গ্রামের দু’টি পরিবার দীর্ঘদিন ধরে খাস জমি জোর করে দখল করেছে বলে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে শুক্রবার সংগ্রামী কৃষক কমিটির ব্যানারে ৮০ বিঘা জমিতে চাষ করলেন গ্রামবাসীদের একাংশ। ঘটনাটি মুরারই থানার খানপুর গ্রামের। এ ব্যাপারে সঠিক কিছু জানা নেই বলে জানিয়েছেন মুরারই ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আনসার আলি এবং ওই ব্লকের বিডিও কৌশিক চট্টোপাধ্যায়। আনসার আলি বলেন, “জমি দখলের ব্যাপারে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে যতদূর জানি বেশ কিছু দিন আগে সরকার ওই জমিগুলি খাস বলে ঘোষণা করলেও মালিক পক্ষ উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ভাবে কেউ জমিতে চাষ করতে পারেন না।” এ দিন চাষের কাজে নেতৃত্ব দিয়েছিলেন সংগ্রামী কৃষক কমিটি। কমিটির রাজ্য সম্পাদক সুখেন্দু সরকার বলেন, “বাসিন্দাদের কাছে শুনে ২০১০-এর অগস্ট মাসে জবর দখলের বিষয়টি বিডিও, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য স্তরে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সিপিএমের মদতে জমি দখল করে রেখেছে মালিকপক্ষ।” সিপিএমের মুরারই জোনাল সম্পাদক বরকতুল্লাহ বলেন, “মালিকপক্ষরা আমাদের দলের সদস্য নন। তাই মদত দেওয়ার প্রশ্ন ওঠে না।” মালিক পক্ষের তরফে হাসানুজ্জামান বলেন, “মামলা নিষ্পত্তি হয়নি। আমরা আইনের দ্বারস্থ হয়ে আছি। এ দিন বেআইনি ভাবে আমাদের চাষ করা জমিতে দখলদারি নিয়েছে গ্রামের কিছু দুষ্কৃতী।” বিডিও বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নেব।” |