উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
খুন-অপহরণে ঠুঁটো পুলিশ
ঢোল পেটাল ছিঁচকে ধরেই |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত কয়েক মাসে খুন, অপহরণ, ডাকাতির মতো একের পর এক বড় অপরাধের ঘটনায় মূল অভিযুক্তদের টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। অথচ চার ‘ছিঁচকে’ ছিনতাইবাজকে ধরে বৃহস্পতিবার বারাসত থানায় ঘটা করে সাংবাদিক বৈঠক করলেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। বড় অপরাধের ক্ষেত্রে পুলিশের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই ছিঁচকে ধরে ঢোল পেটানোয় সৃষ্টি হয়েছে বিস্ময়ের। |
|
একশো দিনের কাজের প্রকল্পে বনগাঁয় যমুনার সংস্কার শুরু |
নিজস্ব সংবাদদাতা, গোপালনগর: একশো দিনের কাজ প্রকল্পে বনগাঁ মহকুমার গোপালনগরের চৌবেড়িয়া-১ পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে যমুনা নদী সংস্কারের কাজ। ৫ মে থেকে শুরু হওয়া ওই কাজ চলবে বর্ষার আগে পর্যন্ত। বনগাঁ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ তথা ওই এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অলোক নন্দী বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে যমুনা নদী সংস্কার শুরু হয়েছে। এর ফলে এলাকার চাষি, খেতমজুর, মৎস্যজীবীরা উপকৃত হবেন। এ জন্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ বরাদ্দ হয়েছে।” |
|
|
ফের ছিনতাই জগদ্দলে |
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
রমেশের জামিনের আবেদন খারিজ হল সুপ্রিম কোর্টেও |
|
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর: সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতোর জামিনের আবেদন।
হুগলির ‘ত্রাস’ হুব্বা শ্যামলকে খুনের অভিযোগে গত বছরের জুন মাস থেকে জেল খাটছে রমেশ। নিম্ন আদালত থেকে হাইকোর্ট সব জায়গাতেই জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিল হুগলি শিল্পাঞ্চলের দাগি এই সমাজবিরোধী। সেখানেও আবেদন নাকচ হয়ে গিয়েছে। |
|
লুঠ করতে এসে খুন, গ্রেফতার দুষ্কৃতী |
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|