l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
আমাদের আমলে ওরা তো পার্টি অফিস খুলত
গৌতম বন্দ্যোপাধ্যায়
²
আরামবাগ
পীযূষ নন্দী
²
ধনেখালি
আরামবাগ মহকুমায় ‘সন্ত্রাস’ বন্ধের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি। দিয়েছেন কারা? বামেরা
!
আরামবাগ, খানাকুল, গোঘাট, পুড়শুড়ামহকুমার এই ব্লকগুলো কিছু দিন আগেও সংবাদ শিরোনামে আসত বামেদের বিরুদ্ধে ওঠা নানা সন্ত্রাসের অভিযোগের জন্য। ১৩ মে
-
র পরে ‘পরিবর্তন’। শুধু আরামবাগ নয়, হুগলি জেলার বিভিন্ন প্রান্তেই ‘সন্ত্রাস’ চালানোর অভিযোগ উঠছে নব্য শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। আর ‘পরিবর্তনের’ ছবি চোখে পড়ছে সিপিএমের পার্টি অফিসগুলোয়। সিপিএমের আরামবাগ জোনাল কমিটির অফিসে বিধানসভার ফল ঘোষণার আগের গমগমে ব্যাপারটাই উধাও। এখন সেখানে চেয়ার বেশি, বসার লোক কম। আগে নেতাদের মোবাইল কিংবা পার্টি অফিসের ল্যান্ডলাইন সদাই ব্যস্ত থাকত। এখন ফোন বাজলেই কার্যত আঁতকে উঠছেন সিপিএমের তাবড় নেতারা। এই বুঝি মারধরের খবর এল
!
পুড়শুড়া, খানাকুলে সিপিএম আরও ‘কোণঠাসা’। সিপিএমের খানাকুল জোনাল কমিটির নেতা ভজহরি ভুইঁয়ার অভিযোগ, ফল ঘোষণা হতেই তাঁদের দলের প্রায় হাজার নেতা
-
কর্মীকে ঘরছাড়া করেছে তৃণমূল। তাঁর ভাই নেপালকে মারধর করা হয়েছে। কয়েকটি শাখা অফিসে ভাঙচুর হয়েছে। কয়েকটি দখল হয়েছে। এলাকার প্রাক্তন বিধায়ক বংশীবদন মৈত্র, জোনাল কমিটির সম্পাদক আজিজুল হক বাড়িছাড়া। সিপিএমের অভিযোগ, তাদের পুড়শুড়া জোনাল কমিটির সম্পাদক সুখেন্দু অধিকারীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। খানাকুল, পুড়শুড়ায় সিপিএম হেরেছে।
বিস্তারিত...
‘শর্ত’ দিয়ে সরকারের সঙ্গে কথা চান অনিচ্ছুকরা
গৌতম বন্দ্যোপাধ্যায়
²
সিঙ্গুর
এত দিন ছিল জোর করে নেওয়া চাষের জমি ফিরিয়ে দেওয়ার দাবি। সরকার পরিবর্তনের পর সেই দাবি পূরণের সিদ্ধান্ত ঘোষণা হতেই সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ চাষিরা এখন নতুন কিছু দাবি তুলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। পাশাপাশি, টাটাদের মোটরগাড়ি প্রকল্পের জন্য যাঁরা জমি দিয়ে ক্ষতিপূরণের টাকা নিয়েছেন, তাঁরা এখন পরিবার পিছু এক জনের চাকরির দাবি তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দাবি না মানলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা। তিন বছর আগের তুমুল আন্দোলনের পরে প্রায় শ্মশানের চেহারা নেওয়া সিঙ্গুরে এখন জমি ফেরতের ঘোষণায় খুশির হাওয়া বইতে শুরু করেছে। স্বপ্নপূরণের মতো জমি ফেরত পেলে সেই জমিতে চাষ করা হবে, নাকি তা বিক্রি করে দেওয়া হবে কারখানাকে ঘিরে রাখা মৌজাগুলিতে সেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরই সঙ্গে, স্বপ্নপূরণের পথে একগুচ্ছ দাবিও উঠে এসেছে, যা আসলে ‘শর্ত’। তৃণমূলের রাজনীতির ছায়ায় সিঙ্গুরে আন্দোলন করেছিল কৃষিজমি রক্ষা কমিটি। সরকারে এসে মুখ্যমন্ত্রী জমি ফিরিয়ে দেওয়ার ঘোষণা করতেই জমিরক্ষা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে সাত দফা দাবি তৈরি করে ফেলেছেন।
বিস্তারিত...
পুলিশ এল না, সদ্যোজাতকে
হাসপাতালে নিলেন গ্রামবাসীই
নিজস্ব সংবাদদাতা
²
পুরুলিয়া
খবর পৌঁছেছিল পুলিশের কাছে। সব জেনেও শুক্রবার কাকভোরে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি পুলিশ। এমনই অভিযোগ পুরুলিয়া মফস্সল থানার দুমদুমি গ্রামের বাসিন্দাদের। শেষ পর্যন্ত বাসিন্দাদের চেষ্টায় ওই শিশুকন্যাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কাকভোরে রাস্তার ধারে একটা গাছের নীচ থেকে জিলাপি মাহাতো নামে গ্রামেরই এক প্রৌঢ়া ওই শিশুকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। ওই প্রৌঢ়ার কথায়, “আমি গরু নিয়ে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ দেখি গাছের নীচে তোয়ালে জড়ানো অবস্থায় কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখি একটি ফুটফুটে বাচ্চা। গায়ে হাত দিতেই কেঁপে উঠল। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই শিশুকে গ্রামে নিয়ে আসি।” গ্রামবাসী শ্রীকান্ত মাহাতো বলেন, “শিশুটির শরীরে পিঁপড়ে ধরে গিয়েছিল। ওকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করে প্রথমে পুলিশে খবর দিই।” তাঁর অভিযোগ, “শিশুটিকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তা নয়, ওরা বলে, ‘আপনারাই হাসপাতালে ভর্তি করে দিন।”
বিস্তারিত...
লালগড়ে সিপিএম কর্মী
‘নিখোঁজ’, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা
²
ঝাড়গ্রাম ও কাঁথি
মাঝে কিছু দিনের বিরতির পর জঙ্গলমহলে ফের খুন-অপহরণের অভিযোগ উঠতে শুরু করেছে। লালগড়ের বৈতার রবি সাউ নামে এক সিপিএম কর্মী বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়েছেন। সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল এবং জনগণের কমিটি মিলিত ভাবে রবিকে অপহরণ করেছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এর আগে গত ২৭ মে ঝাড়গ্রামের নুননুনগেড়িয়ায় খুন হয়েছিলেন মহেশ্বর ঘোড়ই নামে এক তৃণমূল-কর্মী। সে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। রবি সাউয়ের ঘটনায় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ও জনগণের কমিটির লোকজন বছর পঁচিশের রবিকে বাড়ি থেকে বের করে মারতে শুরু করে। রবির মাথা ফাটে। ওই অবস্থায় দু’হাত বেঁধে তাঁকে বাঁদরবনির দিকে নিয়ে যাওয়া হয়। তার পর থেকেই আর খোঁজ মিলছে না। প্রতিবাদে শুক্রবার বৈতাচকে কিছুক্ষণ পথ অবরোধও করেন সিপিএমের লোকজন।
বিস্তারিত...
আপাতত স্বশাসনে রাজি মোর্চা
নিজস্ব সংবাদদাতা
²
শিলিগুড়ি
গোর্খাল্যান্ডের দাবি ‘হৃদয়ে’ রয়েছে, তবে আপাতত স্বশাসনে আপত্তি নেই গোর্খা জনমুক্তি মোর্চার। পাহাড়ে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে কী ভাবে দ্রুত অন্তর্বর্তী স্বশাসন চালু করা যায় তা নিয়ে আগামী সোমবার মহাকরণে বৈঠক হবে বলে জানিয়ে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। বৈঠকে প্রস্তাবিত স্বশাসনের আওতায় পাহাড় ছাড়া তরাই-ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্ত করার দাবি নিয়েও তারা আলোচনা চায়। শুক্রবার দিল্লি থেকে দার্জিলিং ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে এ কথা জানান মোর্চার প্রচার সচিব হরকাবাহাদুর ছেত্রী। তিনি বলেছেন, “শেষ ত্রিপাক্ষিক বৈঠকে যে সব বিষয় নিয়ে সমস্যা থেকে গিয়েছে তা নিয়ে আগামী বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হবে। তার মধ্যে অন্যতম হল, দ্রুত অন্তর্বর্তী স্বশাসন চালু ও তার সীমানা কতটা হবে তা ঠিক করা। এ ছাড়া, পানীয় জল-সহ পাহাড়ের সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হবে।”
বিস্তারিত...
দূরের স্কুলে নিয়ে যাবে কে, ষষ্ঠী কাঁদে
অনল আবেদিন
²
জিয়াগঞ্জ
অপুষ্টি আক্রান্ত মা বছর চারেক থেকে মুনিস খাটতে যেতে পারেন না। জন্মান্ধ দাদা বীরেন বাড়ির বোঝা। দারিদ্রের কারণে ১৪ বছরের বোন অপরাজিতা প্রাথমিক স্কুলের গণ্ডি পার হওয়ার পর স্কুলছুট। কনিষ্ঠ ভাই বিশ্বনাথ মিডডে মিলের জরুরি প্রয়োজনে প্রাথমিক স্কুলে যায়। আর সে মাঝেমধ্যে গেরস্থের ডাক পেলে নিরক্ষর বাবা মাণিক সর্দারের সঙ্গে মাঠে মুনিস খাটতে যায়। ঘর বলতে কাঠা খানেক জমির উপর খড়ের ছাউনি দেওয়া ১০ ফুট বাই ১৩ ফুটের কঞ্চির বেড়া দেওয়া একটি ঝুপড়ি। তাতেই থাকতে হয় স্বামী-স্ত্রী ও সন্তান মিলে ৬টি প্রাণীকে। সেই ঘরে আলো জ্বলে না। বিদ্যুৎ পৌঁছয়নি। কুপির টিম টিমে আলোই সম্বল। তাতে অবশ্য মাণিক সর্দারের দ্বিতীয় ছেলে ষষ্ঠির কিছু যাই আসে না। কারণ, দৃষ্টি ফিরে পাওয়ার প্রত্যাশায় অস্ত্রোপচার করার পর তার ডান দিকের চোখের দৃষ্টি চিরতরে গিয়েছে সেই শৈশবেই। বাঁ চোখে বড় গাছপালা, রাস্তাঘাট, দালানবাড়ি আবছা দেখতে পায়। এ সব কোনওটিই হতদরিদ্র ওই আদিবাসী কিশোরের মাধ্যমিক পাশ করার ক্ষেত্রে বাধা হতে পারেনি। বই-এর অক্ষর যে দেখতে পায় না, ব্রেইল পদ্ধতি খায় না মাথায় মাখে সে জানে না, শতকরা ৮০ ভাগ দৃষ্টিশক্তিহীন সেই আদিবাসী কিশোর নিজে লিখতেও পারে না।
বিস্তারিত...
এক নজরে
l
হুব্বা শ্যামলের প্রাক্তন শাগরেদ রমেশ গ্রেফতার
l
‘আক্রান্ত’ সিপিএম সমর্থকদের ধর্না মুখ্যমন্ত্রীর দফতরে
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
হরিশ্চন্দ্রপুরে মহিলা ও
বৃদ্ধদের মার পুলিশের
ডিসেম্বরের মধ্যেই সার্কিট
বেঞ্চ চালুর চেষ্টা
দক্ষিণবঙ্গ
হাসপাতাল, পুলিশ
আরও মানবিক হোক,
বললেন উপেন
চিকিৎসক হতে চায়
ক্যানিংয়ের সোমদত্তা
বর্ধমান
সংসারে অভাব
মাধ্যমিকে ৯০ শতাংশ
অপরাধের ‘মুক্তাঞ্চলে’ কাঠগড়ায় পুলিশই
পুরুলিয়া
হরিপদ পেরেছে, পরীক্ষায়
আবারও বসবে শুকদেবরা
জমি জবর
দখলের অভিযোগ
মুর্শিদাবাদ
দু’দশক পর মন্ত্রী
পেল বহরমপুর
পিলখানার পরিচয়
এখন ১০০-এ ১০০
মেদিনীপুর
লালগড়ে আইটিআই
তৈরি করবে কেন্দ্র
পুলিশে রদবদল, জোর পরিকাঠমো উন্নয়নেও
কলকাতা
৩৬.৪/২৮.৬
আজকের দিনে
l
১৭৮৩:
জনসমক্ষে ‘গরম হাওয়া
বেলুনের’ প্রদর্শনী মন্টগল্ফায়ার ভাইদের।
l
১৯৮৫:
জার্মানি ফুটবলার
লুকাস পোডোলস্কির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.