বদলি-বিতণ্ডা
শিক্ষাকর্তাকে ফেলে মার, কাঠগড়ায় সেই তৃণমূল
খাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজের দলের কিছু কর্মীর হাতে লাঞ্ছিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এ বার তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের নেতারা রাজ্যের যুগ্ম স্কুলশিক্ষা অধিকর্তাকে তাঁর অফিসেই মারধর করেছেন বলে অভিযোগ উঠল। দূরে বদলিকে ঘিরেই এই নিগ্রহ বলে প্রহৃত শিক্ষাকর্তার অভিযোগ। তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।
যুগ্ম স্কুলশিক্ষা অধিকর্তা মহম্মদ মহসিন রবিবার বিধাননগর (উত্তর) থানায় লিখিত অভিযোগে জানান, গত শুক্রবার তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক কালীপদ সাহা, সভাপতি দিব্যগোপাল ঘটক এবং সহ-সভাপতি মনোরঞ্জন রায়-সহ বেশ কয়েক জন তাঁর দফতরে হাজির হন। বাগ্বিতণ্ডা চলছিল। কালীপদবাবুরা আচমকাই মহসিনকে চেয়ার থেকে মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন। তিন নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
স্কুলশিক্ষা অধিকার দফতর সূত্রের খবর, পরিদর্শকদের বদলি নিয়ে দফতরে গোলমাল চলছে। তৃণমূলপন্থী কর্মী সমিতির নেতারা তাঁদের সদস্যদের বাড়ির কাছাকাছি বদলির সুপারিশ করেছিলেন। ১৮৬ জন পরিদর্শকের বদলি নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিছু তৃণমূলপন্থী কর্মীকে দূরে পাঠানো হয়েছিল বলে সমিতির অভিযোগ। এই আক্রোশেই তাঁকে মারা হয়েছে বলে জানান মহসিন। তিনি বলেন, “ওই নেতাদের দাবি মানিনি বলেই হামলা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।”
বিতণ্ডার কথা মানলেও মারপিটের কোনও ঘটনাই ঘটেনি বলে জানান কালীপদবাবু। তিনি বলেন, “ওই শিক্ষাকর্তা অভিযোগ জানালে আমরাও দফতরে পাল্টা অভিযোগ জানাব।” স্কুলশিক্ষা দফতরের সচিব অর্ণব রায় বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঠিক কী ঘটেছিল, তদন্তের পরেই বলতে পারব।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.