সংস্কৃতি যেখানে যেমন...

সাংস্কৃতিক প্রতিযোগিতা
ভারতী সাংস্কৃতিক সংস্থার সিউড়ি শাখার উদ্যোগে গত ২২ ও ২৯ মে দু’দিন ধরে নানা সংস্কৃতিমূলক প্রতিযোগিতা হয়েছে। সেখানে অঙ্কন প্রতিযোগিতা ‘রঙভরো’ বিভাগে স্বামীবিবেকানন্দের রেখা সম্বলিত চিত্রে রং দিয়ে পূর্ণ ছবি নির্মাণ করে প্রথম হয়েছে রাজনগর ব্লকের তাঁতিপাড়া হাইস্কুলের ছাত্র ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। ওই প্রতিযোতিায় এবং যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় ২২১ জন শিশু-কিশোর যোগ দিয়েছিল। এ ছাড়া, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, আবৃত্তি ও নানা নৃত্য প্রতিযোগিতায় ৮-১৯ বছরের ৯৬০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে বীরভূম জেলা জুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতি শনি ও মঙ্গলবার ধারাবাহিক ভাবে নৃত্য ও গানের চর্চা হয়ে আসছে। প্রতি মাসেই শহরের বিভিন্ন প্রান্তে একটি করে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


ক্লাবের অনুষ্ঠান
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘অফিসার্স ক্লাব’-এর উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রের অডিটোরিয়ামে ২৯-৩১ মে পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রতি দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হওয়া অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং তাঁদের পরিবারের লোকেরা যোগ দিয়েছিলেন। পাশাপাশি ওই একই মঞ্চে ছিল বাংলা ব্যান্ড ‘ভূমি’ ও সঙ্গীত শিল্পী অন্বেষার গান। যেহেতু এই বছর রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ, তাই অনুষ্ঠানের প্রথম দিনটিকে কবিকে উৎসর্গীকৃত করা হয়। দ্বিতীয় দিন ছিল ক্লাবের সদস্যদের অভিনীত ‘ভীমবধ পালা’। ওই ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজয় দত্ত জানান, তাঁদের অনুষ্ঠান এ বার ষষ্ঠ বর্ষে পড়েছে।


নেতাজি মঞ্চের অনুষ্ঠান
ময়ূরেশ্বর ২ ব্লকের কলেশ্বর গ্রামের ‘নেতাজি সংস্কৃতি মঞ্চ’ বীরভূম মুর্শিদাবাদে সাড়া ফেলেছে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। ১৯৯৬ সালে স্থাপিত ওই সংস্থা গত দু’বছর ধরে সমস্ত ব্লক জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনুষ্ঠান করেছে। এ ছাড়া, শিবরাত্রি উপলক্ষে কলেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে টানা ১৫ দিন ধরে যাত্রা ও নাটক প্রতিযোগিতা, ছৌনৃত্য, বোলান, বাউল গানের অনুষ্ঠান প্রভৃতি করে আসছে। জেলার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনাও দেওয়া হয়। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত, দুর্গা বন্দ্যোপাধ্যায়, বিদেশে সমাদৃত লোকশিল্পী বাঁকু পটুয়া প্রমুখদের সংবর্ধনা জানানো হয়েছে। ওই সংস্থার সম্পাদক হিমাদ্রী শেখর দে জানিয়েছেন, দুঃস্থ লোকশিল্পীদেরও আর্থিক সাহায্য দেওয়া হয়।


বর্ষপূর্তি
মেজিয়া ব্লক অফিসের কনফারেন্স হলে সম্প্রতি অনুষ্ঠিত হল স্থানীয় ‘দীপ্তি’ পত্রিকার ২৫ বর্ষপূর্তি উৎসব। এই উপলক্ষে ওই দিন পত্রিকার সম্পাদক ত্রিলোচন ভট্টাচার্যের প্রতি নিবেদিত রচনার সংকলন ‘তৃতীয় নয়ন’ প্রকাশিত হয়। সংকলনটি সম্পাদনা করেছেন দীপেন ঢাং। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্তের কবি-লেখকেরা।


আবৃত্তি চর্চা
বোলপুরের বীরভূম আবৃত্তি অ্যাকাডেমি ১৯৯৮ সাল থেকে শিশুদের নিয়ে আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছে। প্রতি শনি ও রবিবার আবৃত্তি অনুশীলন ছাড়াও প্রতিমাসের প্রথম রবিবার সন্ধ্যায় ‘শৈশবের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানও হয়। এই অনুষ্ঠানে অভিভাবকেরাও যোগ দেন। ওই সংস্থাক কর্ণধার তথা বিশিষ্ট আবৃত্তি শিল্পী নীহাররঞ্জন সেনগুপ্তের পরিচালনায় সম্প্রতি মুলুক গ্রামে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উপলক্ষে ১৫০ জন আদিবাসী শিশু-কিশোর কোরাসে রবীন্দ্রনাথের ৪টি কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মন জয় করেছে।


হরিনাম
সম্প্রতি নবরাত্রি ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন শেষ হল। বিষ্ণুপুর নতুন মহল শ্মশান কালীমাতার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিদিনই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
Previous Story Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.