এলাকায় পানীয় জলের সঙ্কট মেটানো, ১০০ দিনের কাজে গতি আনা-সহ কয়েক দফা দাবিতে শুক্রবার রঘুনাথপুর ২-এর বিডিও-কে স্মারকলিপি দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ব্লকের ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রাম করগালি, উষিড়, পাথরবাড়িতে জলের তীব্র সঙ্কট রয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ মেহেতা বলেন, “ইন্দো-জার্মান জল প্রকল্পের আওতায় এই গ্রামগুলিকে নিয়ে আসার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।” এ ছাড়া রঘুনাথপুর-২ ব্লক এলাকায় ১০০ দিনের কাজের গতি বাড়িয়ে আরও বেশি সংখ্যক শ্রমিককে কাজ দেওয়া, অন্নপূর্ণা-অন্ত্যোদয় যোজনার উপভোক্তাদের নামের তালিকা রেশন দোকানে রাখার ব্যবস্থা করার দাবিও জানিয়েছে তৃণমূল। বিডিও শঙ্খ পাঠক বলেন, “ইন্দো-জার্মান প্রকল্পের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। আমরা ওই দফতরের বাস্তুকারদের সঙ্গে আলোচনা করে গ্রামগুলিকে ওই প্রকল্পের আওতায় আনা যায় কি না, তা দেখব।” অন্য দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিডিও। |
রাজধানী এক্সপ্রেসকে সম্ভাব্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার পুরস্কার পেলেন দুই রেলকর্মী। শুক্রবার আদ্রায় নিজের কার্যালয়ে ওই দুই রেলকর্মী লক্ষ্মণ সাউ ও নরেন্দ্র প্রসাদের হাতে পাঁচ হাজার টাকা করে চেক এবং শংসাপত্র তুলে দেন আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার। নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেস মঙ্গলবার আদ্রা স্টেশনে ঢোকার সময় একটি চাকায় বড় ধরনের ফাটল দেখতে পান ওই দুই কর্মী। তাঁরা তৎপরতার সঙ্গে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনায় রাজধানী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। প্ল্যাটফর্মে ঢোকার আগে চলন্ত ট্রেনের চাকা ও কামরার নীচের যন্ত্রাংশ পরীক্ষার কাজ করেন ওই দুই রেলকর্মী। কাজটি যথেষ্ট কঠিন। ঘটনার দিনই দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ওই দু’জনকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এ দিন ডিআরএম বলেন, “ওঁরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সে জন্য অন্য কর্মীদেরও উৎসাহিত করতে ওঁদের পুরস্কৃত করা হয়েছে।” |
এক যুবতীকে খুনের ঘটনায় জড়িত দু’জনকে পুলিশ আড়াল করার চেষ্টা করছেএই অভিযোগে শুক্রবার বরাবাজার থানায় বিক্ষোভ দেখালেন কয়েকশো আদিবাসী। তাদের গ্রেফতারের দাবিতে তাঁরা স্মারকলিপিও দেন। গত ২৭ মে বরাবাজার থানার ঝরনাকোচা গ্রামের বাসিন্দা আমেলা হাঁসদার দেহ পরিত্যক্ত কুয়োর মধ্যে মেলে। ওই ঘটনায় বিজয় মাণ্ডি নামে বামনডি গ্রামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছিল। বিজয় ও আমেলা প্রায়ই টাটাতে মজুরের কাজ করতে যেতেন। আমেলার কাকা মতিলাল অভিযোগ, “২১ মে বিজয় ভাইঝিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে খোঁজ মিলছিল না। বিজয় আমেলাকে খুন করেছে। খুনের ঘটনায় বিজয়ের দুই বন্ধু বীরেন্দ্র মাণ্ডি ও রঘুনাথ মুর্মু জড়িত আছে।” পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণে আমেলা খুন হয়ে থাকতে পারে। |
বাঁকুড়ার জয়পুর থানার জুজুড় গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ৪ জনের জখম হওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মুজিবর শেখ ও হিয়ার মিঁয়া। রাউতখণ্ড গ্রামে তাঁদের বাড়ি। এসডিপিও (বিষ্ণুপুর) দিব্যজ্যোতি দাস শুক্রবার বলেন, “বৃহস্পতিবার সংগর্ষের ঘটনায় পিস্তল থেকে গুলি চলেছে। জখম হয়েছেন জুজুড় গ্রামের বাসিন্দা কার্তিক গৌড়।” শুক্রবার তাঁকে বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়েছে। এলাকায় বৈঠক করা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত নলিনাক্ষ মণ্ডলের বাড়ি মানবাজার থানার চেলিয়ামা গ্রামে। বোরো থানার জরগড়িয়া গ্রামের এক তরুণী কয়েক বছর ধরে চেলিয়ামা গ্রামে আত্মীয়ের বাড়িতে থাকতেন। লিখিত অভিযোগে তিনি জানান, প্রতিশ্রুতি দিয়েও ওই যুবক তাঁকে বিয়ে করতে চাননি। |
বিদ্যুৎবাহী তার থেকে আগুন লেগে ভস্মীভূত হল খড়বোঝাই ট্রাক। শুক্রবার দুপুরে পাত্রসায়র থানার হাটতলার ঘটনা। চালক ট্রাকটিকে স্থানীয় একটি পুকুরে নামিয়ে দেন। এলাকার বাসিন্দারা চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। |