এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম।
ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি
দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ ডিসেম্বর ২০১২ থেকে ২০ জানুয়ারি ২০১৩-র শীর্ষ শিরোনাম।
• জঞ্জাল ব্যবস্থাপনায় নতুন যন্ত্র:শহরের রাস্তা থেকে খোলা ভ্যাট তুলতে পুর-প্রশাসনকে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো শহরকে ভ্যাট মুক্ত করতে শহরে প্রথম পোর্টেবল কম্প্যাক্টর (জঞ্জাল ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় যন্ত্র) বসাল পুরসভা। শুক্রবার কালীঘাটে নবনির্মিত জঞ্জাল অপসারণ স্টেশনে ওই ধরনের চারটি মেশিন বসানো হয়। উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদার বলেন, “কালীঘাটের পরে টালা, লেক কালীবাড়ি ও বালিগঞ্জ সার্কুলার রোডের ভ্যাটে ওই যন্ত্র বসানো হবে।” তিনি জানান, কলকাতাকে ভ্যাট মুক্ত করতে চায় পুর-প্রশাসন। সুব্রতবাবু বলেন, “মেশিনটি যাতে অকেজো না হয়, সে দিকে নজর দিতে হবে।”
• কলকাতা-কাঠমান্ডু উড়ান ইন্ডিগোর: আগামী জুন-জুলাইয়ে কলকাতা থেকে কাঠমান্ডুর উড়ান চালু করবে ইন্ডিগো। সপ্তাহে সাত দিনই ওই উড়ান চলবে বলে শুক্রবার কলকাতায় জানান সংস্থার প্রেসিডেন্ট আদিত্য ঘোষ। একই সময়ে সিঙ্গাপুর উড়ানও চালু করতে চায় ইন্ডিগো। এখন এয়ার ইন্ডিয়া সপ্তাহে চার দিন কলকাতা-কাঠমান্ডু উড়ান চালায়। আদিত্যবাবু বলেন, “কলকাতা থেকে এখন রোজ কাঠমান্ডুর উড়ান নেই। আর যে-সব সংস্থা সিঙ্গাপুর রুটে উড়ান চালায়, তাদের টিকিটের দাম বেশি।” এ দিন কলকাতা থেকে প্রথম আন্তর্জাতিক উড়ান চালু করল ইন্ডিগো। রাত ৯টা ৪০ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্কক উড়ে যায় তাদের উড়ান।
• ওপারা, বেলোর দু’ম্যাচ নির্বাসন:শেষ পর্যন্ত ফেডারেশনের শাস্তির হাত থেকে রক্ষা পেলেন না ইস্টবেঙ্গলের উগা ওপারা আর প্রয়াগের বেলো রজ্জাকের। ফেডারেশন এ দিন দু’জনকেই দু’টি করে ম্যাচ নির্বাসিত করেছে। একই সঙ্গে ইস্টবেঙ্গল আর প্রয়াগকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইস্টবেঙ্গল-প্রয়াগ ম্যাচের দিন দু’দলের দুই নাইজিরিয়ান স্টপারের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর মারামারি করার অভিযোগ ছিল। আর পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে শাস্তি হল দুই ক্লাবেরও।
পথে প্রচার। নাটক সম্পর্কে সচেতনতার প্রসারে পা মেলাল শহর।
• উপদেষ্টা নিয়োগ ইউনাইটেড ব্যাঙ্কের:পরিচালন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নিয়োগ করল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দু’বছরের জন্য মার্কিন উপদেষ্টা সংস্থা অ্যাক্সেনচার-কে নিয়োগ করেছে তারা। প্রতিযোগিতার বাজারে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যেই উপদেষ্টা সংস্থা নিয়োগ করা হয়েছে বলে জানান ইউনাইটেড ব্যাঙ্কের সিএমডি ভাস্কর সেন। তিনি বলেন, “ব্যাঙ্কিং ব্যবসায় প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। নতুন নতুন ব্যাঙ্ক আসছে। প্রতিযোগিতায় এগিয়ে যেতে এক দিকে যেমন উন্নত প্রযুক্তির ব্যবহার জরুরি, তেমনই কর্মীদের প্রশিক্ষিত করে তোলা এবং লাভজনক ভাবে শাখা বিস্তারের উপর জোর দিতে হবে। তাই এ ব্যাপারে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা সংস্থার পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” উপদেষ্টা সংস্থার সুপারিশ মেনেই প্রয়োজনে পরিচালন ব্যবস্থা ঢেলে সাজতে চায় কলকাতার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। ভাস্করবাবু জানান, বিশ্বে ১২০টি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অ্যাক্সেনচার-এর।
• আমরি-চাকরি: ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার নিয়ম পরিবর্তন করল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রের খবর, প্রথমে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য। কিন্তু তাতে কয়েক জন মৃতের কাউকেই চাকরি দেওয়া যাচ্ছিল না। তাই ‘পরিবার’ শব্দটির জায়গায় ‘নিকটাত্মীয়’ করা হচ্ছে।
•
বেলপাহাড়ি থেকে কলকাতা: বেলপাহাড়ি-কলকাতা রুটে সরকারি বাস পরিষেবা চালু হল। বুধবার দুপুর ১টা নাগাদ বেলপাহাড়ির সাকার্স মাঠে সবুজ পতাকা দেখিয়ে বাসটির যাত্রা শুরু করান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। বেলপাহাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত ২০৮ কিমি যেতে বাসে সময় লাগবে পাঁচ ঘণ্টা। ভাড়া ১০৭ টাকা ৫০ পয়সা। আসন সংখ্যা ৫৫। ধর্মতলা থেকে সকালে ছেড়ে বাসটি দুপুরে বেলপাহাড়ি পৌঁছবে। বেলপাহাড়ি থেকে দুপুর দু’টোয় ছেড়ে সন্ধ্যায় বাসটি কলকাতায় পৌঁছবে। এলাকাবাসী অবশ্য চান, বেলপাহাড়ি থেকে সকালে বাসটি ছাড়ুক। মদনবাবুর আশ্বাস, “কয়েকদিন পরীক্ষামূলক ভাবে চালানো হবে। পরে সময়সূচি ঠিক হবে।”
• মার্চ থেকে যক্ষ্মার ওষুধ বিনামূল্যে: আগামী বছরের মার্চ মাস থেকেই দেশের যে কোনও ওষুধের দোকানে বিনামূল্যে পাওয়া যাবে যক্ষ্মার ওষুধ। আজ এই কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যক্ষ্মা রোগীদের সুচিকিৎসার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, সারা দেশে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ শুরু হয়েছে। আগামী আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য মোট ৮০০ কোটি টাকা ধার্য করা হবে। এর ফলে যক্ষ্মা রোগীরা রিভাইসড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম (আরএনটিসিপি)-র অন্তর্ভূক্ত হয়ে সুচিকিৎসা পাবেন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন। প্রকল্পটির ফলে সব ধরনের যক্ষ্মা রোগী উপকৃত
•
আনা হচ্ছে ছোট মাপের দমকল: বস্তির আগুন নেভাতে এ বার দমকলের নতুন ৬৮টি গাড়ি আসছে রাজ্যে। গলি ও ঘিঞ্জি এলাকার অগ্নিকাণ্ডে যাতে ইঞ্জিন সহজে ঢুকতে পারে, তাই এই সিদ্ধান্ত। দমকলমন্ত্রী জাভেদ খান সোমবার মহাকরণে জানান, রাজ্যে মোট বস্তির সংখ্যা ৫০৮২টি। দমকলের বিশেষ এই ছোট ইঞ্জিনগুলিতে এক হাজার লিটার জল ধরে। এমন ৩৬টি গাড়ি কেনা হচ্ছে। বাকি গাড়িগুলি তুলনায় বড় ইঞ্জিনের। তিনি আরও জানান, বর্তমানে ১০৮টি দমকল কেন্দ্র আছে রাজ্যে। নতুন ২৫টি কেন্দ্র তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে বড়বাজার, রাজাবাজার, টালিগঞ্জ, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ কলকাতাতেই ছ’টি কেন্দ্র গড়ে উঠছে। যন্ত্রপাতি, লোক নিয়োগ এবং গাড়ি কেনার টাকাও বরাদ্দ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এসেছেন পেশায় শিক্ষক ক্রিস জনসন।
লক্ষ্য, গঙ্গাসাগর থেকে কুম্ভমেলা ঘুরে ভারত-দর্শন। বাবুঘাটে
তাঁর
ক্যামেরায় বন্দি হলেন গঙ্গাসাগরযাত্রী এক সাধু। শনিবার। ছবি: দেবাশিস রায়
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.