টুকরো খবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, হুমকির অভিযোগ বামফ্রন্টের
ক্যানিং মহকুমার জীবনতলার বনমালিপুরে আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা এবং মঠেরদিঘি হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচনে বিনা লড়াইয়ে জিতল তৃণমূল কংগ্রেস। আগামী ২০ মে এই দুই জায়গায় নির্বাচন ছিল। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নিবার্চনে বামফ্রন্ট কোনও প্রার্থীই না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। অন্যদিকে, মঠেরদিঘি হাইস্কুলের নির্বাচনে তাঁদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বামফ্রন্ট। তাদের বক্তব্য, ওই স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনের মধ্যে সিপিএম ৩টি এবং আরএসপি-র ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। বামফ্রন্টের অভিযোগ, গত মঙ্গলবার রাতে তৃণমূলের লোকেরা তাঁদের প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দেয় মনোনয়ন জমা না দেওয়ার জন্য। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্যানিং-২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা সওকত মোল্লা বলেন, “ওরা হেরে যাবে বলেই কোনও প্রার্থী দেয়নি। উল্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

কাঠ-চোর সন্দেহে গ্রেফতার
অটোর উপর গাছের ডাল ভেঙে পড়ায় মৃত্যু হয়েছিল চার মহিলার। গাইঘাটার মণ্ডলপাড়ার ওই ঘটনায় জড়িত অভিযোগে বুধবার গভীর রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অশোকনগরের কালোবাড়ি এলাকার বাসিন্দা ধৃত সঞ্জয় দাস কাঠ চুরি চক্রে জড়িত। দেবীপুরে শ্বশুরবাড়ির কাছ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে বেআইনি ভাবে গাছ কাটা, গাছের ডাল চুরি এবং অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। গত রবিবার মণ্ডলপাড়ায় একটি শিরীষ গাছের কাটা ডাল অটোরিকশার উপরে পড়ায় চার মহিলার মৃত্যু হয়। জখম হন চালক-সহ তিন জন। পুলিশ জানিয়েছে, ওই দিন সকালে গাছের ডাল কাটা চলছিল। ওই ডালই ভেঙে পড়ে অটোর উপর। ঘটনার পর কাঠ চুরিতে জড়িত অভিযোগে ভোলা বিশ্বাস নামে এক যুবককে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন এলাকার লোক। ভোলা এখন জেল হাজতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দিন ডাল কাটায় জড়িত ছিল তিন জন। ভোলা গাছে উঠে ডাল কাটছিল। নীচে দাঁড়িয়েছিল দু’জন। তাদের মধ্যে সঞ্জয় এক জন। অন্য এক অভিযুক্ত মন্টা মণ্ডলের খোঁজ চলছে। তার বাড়ি দেবীপুরে।

জামিন মঞ্জুর দেবযানীর
বারুইপুর আদালত চত্বরে দেবযানী। নিজস্ব চিত্র
ভাঙড় কলেজের পরিচালন কমিটির সভাপতি আরাবুল ইসলামের দায়ের করা মানহানির মামলায় জামিন পেলেন ওই কলেজের শিক্ষিকা দেবযানী দে। গত ২৪ এপ্রিল আরাবুলের সঙ্গে ওই কলেজের কয়েক জন শিক্ষকের গোলমাল হয়। শিক্ষকদের অভিযোগ ছিল, আরাবুল তাঁদের গালাগালি করেন এবং দেবযানীদেবীকে জলের জগ ছুড়ে মারেন। পরে পুলিশের কাছেও এই অভিযোগ দায়ের করেন কলেজের ন’জন শিক্ষক। ওই মামলায় আরাবুলকে জামিন দেয় আদালত। আরাবুলের পাল্টা অভিযোগ ছিল, ঘটনার সময় দেবযানীদেবী তাঁর সম্মানহানি করেছেন। বৃহস্পতিবার সেই মামলাতে বারুইপুর আদালতে হাজির হয়েই জামিন নেন দেবযানীদেবী।

যুবকের দেহ উদ্ধার
এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাবরা স্টেট জেনারেল হাসপাতালের কাছে দেহটি পড়ে থাকতে দেখেন এলাকার লোক। খবর দেওয়া হয় পুলিশে। মৃত যুবকের নাম অনন্ত শীল (২২)। স্থানীয় কামারথুবা এলাকায় তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অনন্ত বারাসতে একটি কারখানায় কাজ করতেন। বুধবার দুপুরে সেখান থেকে পালিয়ে এসেছিলেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হাবরায় গাড়ি উল্টে মৃত্যু
গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে হাবরা থানার লক্ষ্মীপুল মোড়ের ঘটনা। মৃতের নাম অলোক সর্দার (২০)। বাড়ি অশোকনগর থানার বালুগাছি এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি পণ্যবোঝাই গাড়িটি হাবরার দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির খালাসি অলোকের।

পাচারকারী ধৃত
৩০টি গরু-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক বিশ্বনাথ বাসকের বাড়ি কলকাতার যাদবপুরে। সে গাইঘাটার ফুলসরাতে বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বুধবার রাতে গাইঘাটা থানার মণ্ডলপাড়া থেকে গরুগুলিকে আটক করা হয়। অন্য দিকে, ওই রাতেই বনগাঁ থানার পুলিশ মাঝেরপাড়া থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৮ রাউন্ড গুলি এবং একটি দোনলা বন্দুক উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক তৃণমূলকর্মীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের বনগাঁ-শিয়ালদহ শাখার হাবরার ২ নম্বর রেলেগেটের কাছে। পুলিশ জানিয়েছে, এলাকার একটি ওয়ার্ডের তৃণমূল সভাপতি হেমেন্দ্রনাথ চক্রবর্তীর (৭৫) বাড়ি প্রফুল্লনগরে। এ দিন সকালে রেললাইন পার হওয়ার সময় শিয়ালদহগামী ট্রেন তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

লুঠপাট, জখম
এক গৃহবধূকে জখম করে লুঠপাট চালাল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার উত্তর দুর্গাপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, জখম নাজিমা বিবি নামে ওই বধূকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতী মনজুর শেখ পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। সে নাজিমার বাড়ির নানা জিনিস নিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনা জানতে পেরে মনজুরের বাড়িতে ভাঙচুর চালায় জনতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.