আজকের শিরোনাম
তৃণমূলের রাজ্য সভাপতি পদে পুনর্নির্বাচিত সুব্রত বক্সি
আজ মহারাষ্ট্র হলে শুরু হয়েছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। বিভিন্ন জেলার সভাপতি নির্বাচন থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি নির্বাচনও হচ্ছে আজ। জেলায় জেলায় বেড়ে চলা দলীয় কোন্দল ঠেকাতে বেশ কিছু জেলায় দলের মুখ বদলের সম্ভাবনা থাকলেও রাজ্য সভাপতি হিসাবে থেকে গেলেন সুব্রত বক্সি। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রতবাবুর নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভাপতি নির্বাচিত হন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রতি বছর ২০ মে দেওয়া হবে বঙ্গবিভূষণ উপাধি। তালিকায় প্রথম নাম পণ্ডিত রবিশঙ্করের, দ্বিতীয় সুচিত্রা সেন। এছাড়াও তালিকায় আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ক্লডিয়াস, শাঁওলী মিত্র প্রমুখের। রাজ্য সরকারের এক বছরের কাজের খতিয়ান তুলে ধরতে পুস্তক বের করা হবে বলেও জানান তিনি।

কিংফিশারের পাইলটদের ধর্মঘট প্রত্যাহার
এয়ার ইন্ডিয়ার ‘পথে’ চলেও কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিল কিংফিশার এয়ারলাইন্সের পাইলটরা। বেতন বৃদ্ধি, সঠিক সময়ে বেতন-সহ একাধিক দাবিতে সকাল থেকে ধর্মঘট শুরু করে তারা। এর ফলে সকাল থেকে বাতিল হয় কিংফিশারের একের পর এক উড়ান। বাতিল করা হয় প্রায় ২০ টি বিমান। এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ধর্মঘট তুলে নেওয়ার আর্জি জানিয়ে বিজয় মাল্য একটি চিঠি লিখে পাইলটদের জানান বেতন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। ধর্মঘট না তুলে নিলে কড়া ব্যবস্থার ইঙ্গিত দেন তিনি। শেষ পর্যন্ত ১৫ তারিখের মধ্যে বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ওঠে ধর্মঘট। এদিকে আজ চতুর্থ দিনে পড়ল এয়ার ইন্ডিয়ার কর্মীদের ধর্মঘট। জট কাটাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিংহ। বৈঠক শেষে অজিত সিংহ জানান এখনই এসমা জারি করতে চায় না কেন্দ্র। তবে কিংফিশারের ব্যাপারে এখনই হস্তক্ষেপ করছে না কেন্দ্র।

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

অস্বস্তি পিছু ছাড়ছে না ইয়েদুরাপ্পার। খনি মামলায় আজ তাঁর জামিনের আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর এই বিষয়ে ৩ অগস্টের মধ্যে রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। ফলে তাঁর মুখ্যমন্ত্রীত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হল। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আত্মপক্ষ সমর্থনে ইয়েদুরাপ্পা জানান, সিবিআই তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। এদিকে, এই নির্দেশের পর ইয়েদুরাপ্পার সঙ্গে অস্বস্তির ছায়া বিজেপি শিবিরেও। অন্যদিকে, শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের রশিদ আলভির প্রতিক্রিয়া, ‘এটাই বিজেপি-র আসল রূপ’। আর ভি দেশপাণ্ডে জানান, আইন তার নিজের পথেই চলবে, সেই সঙ্গে শাস্তি পাবে দোষীও। আবার এই নির্দেশের পর সিদ্ধারামাইয়া জানান, কর্নাটকের শাসনভার ছেড়ে দেওয়া উচিত বিজেপি-র।

বেঙ্গালুরু ম্যাচে আজ বাদ সৌরভ
শেষপর্যন্ত আজ বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জারর্সের সঙ্গে গুরুত্বহীন খেলায় পুনে ওয়ারিয়র্স দল থেকে বাদই পড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বাদ পড়ছেন দলের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। তালিকায় রয়েছেন মুরলি কার্তিক, আশিষ নেহরা। দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

দুরন্তের ইঞ্জিন বিকল, বিপর্যস্ত ট্রেন চলাচল
আজ দুপুরে রানিগঞ্জ স্টেশনে ঢোকার মুখে বিকল হয়ে যায় ডাউন দিল্লি-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। এর ফলে সম্পুর্ণ বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। নিমচায় আটকে পড়ে ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস। আসানসোল থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে ইঞ্জিন।

সিপিএমের ডাকে ১২ ঘন্টার বনধ শুরু
বৃহস্পতিবার সকালে খুন হওয়া প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলের মৃত্যুর প্রতিবাদে আজ সকাল ছ’টা থেকে সিপিএমের ডাকে শুরু হয়েছে ১২ ঘন্টার বার্নপুর বনধ। বনধের প্রভাবে চলছে না কোনও যানবাহন, খোলেনি দোকানপাট, বাজার। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বনধ সর্বাত্মক আখ্যা দিয়েও বনধ করে এই ধরণের ঘটনা কতটা আটকানো যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সিপিএম নেতৃত্বেরই একাংশ। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করে এক ব্যক্তিকে গ্রেফতার করলেও তদন্তে এখনও বিশেষ অগ্রসর হতে পারেনি পুলিশ।

স্কুল নির্বাচন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
স্কুল নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে ওঠে কেশপুরের কানাশোল এলাকা। আজ সকালে মনোনয়ন জমা দিতে গেলে ‘অপহৃত’ হন প্রার্থী নিরঞ্জন ঘোষ। আটকে রাখা হয় আরেক প্রার্থীকেও। অভিযোগের তির ওঠে তৃণমূলেরই চিত্ত গড়াইয়ের গোষ্ঠীর দিকে। গতকালই চিত্ত গড়াইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন অপর গোষ্ঠীর নেতারা। এর ফলে সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল বিশেষ পুলিশি ব্যবস্থা।

আত্মঘাতী পুলিশ কর্মী
আজ সকালে মেদিনীপুরের দাঁতনে এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত মোল্লা আবদুল্লা মালিক দাঁতন থানার সেকেন্ড অফিসার। সম্ভবত মানসিক অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান তাঁর সহকর্মীদের।
 



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.