মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জঙ্গলমহলে ‘সবার জন্য খাদ্য’ কর্মসূচির সূচনা হল অনাহারের গ্রাম সেই আমলাশোল থেকেই। সোমবার বেলপাহাড়ির এই প্রত্যন্ত গ্রামে পরিদর্শনে এসে রাজের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই দেখলেন, ২০০৪-এ ৪ শবরের অনাহার-মৃত্যুর পরে রাজ্যব্যাপী যতই শোরগোল পড়ুক, এখনও আমলাশোলের অনেক বাসিন্দার রেশন কার্ডই নেই। হতদরিদ্র আদিবাসী পরিবারের হাতে নেই বিপিএল কার্ড। রেশন দোকানও তিন কিলোমিটার দূরে। জ্যোতিপ্রিয়বাবু গ্রামে দাঁড়িয়েই অবিলম্বে রেশন কার্ড বিলির ব্যবস্থা করার নির্দেশ দেন খাদ্য দফতর এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত আমলাশোলে শিবির করে রেশন কার্ড বিলির ঘোষণা হয় তার পরেই। যত শীঘ্র সম্ভব শুধু আমলাশোলের জন্য একটি রেশন দোকান খোলারও নির্দেশ দেন মন্ত্রী। ২০০৪-এ অনাহারে মৃত সমায় শবরের মেয়ে আলামনি শবর অপুষ্টির শিকার ৬ মাসের ছেলেকে কোলে নিয়ে মন্ত্রীর কাছে অস্ফুটে বলেন, “আমাদের দু’বেলা পেটভরে খাবার ব্যবস্থা করে দাও। সপ্তাহে দেড় কিলো চালে পেট ভরে না।” তাঁকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “এ বার থেকে |