টুকরো খবর


অগ্নিদগ্ধ হয়ে মৃত মা, জখম ছেলে
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় তাঁর ছেলেও। বুধবার রাতে মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ভগবতী দাঁ (৪০)। রবিবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ভগবতীদেবীর। ১৬ বছরের ছেলে কার্তিকও আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। রান্নার গ্যাস লিক থেকেই এই দুর্ঘটনা।


বধূর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক বধূর। রবিবার সকালে কোকওভেন থানার ক্ষুদিরাম কলোনিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম সরিতা সিংহ (৩০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বধূকে। পুলিশ তাঁর স্বামী অখিলেশ সিংহ এবং দুই দেওর নিখিলেশ ও কমলেশকে গ্রেফতার করেছে।


পথ দুঘর্টনায় মৃত্যু
কলকাতা থেকে বীরভূমের নলহাটি যাওয়ার পথে বর্ধমানের নবাবহাট মোড়ের কাছে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর নাম মৃত্যুঞ্জয় সাহা (২৭)। আহত হন গাড়ির আরও তিন যাত্রী। মৃত্যুঞ্জয়বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ট্রাকটির হদিস মেলেনি।


আইএনটিটিইউসি-র বৈঠক কালনায়
ইটভাটা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করল আইএনটিটিইউসি। রবিবার কালনার কৃষ্ণদেবপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিকদের নিয়ে একটি সভা হয়। আইএনটিটিইউসি-র অভিযোগ, কালনা শহর ও তার আশেপাশে ১৫টি ইটভাটা রয়েছে। প্রতি বছর ওই ইটভাটাগুলিতে কয়েক হাজার শ্রমিক কাজ করতে আসে। নানা সমস্যার সন্মুখীন হন তাঁরা। ইটভাটায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্রমিকদের কাছে ধারে মদ বিক্রি করেন বিক্রেতারা। মজুরি মিললে বেশিরভাগটাই দিয়ে দিতে হয় মদ বিক্রেতাদের। শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টিও অবহেলিত। তাদের দাবি, অন্যান্য ইটভাটায় এই ধরনের বৈঠক করা হবে। এ দিনের বৈঠকে শ্রমিকদের ইটভাটার বিভিন্ন কাজের ন্যায্য মজুরিও জানিয়ে দেওয়া হয়। আইএনটিটিইউসি নেতা অনিমেষ দেবনাথ বলেন, “এ বার থেকে আমরা মালিকপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। কোন চুক্তির ভিত্তিতে তাঁরা শ্রমিকদের কাজ করান তা দেখে চুক্তিতে কোন কোন বিষয়গুলি অবহেলিত তা নিয়ে আলোচনা করা হবে।”
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.