|
|
|
|
সিপিএম কার্যালয়ে উদ্ধার তৃণমূলের পতাকা, বাইক |
নিজস্ব সংবাদদাতা² পাত্রসায়র |
এ বার সিপিএমের জোনাল কার্যালয় থেকে মিলল দু’টি মোটরবাইক, তৃণমূলের ছেঁড়া পতাকা, কার্তুজ, বেশি কিছু লাঠি ও লোহার রড। ঘটনাস্থল বাঁকুড়ার পাত্রসায়র। উদ্ধার হওয়া মোটরবাইকটিও তাদের এক কর্মীর বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনায় সোমবার উত্তেজনা ছড়ায় পাত্রসায়র এলাকায়। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে সিপিএম এবং তৃণমূলের মধ্যে।
বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “সিপিএমের ওই জোনাল কার্যালয়ে তল্লাশি চালিয়ে একটি মোটরবাইক-সহ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রয়োজনে আরও তল্লাশি চালানো হবে।” এ দিনই পাত্রসায়র লাগোয়া ইন্দাসের জিনকরা ও ফতেপুর এলাকা থেকে সাতটি পাইপগান ও মাস্কেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, ফতেপুরে দ্বারকেশ্বর নদের চর থেকে তিনটি পাইপগান মেলে। জিনকরা গ্রামে একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয়েছে চারটি মাস্কেট। অস্ত্রগুলি কে বা কারা ফেলে পালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক পাত্রসায়রের কাঁকরডাঙা মোড়ে সিপিএমের জোনাল কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে তল্লাশি চালানোর দাবি তোলেন। খবর পেয়ে পাত্রসায়র থানা থেকে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানেরা পৌঁছন। তৃণমূলের দাবিমতো, জোনাল কার্যালয়ে ঢোকার কোলাপসিবল গেট খুলে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক সিপিএম কর্মীর কাছ থেকে জোনাল কার্যালয়ের গেট ও নীচের তলার দু’টি ঘরের চাবি এনে তল্লাশি হয়। দু’টি বাইকের মধ্যে একটি শিমুলডাঙা গ্রামের তৃণমূল নেতা সুনীল মণ্ডলের ভাই জয়দেবের বলে শনাক্ত হয়েছে। জয়দেববাবুর অভিযোগ, “এক বছর আগে আমার বাড়িতে হামলা চালিয়ে সর্বস্ব লুঠ করেছিল সিপিএমের দুষ্কৃতীরা। বাইক নিয়েও পালিয়েছিল।” উদ্ধার হওয়া অন্য বাইকটিকে আপাতত জোনাল কার্যালয়েই রেখে দেওয়া হয়েছে।
পাত্রসায়র ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএমের ওই জোনাল কার্যালয়ে বেআইনি অস্ত্র মজুত রয়েছে। পুলিশ তবু ওই কার্যালয়ের উপরতলায় তল্লাশি চালায়নি।” সিপিএমের জেলা কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দা আব্দুল হেলিমের প্রতিক্রিয়া, “ওদের ভয়ে আমি নিজেই বাড়িছাড়া। জোনাল কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কী পেয়েছে, আমার জানা নেই। তৃণমূল এখন অনেক কিছুই করবে। এটাই ওদের সংস্কৃতি।”
এ দিকে, এ দিন সন্ধ্যায় পাত্রসায়রের বেলবরিয়া গ্রামে ‘সিপিএম আশ্রিত’ দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে তৃণমূলের অভিযোগ। বোমার কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ যায়। |
|
|
|
|
|