ফের ছিনতাইয়ের ঘটনা জগদ্দলে। বৃহস্পতিবার দুপুরে নিউ কাট রোডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা এবং তাঁর স্কুটার ছিনিয়ে নিয়ে পালাল দুই দুষ্কৃতী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ একটি ব্যাটারি প্রস্তুতকার সংস্থার ঠিকাদার বিপুল চন্দ তাঁর স্কুটারে চেপে কারখানায় যাচ্ছিলেন। নিক্কো কোয়ার্টারের সামনে দুই যুবক মোটরবাইকে চড়ে পিছন থেকে এসে তাঁর পথ আটকায়। বাইকের পিছনের আসনে বসা আরোহী বিপুলবাবুর মাথায় রিভলবার ঠেকিয়ে লুঠপাট চালায়। তার পরে তাঁকে ধাক্কা মেরে তাঁর স্কুটার নিয়ে পালায়।
বিপুলবাবু বলেন, ‘‘কিছু বোঝার আগেই ওই দুষ্কৃতীর ধাক্কায় আমি পড়ে যাই। স্কুটারে প্রায় সাত লক্ষ টাকা ছিল। আজ কারখানার শ্রমিকদের বেতনের দিন ছিল। সেই কারণে ব্যাঙ্ক থেকে টাকা তুলি।’’ বিপুলবাবুই জগদ্দল থানায় ফোন করে খবর দেন। পুলিশের টহলদার গাড়ি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে গেলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি।
ব্যারাকপুরের অতিরিক্ত ডিসি অমিতকুমার সিংহ বলেন, ‘‘৬ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি স্কুটারে চেপে যাচ্ছিলেন। দুই দুষ্কৃতী ছিনতাই করেছে বলে অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। তবে, এই ঘটনায় কাউকে ধরা যায়নি।’’ গত তিন মাসে জগদ্দলে চুরি-ছিনতাই বেড়েছে। কিছু দিন আগে অফিস থেকে ফেরার সময় এক সাংবাদিকের কাছ থেকে মোবাইল, ঘড়ি, টাকা ও ব্যাঙ্কের কার্ড-সহ জরুরি কাগজপত্র ছিনতাই করে দুই দুষ্কৃতী। বাসুদেবপুর রোডেও ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরনোর পরে একাধিকবার ছিনতাই ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের ক্ষোভ, ব্যারাকপুরে পুলিশ কমিশনারেট হওয়ার পরে পুলিশ ও টহলদারি গাড়ি বাড়লেও অপরাধ কমেনি। পুলিশ অবশ্য জানায়, সব ঘটনারই তদন্ত চলছে। |