|
|
|
|
ভাড়াটে উচ্ছেদে আগুন, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা ²জগদ্দল |
উচ্ছেদ করার জন্য এলাকার ক্লাবের ছেলেদের কাজে লাগিয়ে ভাড়াটের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে। সোমবার সকালে জগদ্দলের কাঁকিনাড়া ১০ নম্বর গলির বাসিন্দা কৃষ্ণ প্রসাদের ঘরে আগুন লাগে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পুড়ে যায় পাশের আরও তিনটি ঘর। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় পুলিশ পিকেট বসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম যে ঘরটিতে আগুন লাগে, তাতে ভাড়া ছিলেন কৃষ্ণ প্রসাদ। ঘরটির মালিক ওই এলাকারই বাসিন্দা তারক চৌধুরী। কৃষ্ণ প্রসাদের অভিযোগ, তাঁকে ঘর ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন তারকবাবু। সেই জন্য তিনি এলাকার একটি ক্লাবের ছেলেদের লাগিয়েছিলেন। ওই ছেলেরা তাঁকে উত্যক্ত করছিল। এ দিন তারাই ঘরে আগুন লাগায়। এ ব্যাপারে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। |
|
অভিযোগ মানতে চাননি তারকবাবু। তিনি বলেন, “কৃষ্ণবাবুর স্ত্রী অসুস্থ থাকায় কিছু দিনের জন্য একটি ঘর ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ওঁর স্ত্রীর মৃত্যুর পরে বারবার তাঁকে ঘরটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও কৃষ্ণবাবু মানতে চাননি। তিনি নিজেই ঘরে আগুন লাগিয়ে আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন।”
পুলিশ জানায়, ঘটনার পরেই ওই ক্লাবের সদস্যরা এলাকা ছাড়া। কৃষ্ণ প্রসাদ এবং তারকবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ব্যারাকপুরের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবজ্যোতি দে বলেন, “বাড়িওয়ালা ও ভাড়াটের ঝগড়ার মধ্যে একটি ক্লাবেরও কিছু ভূমিকা আছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় থানাকে এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|