প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা এবং সর্বক্ষণের চিকিৎসকের দাবিতে বিএমওএইচকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার পাড়ুই থানার সাত্তোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ঘেরাও মুক্ত হন ওই বিএমওএইচ। সাত্তোর-সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ নির্ভরশীল ওই স্বাস্থ্যকেন্দ্রের উপর। বাসিন্দাদের অভিযোগ, বার বার সংশ্লিষ্ট আধিকারিকদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেও কোনও সমাধান হয়নি। স্বাস্থ্যকেন্দ্রে রুটিন পরিদর্শনে এলে বোলপুরের বিএমওএইচ সব্যসাচী রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে সব্যসাচীবাবু দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিলে বাসিন্দারা ঘেরাও তুলে নেন। অসুবিধার কথা স্বীকার করে বোলপুর মহকুমার সহমুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, “বাসিন্দারা পূর্ণ সময়ের চিকিৎসক দাবি করেছেন। এ দিন এক আলোচনায় কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েছি।” জেলা ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণলাল মণ্ডল বলেন, “আলোচনা হয়েছে। আপাতত ওখানে আর একজন চিকিৎসকের নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।”
|
ভারতে ২০১০ সালে পাঁচ বছরের কম বয়সী ১৬ লক্ষ ৮০ হাজার শিশু মারা গিয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া এবং সময়ের আগে জন্মসংক্রান্ত জটিলতায়। ১৯৩টি দেশে সমীক্ষা চালিয়ে ল্যানসেট পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সমীক্ষা অনুযায়ী, এই মৃত শিশুদের মধ্যে ৫২ শতাংশ এক মাসও বাঁচেনি। ২৮.৬ শতাংশ শিশুই মারা গিয়েছে নিউমোনিয়ায়, ১৮.১ শতাংশ সময়ের আগে জন্মানো সংক্রান্ত জটিলতায় এবং ১২.৬ শতাংশ ডায়রিয়ায়। ২০১০ সালে পাঁচ বছর হওয়ার আগেই যে শিশুরা মারা গিয়েছিল, তাদের মধ্যে ৪৯.৩ শতাংশ শিশুই ভারত, চিন, পাকিস্তান, নাইজেরিয়া ও কঙ্গোর।
|
রেডিওথেরাপি বিভাগের ইন্ডোর চালু হল নীলরতন সরকার হাসপাতালে। বৃহস্পতিবার, স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর উদ্বোধন করেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত এই বিভাগে ২৬টি শয্যা থাকছে। ধাপে ধাপে শয্যা সংখ্যা বাড়বে। একই সঙ্গে এ দিন নিউরোলজি বিভাগের আইটিইউ-এরও উদ্বোধন হয়। ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ কাকলি ঘোষদস্তিদার প্রমুখ। |