কলকাতা থেকে ঘোড়ার গাড়িকে বিদায় জানাতে চায় রাজ্য সরকার। ভিন্নমত হাইকোর্ট।
কলকাতায় গণ-পরিবহণের কাজে ঘোড়ার গাড়ি ব্যবহৃত হয় না। কোনও কোনও এলাকায় বিনোদনমূলক যান হিসেবে ওই গাড়ি চলে। সঙ্গে কিছু বিয়ের অনুষ্ঠানেও এই গাড়ি দেখা যায়। এ বার এই সব ক্ষেত্রেও ঘোড়ার গাড়ি ব্যবহার বন্ধ করতে চায় সরকার। এই সব গাড়ির জন্য পথঘাট নোংরা ও যানজট হওয়া বন্ধ করতেই এই ভাবনা। যদিও কলকাতা হাইকোর্টের মতে, এই ঘোড়ার গাড়িকে শুধুমাত্র এক ধরনের পুরনো যান বলে দেখলে হবে না। এর সঙ্গে কলকাতা শহরের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই সম্পূর্ণ ভাবে এই গাড়ি তুলে দেওয়াও ঠিক হবে না বলেই মনে করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এ বিষয়ে তিনি চূড়ান্ত রায় দেবেন কাল, বুধবার। তবে শুনানির সময়ে আইনজীবীদের সঙ্গে কথাবার্তায় তিনি জানিয়েছেন, পুরোপুরি বন্ধ না-করে ঘোড়ার গাড়িকে নিয়ন্ত্রিত ভাবে চালু রাখার কথা ভাবছে হাইকোর্ট। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। |
প্রবাল মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করে জানান, ঘোড়ার গাড়ি চালানোর বিষয়ে কলকাতা পুরসভা তাঁকে লাইসেন্স দিয়েছে। কিন্তু কলকাতা পুলিশ লাইসেন্স দিচ্ছে না। নিয়ম অনুযায়ী, পুরসভা লাইসেন্স দেওয়ার পরে কলকাতা পুলিশের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। তবেই কলকাতার রাস্তায় চালানো যায় ঘোড়ার গাড়ি। পুলিশের বক্তব্য, এই সব ঘোড়ার গাড়ি রাস্তাঘাট নোংরা করে এবং এর জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। কলকাতার মতো মহানগরে তাই ঘোড়ার গাড়ি রেখে দেওয়ার কোনও কার্যকারিতা নেই বলেই মত পুলিশের।
রাজ্য সরকার কোন আইনে এই ঘোড়ার গাড়িকে বিদায় জানাতে চাইছে, তা জানতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত। আবেদনকারীর আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায় বলেন, কলকাতা পুরসভা যখন বেশ কিছু ঘোড়ার গাড়ির লাইসেন্সের নবীকরণ করেছে, তখন আইনে সংস্থান রয়েছে বলেই তা করেছে। বুধবার সরকারকে জানাতে হবে, কোন আইনের বলে এই ঘোড়ার গাড়ি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিচারপতি বলেন, কোন কোন রাস্তায় এবং কোন সময়ে ঘোড়ার গাড়ি চলবে, তা ঠিক করে দিতে পারে রাজ্য সরকার। কিন্তু কিছু এলাকায় চলা ঘোড়ার গাড়ির সঙ্গে কলকাতার একটি আবেগমথিত সম্পর্ক রয়েছে। আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে ঘোড়ার গাড়ি চড়ার আকর্ষণ রয়েছে দেশ-বিদেশের পর্যটকদের মধ্যে। পর্যটকদের টানতে মুম্বইয়ের সমুদ্রের ধারে উট ও ঘোড়ায় চড়ে ভ্রমণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে ভিক্টোরিয়া এলাকা ছাড়া কলকাতায় আর কোথাও পর্যটকদের জন্য ঘোড়ার গাড়ি চালানোর ব্যবস্থা নেই। এখানেও গণ-পরিবহণের জন্য ঘোড়ার গাড়ির ব্যবহার হয় না। একেবারেই পর্যটনের দৃষ্টিভঙ্গিতেই ব্যবহৃত হয় এই গাড়ি। |