমন বেনিয়ম হয়েছে। আমি ওই সুপারভাইজারকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করেছি।” ওই সুপারভাইজার কেন এই অন্যায় করেছেন, তার তদন্তও করা হবে বলেও জানিয়েছেন মেয়র। এ ব্যাপারে ওই সুপারভাইজার মহম্মদ জাভেদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় মেয়র তাপস বন্দোপাধ্যায় বিএসইউপি প্রকল্পের সব ক’টি আবেদনপত্র পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ‘নিজের বাড়ি নিজে কর’ প্রকল্পে সব ক’টি বাড়ি পর্যায়ক্রমে তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে না দেখা পর্যন্ত বরাদ্দের টাকা দেওয়া হবে না। |
|
|
|
|
|