অবৈধ চক্রে
নিয়ন্ত্রক সংস্থা,
ডাক্তারদের একাংশ |
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি ও কলকাতা: ভূতটা ঢুকে রয়েছে সর্ষের মধ্যেই!
ওষুধের গুণাগুণ বিচারের দায়িত্ব যাদের উপরে, সেই কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও-র স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। ফলে বাজার থেকে প্রতিদিন সাধারণ মানুষ যে ওষুধ কিনে খাচ্ছেন, তা কতটা নিরাপদ, প্রশ্ন উঠে গেল তা নিয়েই।
গত মঙ্গলবার সংসদের দুই কক্ষে সংসদীয় কমিটি যে রিপোর্টটি পেশ করেছে, সেখানে এ দেশে ওষুধ নিয়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি ও কলকাতা: ওষুধের গুণমানের পরীক্ষাতেই রয়েছে গলদ। সেই ফাঁক গলে এ দেশে ব্যবহারের ছাড়পত্র পেয়ে যাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলিতে নিষিদ্ধ হয়ে যাওয়া বেশ কিছু ওষুধ। এই পর্যবেক্ষণ খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির। এ কারণে তারা ওষুধের গুণমান পরীক্ষার গোটা পদ্ধতিটাই আমূল বদলের সুপারিশ করেছে।
সংসদে পেশ করা রিপোর্টে কমিটি বলেছে, যে ভাবে এ দেশে ওষুধের গুণমান পরীক্ষা হয়, তা ত্রুটিপূর্ণ। |
পরীক্ষা পদ্ধতিই
আমূল বদলে
ফেলার পরামর্শ |
|
প্যাকেট-খাদ্যের উপাদান নিয়েই প্রশ্ন বিশেষজ্ঞদের |
|
ঋজু বসু, কলকাতা: শিলে পেষা বাটনার বদলে প্যাকেটবন্দি রেডিমেড মশলা। সকাল-সন্ধে রান্নার ঝক্কির বদলে চটজলদি ফুটিয়ে নেওয়া রেডি-টু-ইট খাদ্য। একেলে নিউক্লিয়ার পরিবারের ব্যস্ত জীবনে এমন ‘শর্ট-কাট’ রান্নাই এখন দস্তুর। হেঁশেলের এই মুশকিল-আসান নিয়েই কিন্তু প্রশ্নের শেষ নেই।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনলজি-র শিক্ষক উৎপল রায়চৌধুরীর কথায়, এই সব তৈরি খাবার বা রকমারি মশলা-বাটার প্যাকেটে অনেক ক্ষেত্রেই ক্ষতিকারক প্রিজারভেটিভ বা নিষিদ্ধ রং ব্যবহারের নমুনা মিলেছে। |
|
পরীক্ষা দিতে, পড়া চালিয়ে যেতে চেয়ে পড়ুয়ারা কোর্টে |
|
‘দুর্গম’ এলাকার হাসপাতাল
বাছাই নিয়ে প্রশ্ন কোর্টের |
ফেরার কর্তার আগাম
জামিনের শুনানি বন্ধ |
|
পরিকাঠামো নিয়েই
প্রশ্ন উঠল |
চিকিৎসকের অভাবে স্তব্ধ
বিভাগ, রোগীদের হয়রানি |
|
বন্ধ বহির্বিভাগ, ক্ষোভ |
সংক্রমণের সচেতনতা |
|
টুকরো খবর |
|
|