এক যুবককে খুনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেখ আমির, শেখ সাদ্দাম ও শেখ আফরোজ। তিন জনই পুরুলিয়া শহরের কসাই মহল্লার বাসিন্দা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হুড়া থানার রাকাবের জঙ্গলে শেখ ইমরান ওস্তা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাড়া থানার বামুনবাইদ গ্রামের বাসিন্দা ওই যুবক ঝাড়খণ্ডের জামসেদপুরের একটি হোটেলে কাজ করতেন। পুলিশ জানায়, মৃতদেহে ভারি জিনিস দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া, অ্যাসিড দিয়ে দেহের বিভিন্ন অংশ পোড়ানোও হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ৪ জুন ফোন করে ইমরানকে পুরুলিয়ায় ডাকা হয়। মৃত ইমরানের বাবা ইসার আলি ওস্তা পুলিশের কাছে অভিযোগ করেন, ওই তিন যুবকই তাঁর ছেলেকে কর্মস্থল থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। পুলিশ জানায়, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতেই এ দিন ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ, মঙ্গলবার তাদের আদালতে হাজির করানোর কথা। |
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোটরবাইক ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার লাগারপুকুর মোড়ের কাছে। স্থানীয় করজবুনি গ্রামের বাসিন্দা নিশীথ কুণ্ডু নামে ওই ব্যবসায়ী সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
বালসিতে নিশীথবাবুর সাইকেলের দোকান আছে। তিনি বলেন, “দোকান বন্ধ করে রবিবার রাত ৯টা নাগাদ আমি আর আমার এক ভাইপো ও ভাগ্নে একসঙ্গে মোটরবাইকে বাড়ি ফিরছিলাম। লাগারপুকুর মোড় পেরনোর পরে রাস্তায় হঠাৎই কয়েক জন দুষ্কৃতী লাঠি নিয়ে চড়াও হয়। আমাদের তিন জনকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও বাইক ছিনতাই করে বিষ্ণুপুরের দিকে চম্পট দেয়।” বালসি এলাকায় ফের চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ায় এলাকাবাসী উদ্বিগ্ন। তাঁদের অভিযোগ, মৌকুচির এক দাগি দুষ্কৃতী দলবল নিয়ে এই সব অপকর্ম করে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। বাঁকুড়া জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই এলাকায় কিছুদিন ধরেই চুরি-ছিনতাই হচ্ছে। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।” |
বাঁকুড়ার বিকনায় এমডিবি ডিএভি পাবলিক স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পঠন পাঠনের জন্য অনুমতি দিল সিবিএসই বোর্ড। সোমবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান স্কুলের অধ্যক্ষ আর জে কে রেড্ডি। তিনি বলেন, “বিজ্ঞান ও বানিজ্য বিভাগে ওই দুটি শ্রেণিতে এবছর থেকে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে। আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন পত্র বিলি হবে।” |