l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
আইআইটি নিয়ে সবুজ সঙ্কেত দিল্লি
নিজস্ব সংবাদদাতা
²
নয়াদিল্লি
দার্জিলিঙে একটি আইআইটি স্থাপনে প্রাথমিক ভাবে কেন্দ্রের সবুজ সঙ্কেত পেল রাজ্য সরকার। পাহাড়ের উন্নয়ন নিয়ে মহাকরণে নতুন সরকারের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার প্রথম বৈঠকের দিনেই রাজধানীতে এই খবর জানালেন উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বলের সঙ্গে দেখা করে ব্রাত্যবাবু পাহাড়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দিলে তাতে সম্মতি জানান তিনি। বৈঠক শেষে ব্রাত্যবাবু বলেন, “দার্জিলিঙে একটি বিশ্বমানের শিক্ষা কেন্দ্রের দাবি ছিল বহুদিন ধরেই। আজ বিষয়টি নিয়ে সিব্বলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি আগামী (দ্বাদশ) পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রস্তাবটিকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন।” উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কালিম্পংয়ের কাছে একটি জমি আইআইটি-র জন্য চিহ্নিতও করেছে জেলা প্রশাসন।রেলমন্ত্রী থাকার সময়েই দার্জিলিঙে একটি রেলের সফ্টওয়্যার কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামগ্রিক ভাবে পাহাড়ের সার্বিক উন্নতিতে যে তিনি বদ্ধপরিকর, ক্ষমতায় আসার পরে সেই রাজনৈতিক বার্তাই দিতে চাইছেন তিনি। আইআইটি স্থাপনের এই তৎপরতায় জোরালো হল সেই বার্তাই। এ ছাড়া, রাজ্যের ১৮টি জেলায় একটি করে কলেজ স্থাপন, কলেজ ও বিশ্ববিদ্যলয়গুলির শিক্ষকদের বকেয়া প্রায় ৮২০ কোটি টাকা অবিলম্বে দিয়ে দেওয়ার ব্যাপারেও ইতিবাচক সাড়া মিলেছে এ দিনের বৈঠকে। কেন্দ্রীয় সমীক্ষাতেই দেখা গিয়েছে, দেশের ৩৫৪টি পিছিয়ে পড়া জেলায় কোনও কলেজ নেই।
বিস্তারিত...
‘গণহত্যা’র স্মৃতি উস্কে দিয়ে
হাড়গোড়-কাণ্ডে নাম সুশান্তর
নিজস্ব সংবাদদাতা
²
কেশপুর
সিপিএম নেতা সুশান্ত ঘোষের আদিবাড়ির গ্রামের কাছে হাড়গোড় উদ্ধারের সঙ্গে জুড়ে গেল ৯ বছর আগে কেশপুরে এক ‘গণহত্যা’র অভিযোগ। নাম জড়াল সুশান্ত ঘোষ, তরুণ রায়, এন্তাজ আলির মতো সিপিএম নেতাদের। গড়বেতা-৩ ব্লকের উড়াসাই পঞ্চায়েতের বেনাচাপড়ায় আদি বাড়ি সুশান্তবাবুর। তার কিলোমিটার খানেক দূরের মল্লিকডাঙা গ্রামের দাসেরবাঁধে শনিবার উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়। সেই হাড়গোড় ২০০২-এর ২২ সেপ্টেম্বর কেশপুরের পিয়াশালায় সিপিএমের হামলায় ‘নিহত’ ৭ তৃণমূল কর্মীর বলে দাবি উঠেছে। এমনকী সোমবার ৯ বছর আগের ওই ঘটনা নিয়ে কেশপুর থানায় নতুন করে অভিযোগও দায়ের করেছেন পিয়াশালা লাগোয়া খেতুয়া গ্রামের যুবক শ্যামল আচার্য। তাঁর দাবি, দাসেরবাঁধে হাড়গোড়ের সঙ্গেই উদ্ধার হওয়া পোশাকের অংশ তাঁর বাবা অজয় আচার্যের। ৯ বছর আগে সিপিএমের হামলায় অজয়বাবু-সহ ৭ দলীয় কর্মী-সমর্থক নিহত হয়েছিলেন এবং তাঁদের দেহ কয়েক কিলোমিটার দূরে বেনাচাপড়ার দিকেই গরুর গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। অভিযোগে আরও বলা হয়েছে, সিপিএমের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুশান্ত ঘোষ, কৃষকসভার রাজ্য সম্পাদক তরুণ রায়, কেশপুর জোনাল কমিটির সদস্য এন্তাজ আলি-সহ কয়েকজন ‘হেভিওয়েট’ সিপিএম নেতার মদতেই ওই ‘গণহত্যা’ ঘটানো হয়েছিল। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের আগেই নেতাই-কাণ্ডে নাম জড়িয়েছে বেশ কয়েক জন সিপিএম নেতা-কর্মীর।
বিস্তারিত...
আমলাশোল থেকে শুরু ‘সবার জন্য খাদ্য’
কিংশুক গুপ্ত
²
আমলাশোল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জঙ্গলমহলে ‘সবার জন্য খাদ্য’ কর্মসূচির সূচনা হল অনাহারের গ্রাম সেই আমলাশোল থেকেই। সোমবার বেলপাহাড়ির এই প্রত্যন্ত গ্রামে পরিদর্শনে এসে রাজের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই দেখলেন, ২০০৪-এ ৪ শবরের অনাহার-মৃত্যুর পরে রাজ্যব্যাপী যতই শোরগোল পড়ুক, এখনও আমলাশোলের অনেক বাসিন্দার রেশন কার্ডই নেই। হতদরিদ্র আদিবাসী পরিবারের হাতে নেই বিপিএল কার্ড। রেশন দোকানও তিন কিলোমিটার দূরে। জ্যোতিপ্রিয়বাবু গ্রামে দাঁড়িয়েই অবিলম্বে রেশন কার্ড বিলির ব্যবস্থা করার নির্দেশ দেন খাদ্য দফতর এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত আমলাশোলে শিবির করে রেশন কার্ড বিলির ঘোষণা হয় তার পরেই। যত শীঘ্র সম্ভব শুধু আমলাশোলের জন্য একটি রেশন দোকান খোলারও নির্দেশ দেন মন্ত্রী। ২০০৪-এ অনাহারে মৃত সমায় শবরের মেয়ে আলামনি শবর অপুষ্টির শিকার ৬ মাসের ছেলেকে কোলে নিয়ে মন্ত্রীর কাছে অস্ফুটে বলেন, “আমাদের দু’বেলা পেটভরে খাবার ব্যবস্থা করে দাও। সপ্তাহে দেড় কিলো চালে পেট ভরে না।” তাঁকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “এ বার থেকে সমস্যা হবে না। দেড় মাস পরে ফের এখানে এসে আমি নিজে দেখে যাব কতটা কী হল।” আমলাশোলের পথে সিঙাডোবা গ্রামের বাসিন্দারা আবার মন্ত্রীকে রেশনের চাল-আটার মান নিয়ে অভিযোগ জানান। রেশন ডিলার রসিদ দেন না বলেও মন্ত্রীর কানে পৌঁছেছে।
বিস্তারিত...
একটু ভাবুন
কংগ্রেস কর্মী-সহ দু’জন ‘অপহৃত’ কোটশিলায়
প্রশান্ত পাল
²
কোটশিলা
ঘরে ঢুকে গৃহস্থকে দিয়ে রান্না করিয়ে খেয়েছিল তারা। বাড়ির পিছনে বৈঠকও করে। ফেরার সময় ১১ জনের দলটি ওই বাড়িরই এক কংগ্রেসকর্মী এবং এক রাজমিস্ত্রিকে ‘অপহরণ’ করে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। পুরুলিয়ার কোটশিলা থানার হরতান গ্রামের এই ঘটনা যতটা রহস্যজনক, ঠিক ততটাই ধোঁয়াশা রয়েছে ‘অপহরণকারী’দের পরিচয় নিয়ে। রবিবার রাতে ওই ঘটনা ঘটলেও সোমবার রাত পর্যন্ত এ ব্যাপারে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। জেলা পুলিশের একাংশ মনে করছে, এর পিছনে মাওবাদীরা থাকতে পারে। পুরুলিয়ার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী বলেন, “অপহরণের ঘটনার খবর পেয়েছি। তবে কোনও অভিযোগ না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে।” জেলা পুলিশ সূত্রের খবর, তারা ইতিমধ্যেই বোকারো পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। যে দু’জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের এক জন হলেন শ্যামাপদ মাহাতো। তিনি এলাকার পরিচিত কংগ্রেস কর্মী হওয়ার পাশাপাশি ঝালদা ২ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি মেনকা মাঝির দেওর। হরতান গ্রামেই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক শ্যামাপদবাবু। অন্য ‘অপহৃত’ নবীন মাঝি শ্যামাপদবাবুর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কোটশিলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হরতান গ্রামটির অবস্থান ঝাড়খণ্ড সীমান্তে। ছড়ানো-ছেটানো তিনটি পাহাড়ের মাঝে ছোট্ট জনপদ। এই গ্রামেরই নামোপাড়ার বাসিন্দা মেনকাদেবী ও তাঁর দেওর শ্যামাপদবাবু। তাঁদের যৌথ পরিবার। যথেষ্ট সম্পন্ন।
বিস্তারিত...
বাসের চাকায় পিষ্ট যুবক, বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া
নিজস্ব সংবাদদাতা
²
কলকাতা
ছেলের জন্য সাইকেল কিনে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। কিন্তু বাড়ি গিয়ে ছেলের হাতে আর তুলে দেওয়া হল না সাইকেলটি। বাড়ির কিছুটা দূরেই ঘটল দুর্ঘটনা। বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে বেঘোরে মৃত্যু হল তাঁর। ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুনও ধরিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী নামাতে হয়। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে। পুলিশ জানায়, মৃত চন্দন কুমার (৪০) আই আর বেলিলিয়াস রোডের হরিজন বস্তির বাসিন্দা। তিনি হাওড়া রেলওয়ে অর্থোপেডিক হাসপাতালের কর্মী। তাঁর স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে। এ দিন বিকেল ৫টা নাগাদ তিনি ছেলে রঞ্জনের জন্য নতুন সাইকেলটি কিনে পঞ্চাননতলার একটি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। সাইকেলটি চালাচ্ছিলেন চন্দনবাবুই। পঞ্চাননতলা থেকে বেলিলিয়াস রোডে যাওয়ার সময় দেশপ্রাণ শাসমল রোডে একটি ম্যানহোলের ঢাকনার উপর পিছলে যায় সাইকেলের চাকা। রাস্তার বাঁ দিকে সাইকেল নিয়ে ছিটকে পড়েন তিনি। সেই সময়ে পিছন থেকে তীব্র গতিতে ছুটে আসছিল হাওড়া-নারিট রুটের একটি বেসরকারি বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের নিমেষে ওই ব্যক্তির শরীরের উপর বাসটির চাকা উঠে যায়। বাসটিও চন্দনবাবুকে পিষে দিয়ে আরও গতি বাড়িয়ে পালাতে থাকে। কিন্তু কিছু দূর গিয়েই স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়ে বাস থামালেও চালক পালিয়ে যান। এ দিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হরিজন বস্তির কয়েকশো বাসিন্দা ছুটে আসেন ঘটনাস্থলে। বাস থেকে যাত্রীদের নামিয়ে চলে ভাঙচুর। এর পরেই কিছু উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
বিস্তারিত...
দ্রুত রিপোর্ট চাইল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা
²
মালদহ
‘দৃষ্টিহীন’ হওয়ায় মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করা এক ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছেন না বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদহের মঙ্গলবাড়ি এলাকার গোস্বামী কাঙ্গালেশ্বর হাই স্কুলে। সোমবার কাবেরি ঘোষ নামে ওই ছাত্রী এই ব্যাপারে মালদহ জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে। ২০১০ সালে ওই ছাত্রী মাধ্যমিক পাশ করে। তার পরে পুরাতন মালদহের একটির পর একটি স্কুলে ভর্তির জন্য আবেদনপত্র জমা দেয়। কোথাও ভর্তি নেওয়া হয়নি। এ বার মাধ্যমিকের ফল প্রকাশের পরে নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু হলে দিন তিনেক আগে ওই ছাত্রী মঙ্গলবাড়ির ওই স্কুলে যায়। স্কুল কর্তৃপক্ষ তাকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেয় বলে জেলা প্রশাসনের কর্তাদের কাছে অভিযোগ জানিয়েছে ওই ছাত্রী। অভিযোগ পেয়ে নড়ে বসেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক তরুণ সিংহরায় বলেন, “সরকারি নিয়ম হল দৃষ্টিহীন ছাত্র বা ছাত্রী কোনও স্কুলে পড়াশোনা করতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে। মঙ্গলবাড়ির ওই স্কুলে কাবেরি ঘোষের ভর্তির ব্যাপারে কী হয়েছে সেটা সর্বশিক্ষার প্রকল্প আধিকারিককে দেখতে বলা হয়েছে।” সর্বশিক্ষা মিশন কর্তৃপক্ষ ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন বলে জানা গিয়েছে। ওই ছাত্রীর অভিযোগ, তিনদিন আগে সে দাদার সঙ্গে মঙ্গলবাড়ির ওই স্কুলে যায়। তার অন্ধত্বের কথা জানার পরে প্রধান শিক্ষক এককথায় ভর্তির আবেদন নাকচ করে দেন। তার কোনও কথাই শুনতে চায়নি ওই শিক্ষক। ওই ছাত্রী বলেন, “আমি পড়তে চাই। প্রধান শিক্ষক আমার কথা না-শুনে গার্ড ডেকে স্কুল থেকে বার করে দেন। তিনি এমনও হুমকি দেন, যতই সরকারি নিয়ম থাকুক না কেন, তাঁর স্কুলে আমার কোনও জায়গা নেই।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অনিয়মে অভিযুক্ত বাম
জেলা পরিষদ
ছাত্রের মৃত্যুই দেখাল
হস্টেলে নেশার রমরমা
দক্ষিণবঙ্গ
ভাড়াটে উচ্ছেদে আগুন, অভিযোগ
নিজের দফতর পরিদর্শনে
এসে চক্ষু চড়কগাছ মন্ত্রীর
বর্ধমান
গরু-ছাগল সহপাঠী,
এসেও পড়ে রয়েছে
ক্লাসঘর তৈরির টাকা
হকারদের দখলে প্রতীক্ষালয়,
উদাসীন পুর কর্তারা
পুরুলিয়া
সিপিএম কার্যালয়ে উদ্ধার
তৃণমূলের পতাকা, বাইক
প্রতিকুলতাকে জয়
করেও দুশ্চিন্তায় তাপস
মুর্শিদাবাদ
ছাত্র সংঘর্ষে জখম
এসএফআই সদস্য
জিয়াগঞ্জে শিশুকে বাঁচিয়ে
বিদ্যুতের বলি
মেদিনীপুর
কেউ যেন অভুক্ত না
থাকে, বার্তা মন্ত্রীর
চন্দ্রকোনায় ‘আক্রান্ত’,
অভিযোগ করল তৃণমূল
কলকাতা
৩৭.৯/২৮.২
আজকের দিনে
l
১৩২৯:
স্কটল্যান্ডের রাজা
রবার্ট দ্য ব্রুসের মৃত্যু।
l
১৯৪২:
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মর
আল-গদ্দাফির জন্ম।
l
১৯৫২:
তুরস্কের নোবেল জয়ী লেখক
অরহান পামুকের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
আজকের জন্য
পাক্ষিক
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে
পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে
বাঙালি যে এগিয়ে তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের সঙ্গে দেখার মানচিত্রে
ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ। ‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.