টুকরো খবর
নিজের দফতর পরিদর্শনে এসে চক্ষু চড়কগাছ মন্ত্রীর
নিজস্ব চিত্র
নিজের দফতরে এসে সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল দেখলেন ২৩ জন কর্মীর মধ্যে ১৫ জনই অনুপস্থিত। এত জনের অনুপস্থিতির ব্যাপারে জিজ্ঞাসা করায় বাকিরা বললেন, তাঁরা দফতরেরই কাজে বাইরে গিয়েছেন। মন্ত্রী অবশ্য খোঁজ নিয়ে জানতে পারেন তাঁকে ভুল বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা আদৌ কোনও সরকারি কাজে ছিলেন না। মন্ত্রীর নির্দেশে হাজিরা খাতায় তাঁদের অনুপস্থিত করা হয়। সোমবার ক্যানিংয়ে নিজের দফতর ছাড়াও সেচ দফতরের অফিস এবং ক্যানিং মহকুমা হাসপাতালও ঘুরে দেখেন মন্ত্রী। সুন্দরবন উন্নয়ন দফতরের মতো একই দৃশ্য দেখা যায় সেচ দফতরের অফিসেও। এখানেও কর্মীদের উপস্থিতির হার ছিল যথেষ্ট কম। বিকেল সাড়ে ৩টে নাগাদ মন্ত্রী যান মহকুমা হাসপাতালে। সেই সময় সেখানে মাত্র ১ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। সুপার-সহ বাকিরা ছিলেন না। মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা অভাব-অভিযোগের কথা জানান। চিকিৎসকদের গাফিলতি থেকে শুরু করে খাবারের মান বা শৌচাগারের বেহাল অবস্থা সব বিষয়েই অভিযোগ জানান রোগী এবং তাঁদের আত্মীয়েরা। মন্ত্রী বলেন, “হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা চোখে পড়ল। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।”

দুষ্কৃতীদের ধরার দাবিতে সভা
সিপিএম-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রবিবার বিকেলে হাসনাবাদের ভবানীপুর ২ পঞ্চায়েতের মডেল বাজারে সভা করল তৃণমূল। সম্প্রতি ওই এলাকায় যুব তৃণমূলের সভা চলাকালীন সেখানে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় এক সিপিএম নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মারধর, ভাঙচুর, বোমা-গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। পরে হিঙ্গলগঞ্জে সিপিএমের দলীয় অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার বিকেলে তৃণমূলের সভায় বক্তৃতা করেন সাংসদ নুরুল ইসলাম-সহ দলের একাধিক নেতা। তৃণমূলের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্তেরা এখনও ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল।

গলাকাটা দেহ সোনারপুরে
সোনারপুরের কালিকাপুরে সোমবার এক প্রৌঢ়ের গলাকাটা দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম সুবল নস্কর (৫২)। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ দিন সকালে বাড়ি থেকে কিছু দূরে পুকুরপাড়ে তাঁর দেহ মেলে। অভিযোগ, একটি জমির দখলদারি নিয়ে কিছু লোকের সঙ্গে সুবলবাবুর বিবাদ চলছিল। পুলিশের সন্দেহ, সেই বিবাদের জেরেই খুন হয়েছেন ওই প্রৌঢ়। তাঁর কয়েক জন পরিচিতের খোঁজ মিলছে না। পুলিশের অনুমান, তাঁদের সঙ্গেই বিবাদ চলছিল সুবলবাবুর। কয়েক জনের নাম মিলেছে। তদন্ত শুরু হয়েছে।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.