বালি ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল গাড়ি চালকের। দুই কলেজ ছাত্রী-সহ চার জন জখম হয়েছেন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে মাড়গ্রামের প্রতাপপুর মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম কুতুব শেখ (২৫)। বাড়ি মুরারই থানার কামালপুর গ্রামে। মুরারই থানার নন্দী গ্রামের বাসিন্দা দুই বোন মুনমুন সিংহ ও নারায়ণী সিংহ মুরারই কবি নজরুল কলেজের ছাত্রী। এ দিনের ঘটনায় তাঁরা পরীক্ষা দিতে পারেননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিএ প্রথম বর্ষের ছাত্রী দুই বোন বাবা গোপাল সিংহ ও পিসেমশাই সুশান্ত রায়কে সঙ্গে নিয়ে রামপুরহাটে ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনায় চার জন জখম হন। অন্য দিকে, এ দিন ভোর ৫টা নাগাদ রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার কচুজোড় পেট্রোলপাম্পের কাছে লরির সঙ্গে ডাম্পারের ধাক্কায় লরি চালক বাবলু যাদবের (৩২) মৃত্যু হয়েছে। বাড়ি বিহারে। ডাম্পারের চালক ও খালাসিকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এই ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে গাড়ি দু’টি আটক করে।
|
বাড়িতে ঢুকে এক বধূর গলায় ও পেটে ভোজালির কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে ময়ূরেশ্বর থানার ধোবানন্দপুর গ্রামে। গুরুতর জখম অবস্থায় মাম্পি কর্মকার নামে ওই বধূকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর স্বামী অজয় দাস বলেন, “পড়শি যুবক মিলন শেখের সঙ্গে ২ বছর আগে মাম্পির বিয়ে হয়েছিল। সম্প্রতি আমার সঙ্গে তার বিয়ে হয়।” তাঁর অভিযোগ, “এ দিন আমি বাড়িতে ছিলাম না। সেই সময় মিলন মাম্পিকে ভোজালির কোপ মেরে পালিয়ে যায়। প্রথমে মাম্পিকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে রামপুরহাটে ভর্তি করানো হয়।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
ছাগলে তিল খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে এক মহিলা-সহ চার জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে সোলেমান শেখ নামে এক জনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নলহাটি থানার খলিলপুর গ্রামে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
কীটনাশক খেয়ে মৃত্যু হল দুই বধূ-সহ এক যুবকের। মৃতেরা হলেন, নলহাটির কুরুমগ্রামের ভোলানাথ মণ্ডল (২০), নলহাটির কুমারসণ্ডার রিনা ফুলমালি (৩৪)। ময়ূরেশ্বরের রাংতারা গ্রামের টুম্পা মণ্ডল (২২)। |