পানীয় জলের অপচয় বন্ধ করতে উদ্যোগী হয়েছে কালনা পুরসভা। বর্তমানে ১৮টি ওয়ার্ড বিশিষ্ট এই পুর এলাকায় লোক সংখ্যা প্রায় ৩০ হাজার। গরম পড়তে না পড়তেই এলাকায় জল সঙ্কট তীব্র আকার নেয়। বেশ কয়েকটি ওয়ার্ডের পাইপ থেকে জল প্রায় পড়ছেই না।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের জল সরবরাহের জন্য পুরসভার ২০টি পাম্প বসানো রয়েছে। পুরসভার একটি বিশেষ পরীক্ষায় জানা গিয়েছে, এলাকার মোট জনসংখ্যার নিরিখে ১০টি জলের পাম্পই জল সরবরাহের জন্য যথেষ্ট। তবুও কালনার মানুষ চরম জল সঙ্কটের মুখে পড়েন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েক বছর ধরে মাটির তলা থেকে যথেচ্ছ ভাবে জল তুলে নেওয়ার ফলেই এই জল সঙ্কট। বহু মানুষ বেআইনি ভাবে নলকূপ বসিয়ে বছরের পর বছর ধরে মাটির তলা থেকে জল তুলে নিচ্ছেন। পুরসভার অনুমোদন ছাড়া এরকম নলকূপের সংখ্যা প্রায় শ’খানেক। বিভিন্ন হোটেল, রাইস মিল, দোকান-সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই নলকূপগুলি ব্যবহার করছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।
পুরসভার ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ জানান, ইতিমধ্যেই এরকম কয়েকটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে। বাকী প্রতিষ্ঠানগুলিকেও বেআইনি ভাবে দল তোলার বিষয়ে চিঠি পাঠানো হবে। তিনি আরও জানিয়েছেন, বেআইনি ভাবে মাটির তলা থেকে জল তুলে নেওয়ার অপরাধে ওই সমস্থ প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে দু’শো টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা সম্ভব। তিনি বলেন, “পুরসভা বেআইনি নলকূপগুলি বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জলের লাইনের সংযোগ করে দেবে। এর ফলে ওই প্রতিষ্ঠানগুলির জলের খরচ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে।” পাশাপাশি, পুরসভা সূত্রে জানা গিয়েছে, মাটির নিচের জল বেশি খরচ করার পরিবর্তে ভাগীরথীর জল দুষণমুক্ত করে এলাকায় সরবরাহ করার উদ্যোগও শুরু হয়েছে। পুরসভার পক্ষ থেকে বিষয়টি রাজ্য প্রশাসনের কাছে জানানো হয়েছে। |