লালগড়ে সিপিএম কর্মী ‘নিখোঁজ’, অভিযুক্ত তৃণমূল
মাঝে কিছু দিনের বিরতির পর জঙ্গলমহলে ফের খুন-অপহরণের অভিযোগ উঠতে শুরু করেছে। লালগড়ের বৈতার রবি সাউ নামে এক সিপিএম কর্মী বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়েছেন। সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল এবং জনগণের কমিটি মিলিত ভাবে রবিকে অপহরণ করেছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এর আগে গত ২৭ মে ঝাড়গ্রামের নুননুনগেড়িয়ায় খুন হয়েছিলেন মহেশ্বর ঘোড়ই নামে এক তৃণমূল-কর্মী। সে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল সিপিএমের বিরুদ্ধে।
রবি সাউয়ের ঘটনায় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ও জনগণের কমিটির লোকজন বছর পঁচিশের রবিকে বাড়ি থেকে বের করে মারতে শুরু করে। রবির মাথা ফাটে। ওই অবস্থায় দু’হাত বেঁধে তাঁকে বাঁদরবনির দিকে নিয়ে যাওয়া হয়। তার পর থেকেই আর খোঁজ মিলছে না। প্রতিবাদে শুক্রবার বৈতাচকে কিছুক্ষণ পথ অবরোধও করেন সিপিএমের লোকজন। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক গৌরাঙ্গ প্রধানের অবশ্য দাবি, “খুন-সন্ত্রাসে যুক্ত রবি সিপিএমের হয়ে সশস্ত্র শিবিরও চালাত। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনরোষের মুখে পড়তে পারে ভেবে ওই কর্মীকে সিপিএম নেতৃত্বই গোপন স্থানে সরিয়ে নিয়ে অপহরণের কথা রটাচ্ছে।” পুলিশ জানিয়েছে, রবির খোঁজ চলছে।
এ দিকে, তৃণমূলের পক্ষ থেকে লক্ষাধিক টাকা জরিমানা চাওয়ায় এবং মারধরের জেরে প্রবীণ এক সিপিএম সমর্থক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলি অঞ্চলে। মৃতের নাম বৃষকেতু খামারি (৫৭)। ভাজাচাউলির ডুমুরবেড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর বৃষকেতুবাবু ক’দিন আগেই বিষ খান। বৃহস্পতিবার কলকাতার হাসপাতালে মারা যান তিনি। সিপিএমের মারিশদা জোনাল কমিটির সম্পাদক কালীপদ শিটের অভিযোগ, “ভোটের ফলপ্রকাশের পরেই তৃণমূলের লোকজন বৃষকেতুবাবুকে দেড় লক্ষ টাকা জরিমানা দিতে বলে। ওই টাকা দিতে পারবেন না জানানোয় তাঁকে ও বাড়ির লোকজনকে মারধর করা হয়। অপমান সইতে না পেরেই বিষ খান বৃষকেতুবাবু।” মৃতের স্ত্রী-পরিজনেরা গ্রামছাড়া বলেও জানান কালীপদবাবু। তৃণমূলের কাঁথি-৩ ব্লক সভাপতি সমরেশ দাসের অবশ্য দাবি, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন ওই সিপিএম সমর্থক।
Previous Story Medinipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.