l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
বনাম
বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
•
বেঙ্গালুরু ম্যাচে আজ বাদ সৌরভ
•
তৃণমূলের রাজ্য সভাপতি পদে পুনর্নির্বাচিত সুব্রত বক্সি
• কিংফিশারের পাইলটদের ধর্মঘট প্রত্যাহার
বিস্তারিত...
সিপিএম নেতার ছেলে খুন,
রাজনীতি দেখছে না কেউই
নিজস্ব সংবাদদাতা • বার্নপুর
ভোরে হাঁটতে বেরিয়ে আততায়ীর গুলিতে খুন হলেন হিরাপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে। যদিও এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নেই বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। খুনের প্রতিবাদে আজ, শুক্রবার ১২ ঘণ্টা বার্নপুর বন্ধের ডাক দিয়েছে সিপিএম। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বার্নপুরে ইস্কোর ফুটবল স্টেডিয়ামের কাছে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে, আসানসোলের প্রাক্তন মেয়র বামাপদবাবুর ছেলে অর্পণ মুখোপাধ্যায় (৫১) প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎই মোটরবাইকে জনা কয়েক দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর কয়েকটি গুলি করে। সেখানেই লুটিয়ে পড়েন অর্পণবাবু। পুলিশ এসে ইস্কো হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ‘মৃত’ ঘোষণা করা হয়। আসানসোলের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “এটি রাজনৈতিক খুন বলে মনে হচ্ছে না। তবে আমরা সব দিক খোলা রেখেই তদন্ত করছি। ঘটনাস্থল থেকে পাঁচটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে।” সিপিএমের বার্নপুর শহর শাখা কমিটির সদস্য ছিলেন অর্পণবাবু। তবে পুলিশের অনুমান, ব্যক্তিগত কারণে বা ব্যবসায়িক রেষারেষি থেকে এই খুন হয়ে থাকতে পারে।
বিস্তারিত...
‘নির্বিবাদী’ অর্পণ ফিরবেন না বার্নপুরে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
কেউ ডাকতেন ‘অর্পণবাবু’, কেউ ‘অর্পণদা’। পিতৃবন্ধুরা বলতেন ‘অর্পণ’। দল করতেন। কিন্তু দলের নামে দাদাগিরি, মারদাঙ্গা, অশান্তি, ধমকচমকের অভিযোগ ছিল না তাঁর বিরুদ্ধে। বরং নির্বিবাদী লোকটিকে মোটের উপর পছন্দই করতেন বার্নপুরের মানুষজন। তিনি আচমকা খুন হবেন, ভাবেননি কেউ। ভাবতেও পারছেন না। যাঁর বাবা শিল্পাঞ্চলে সিপিএমের এক সময়কার অন্যতম প্রধান নেতা বামাপদ মুখোপাধ্যায়, তিনি যে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন তাতে বিস্ময়ের কিছু নেই। বস্তুত, বাড়ির আঙিনা থেকেই রাজনীতিতে হাতেখড়ি অর্পণবাবুর। বামাপদবাবু পরে হিরাপুরের মেয়র ও আসানসোল পুরসভার প্রথম মেয়র ছিলেন। সে কারণে শিল্পাঞ্চলের বাম রাজনীতিতে অর্পণবাবু প্রথম থেকেই বাড়তি গুরুত্ব পেয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, কলেজে পড়ার সময়েই এসএফআইতে নাম লিখিয়েছিলেন অর্পণবাবু। আসানসোলে বিবি কলেজে স্নাতকের ছাত্র থাকাকালীন তিনি ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। ১৯৭৯ সালে কলেজ পাশ করার সময়েও তিনি ওই পদে ছিলেন। কলেজ থেকে বেরিয়ে যুব সংগঠন ডিওয়াইএফে যোগ দেন তিনি। সংগঠনের হিরাপুর লোকাল কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন যুব আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন।
বিস্তারিত...
খুন-অপহরণে ঠুঁটো পুলিশ
ঢোল পেটাল ছিঁচকে ধরেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
গত কয়েক মাসে খুন, অপহরণ, ডাকাতির মতো একের পর এক বড় অপরাধের ঘটনায় মূল অভিযুক্তদের টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। অথচ চার ‘ছিঁচকে’ ছিনতাইবাজকে ধরে বৃহস্পতিবার বারাসত থানায় ঘটা করে সাংবাদিক বৈঠক করলেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। বড় অপরাধের ক্ষেত্রে পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই ছিঁচকে ধরে ঢোল পেটানোয় সৃষ্টি হয়েছে বিস্ময়ের। পুলিশ সুপার বলেন, “দু’টি ছিনতাইয়ের ঘটনায় চার জনকে ধরার পরে আদালতের নির্দেশে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের কাছে পাওয়া গিয়েছে খোয়া যাওয়া মালপত্র, ২১ কিলোগ্রাম মাদক এবং দু’টি মোটরবাইক।” পুলিশ জানায়, ১৭ এপ্রিল দক্ষিণপাড়ার বাসিন্দা এক চিকিৎসকের কাছ থেকে নগদ টাকা ও যন্ত্রপাতি ছিনতাই করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে রথতলার কাছে। ওই দিনই মধ্যমগ্রামের দেবদাসপল্লির এক বাসিন্দার কাছ থেকেও কিছু টাকা ও জিনিসপত্র ছিনতাই হয়। এই দু’টি ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে খড়িবাড়ির ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে বারাসত পুলিশ।
বিস্তারিত...
অসুস্থ ছাত্রনেতাকে দেখতে
গিয়ে ঝাড়গ্রামে ‘আটক’ ৭
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
জেলবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া ঝাড়খণ্ডী ছাত্রনেতা কমলেশ মাহাতোকে ঝাড়গ্রাম হাসপাতালে দেখতে এসে ‘আটক’ হলেন ছাত্র সংগঠন ‘ইউএসডিএফ’ ও মানবাধিকার সংগঠন এপিডিআর-এর ৭ প্রতিনিধি। বৃহস্পতিবার সকালে প্রতিনিধি-দলের এক জন হাসপাতালে কমলেশের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ তাঁকে বার করে দেন বলে অভিযোগ। পরে শহরের একটি হোটেলে খাওয়া-দাওয়ার সময়ে ২ মহিলা-সহ ওই ৭ জনকে আটক করে ঝাড়গ্রাম থানায় নিয়ে যায় পুলিশ। রাত আটটায় ব্যক্তিগত জামিনে তাঁদের ছাড়া হয়। এপিডিআর-এর সাধারণ সম্পাদক দেবপ্রসাদ রায়চৌধুরীর অভিযোগ, “অসুস্থকে দেখতে গেলেও এখন পুলিশ আঘাত করছে।” বিকেলে হাসপাতালের ভিজিটিং আওয়ারে কমলেশের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তাঁর আইনজীবী কৌশিক সিংহও। তাঁর অভিযোগ, “সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে অসুস্থ বন্দিকে হাসপাতালের শয্যার সঙ্গে হাত-কড়া পর্যন্ত পরিয়ে রাখা হয়েছে।” ঝাড়গ্রাম সাব-জেল কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার বিকেলে জেলের শৌচাগারে মজুত ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কমলেশ।
বিস্তারিত...
শৌচাগারে ‘আটক’ মহিলা এনভিএফ কর্মী
নিজস্ব সংবাদদাতা • মালদহ
বাতানুকূল যন্ত্র চালানোর ‘স্যুইচ’ খুঁজে না পাওয়ায় এক মহিলা পুলিশকর্মীকে (এনভিএফ) প্রায় সাড়ে তিন ঘণ্টা নিজের বাংলোর শৌচাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে মালদহের জেলাশাসক শ্রীমতি অর্চনার বিরুদ্ধে। বছর পঞ্চাশেকের পার্বতী হালদার নামে ওই মহিলা এনভিএফ কর্মী অসুস্থ হয়ে মালদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। এনভিএফের জেলা দফতরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন পার্বতী দেবী। তা রিজার্ভ ইন্সপেক্টরের মাধ্যমে পুলিশের সুপারের কাছে পাঠানো হয়েছে। অভিযোগের খবর পৌঁছেছে মহাকরণেও। বৃহস্পতিবার মুখ্যসচিব সমর ঘোষ বলেন, “আমি বিষয়টি পুলিশের কাছ থেকে খোঁজ নিচ্ছি।” জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অমরেন্দ্রকুমার সিংহও অভিযোগের কথা শুনে খোঁজখবর শুরু করেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ডিএম বাংলোর অন্দরমহল নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। অভিযোগ নিয়ে খোঁজ নিতে হবে। তার পরেই যা বলার বলব।”
বিস্তারিত...
কর্মীর ‘মন্তব্যে’ ধৈর্যচ্যুতি, ভাঙচুর গ্রাহকদের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
চড়া রোদে ঠায় দাঁড়িয়ে কয়েকশো লোক। কিন্তু, সফটওয়্যারের গণ্ডগোলে বিদ্যুতের বিল জমা নেওয়ায় ঝামেলা চলছিলই। এক সময় বিল না নেওয়ার সিদ্ধান্ত হয়। বাড়ানো হয় বিল জমার সময়সীমা। গ্রাহকেরা ‘লেট ফাইন’ মকুবের দাবি তোলেন। অভিযোগ, এক কর্মী তখন মন্তব্য করেন, ‘মামা বাড়ির আব্দার নাকি!’ এর পরেই ধৈর্যের বাঁধ ভাঙে। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির শিলিগুড়ি কার্যালয়ে ভাঙচুর চালান একদল গ্রাহক। শহরের চিলড্রেন পার্ক এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ওই ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ সেখানে যায়। পাশেই শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজার অফিস। তিনিও চলে আসেন। এক মহিলা-সহ ৬ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যুৎ দফতরের আধিকারিকের সঙ্গে কথা বলেছি। অভিযোগের ভিত্তিতে মামলা করে ঘটনার তদন্ত করা হবে।” বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রের খবর, বিল জমা নেওয়ার কাজে গতি আনতে কয়েক মাস আগে নতুন সফটওয়্যার ব্যবহার শুরু হয়। দু’দিন থেকে সফটওয়ারের গণ্ডগোলে বিল নিতে সময় লাগছিল।
বিস্তারিত...
হোমে থেকেই লেখাপড়া করবে বালিকা বধূ হামিদা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
অবশেষে হালতুর সুপ্রিয়া হালদারের পথেই হাঁটল পুরুলিয়ার রঘুনাথপুরের হামিদা খাতুন। বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি-- কোথাও ফিরতে চায় না এই নাবালিকা। হোমে থেকেই সে ফের পড়াশোনা করে স্বাবলম্বী হতে চায়। বুধবার পরিবারের লোকেদের হামিদা এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। শ্বশুরবাড়ির ‘নির্যাতন’ ও বাপের বাড়ির ‘গঞ্জনা’ সহ্য করতে না-পেরে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ৩ মে রঘুনাথপুরের কাদামাদরা গ্রামের বাপের বাড়ি ছেড়ে পালিয়ে ছিল ১৪ বছরের হামিদা। বাঁকুড়া জেলা প্রশাসন তাকে উদ্ধার করে ছাতনার একটি বেসরকারি হোমে পাঠায়। বুধবার সেখানে তার বাবা হারুন আনসারি, মা জুবেদা বিবি ও জামাইবাবু সামসের আনসারি তাকে ফিরিয়ে নিতে আসেন। কিন্তু হামিদা তাঁদের জানিয়ে দেয়, এখন সে ফিরবে না। হোমে থেকে পড়াশোনা করতে চায়। হামিদার দায়িত্বে থাকা বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান শেখ মুরসালেম বলেন, “হামিদা এখন কারও কাছে ফিরতে চায় না। সে জানিয়েছে, ফের পড়াশোনা শুরু করবে। তার ইচ্ছে মতোই আমরা তাকে হোমে রেখে পড়াশোনা করাব।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অধ্যক্ষকে বার করে
কলেজে তালা
বিদ্যুৎ বিভ্রাটে জল
বন্ধ শহরে, দুর্ভোগ
দক্ষিণবঙ্গ
একশো দিনের কাজের
প্রকল্পে বনগাঁয় যমুনার
সংস্কার শুরু
রমেশের জামিনের আবেদন
খারিজ হল সুপ্রিম কোর্টেও
বর্ধমান
প্রদীপ তা হত্যায়
চার্জশিট দিল সিআইডি
কয়লা মাফিয়াদের ‘মাথা’
হুগলির কমল গ্রেফতার
পুরুলিয়া
ডাইনি অপবাদ দিয়ে
বৃদ্ধাকে ‘বয়কট’
অনুমোদন রয়েছে,
মিলছে না বেতন
মুর্শিদাবাদ
পাড় বাঁধছে
মরিয়া মায়াপুর
‘জালিয়াতি’, উধাও
ব্যাঙ্ক ম্যানেজার
মেদিনীপুর
হলদিয়ায় ফের অপহরণের
অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
গরম পড়তেই
জলকষ্ট রেলশহরে
কলকাতা
৩৬.৭/২৬.৪
আজকের দিনে
জাতীয় প্রযুক্তি দিবস।
• ৯১২:
বাইজান্টাইন সাম্রাজ্যের প্রতিভূ হলেন আলেকজান্ডার।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.