টুকরো খবর |
চুঁচুড়ার তিন স্কুলছাত্র নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
|
তিন ছাত্র। বাঁদিকে থেকে হৃদাম দত্ত, কৌশিক দাস ও আনন্দ বিশ্বাস। |
তিনি স্কুলছাত্রের নিখোঁজকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুচুঁড়ার কাপাসডাঙার লক্ষ্মীনারায়ণ পল্লি এলাকায়। বুধবার ভোর থেকে হৃদাম দত্ত, কৌশিক দাস এবং আনন্দ বিশ্বাস নামে ওই তিন জনের খোঁজ মিলছে না। তিন জনেই বন্ধু। তিন ছাত্রের পরিবারের লোকজন বৃহস্পতিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিক স্থানীয় রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র। হৃদাম হুগলি ব্রাঞ্চ স্কুলে সপ্তম শ্রেণিতে এবং আনন্দ সতীন সেন বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণিতে পড়ে। বুধবার ভোরে ঘুম থেকে ওঠার পরে তিন ছাত্রের পরিবারের লোকজনই খোঁজাখুঁজি শুরু করেন। তখনই তিন জনের নিখোঁজ হওয়ার কথা জানাজানি হয়।
|
শ্রীরামপুরে ফুটবলের ফাইনালে উঠল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
মাহেশ ছাত্র সঙ্ঘের উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল পশ্চিমবঙ্গ পুলিশ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তারা ৪-১ গোলে উড়িয়ে দিল বৈদ্যবাটি কৃষ্টিচক্রকে। আজ, শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে উয়াড়ি এবং ছাত্র সঙ্ঘ। ফাইনাল রবিবার। শনিবার প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। শ্রীরামপুর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে গত ৬মে। উদ্যোক্তারা জানান, প্রথম খেলায় ছাত্র সঙ্ঘ টাইব্রেকারে বাটা স্পোর্টস ক্লাবকে হারায়। নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করে। পরের খেলায় কৃষ্টিচক্র ২-০ গোলে হারায় নারায়ণপুর ইউনাইটেড ক্লাবকে। পশ্চিমবঙ্গ পুলিশ বনাম বিএসপার্ক ম্যাচটির মিমাংসা হয় টসে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। টাইব্রেকারে উভয় দলই ২টি করে গোল করে। টসে পুলিশ দলটি জিতে যায়। বুধবার পেনাল্টিতে করা একমাত্র গোলে উয়ারি হারায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডকে। প্রতিটি খেলা দেখতেই রোদ্দুর উপেক্ষা করে গ্যালারিতে উপছে পড়ছে ভিড়।
|
গঙ্গায় তলিয়ে গেলেন যুবক |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
স্নান করতে নেমে উলুবেড়িয়ার ফুলেশ্বরের গঙ্গায় তলিয়ে গেলেন ভোপালের এক যুবক। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি শুরু হয় নদীতে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সমির খান নামে বছর তেইশের ওই যুবকের সন্ধান মেলেনি। এসডিপিও (উলুবেড়িয়া) শ্যামল সামন্ত বলেন, “কলকাতা পুলিশের ডুবুরিদের সাহায্য চাওয়া হয়েছে। ডুবুরি নামিয়ে ওই যুবকের সন্ধান চালানো হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর এই সময়ে স্থানীয় বৈকুণ্ঠপুরের জামে মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভিন্ রাজ্য থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ আসেন। এ বার মধ্যপ্রদেশের ভোপাল থেকে আসা একটি দলে ছিলেন সমির। বৃহস্পতিবার সকালে দলের কয়েক জনের সঙ্গে সমির গঙ্গা দেখার জন্য ফুলেশ্বর বাংলোয় আসেন। স্নান করতে তাঁরা নদীতে নামার কিছু ক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যান। সমিরের সম্পর্কিত ভাই দানিস খান বলেন, “ও জলে নেমেই খানিকটা দূরে চলে যায়। আমাদের কেউই সাঁতার জানেন না। সকলে এগোতে বারণ করলেও ও শোনেনি। তারপ ওরে তলিয়ে গেল। চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকি। কিন্তু ওকে খুঁজে পাওয়া যায়নি।”
|
সাহিত্য পাঠের আসর বাগনানে |
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
|
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
সাহিত্য পত্রিকা ‘লিখতে পড়তে শেখান’ ও ‘সাহিত্য সেবক’-এর যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে সারা দিনব্যাপী সাহিত্য পাঠের আসর হয়ে গেল হাওড়া বাগনানের খাদিনানে। গত ২৯ এপ্রিল খাদিনান সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, গল্প পাঠ, সাহিত্য আলোচনা ইত্যাদিতে আসর ছিল জমজমাট। সারা বাংলা সাহিত্য সম্মেলনে বিভিন্ন জেলার শতাধিক কবি যোগদান করেন। অনুষ্ঠানে যোগদানকারী শিল্পীরা হলেন, অরিন্দম চক্রবর্তী, তাপস ঘোষ, মিঠু ভট্টাচার্য ও দূরদর্শন শিল্পী মুনমুন দাস। সাহিত্য আলোচনায় ছিলেন অধ্যক্ষ জগন্নাথ গোস্বামী, প্রাণবল্লভ রায়, দিলীপ বসু, দক্ষিণ ২৪ পরগনার বিশেষ ভূমি অধিগ্রহণ আধিকারিক জয়দেব ঘোড়া, নাট্যব্যক্তিত্ব শ্যামলকুমার মিত্র প্রমুখ। এ ছাড়া, স্বরচিত গল্প পাঠের আসরে কবি-প্রাবন্ধিক প্রণবেন্দু বিশ্বাস এবং স্বরচিত কবিতা পাঠের আসরে উপস্থিত ছিলেন কবি প্রদীপ মুখোপাধ্যায়। ‘সাহিত্য সেবক’ পুরস্কার পেলেন পূর্ব মেদিনীপুরের কবি অশোক কুমার বাগ, গল্প লেখিকা চন্দনা ঘাঁটী।
|
স্কুল সম্পাদকের পদ থেকে ইস্তফা |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
প্রধান শিক্ষকের সঙ্গে ‘বিরোধে’র জেরে পদত্যাগ করলেন আরামবাগের কেশবপুর হাইস্কুলের পরিচালন সমিতির সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন সমিতির সহ-সম্পাদক তথা প্রধান শিক্ষক রাজকুমার খামরুইয়ের কাছে। প্রধান শিক্ষকের দাবি, তাঁ বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছিলেন তারাশঙ্করবাবু। বছর সত্তরের তারাশঙ্করবাবু ওই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক। তাঁর পদত্যাগের সিদ্ধান্তের পিছনে তৃণমূলের একাংশের ‘ভূমিকা’য় ক্ষোভও রয়েছে বলে জানিয়েছেন তারাশঙ্করবাবু। তাঁর অভিযোগ, “তৃণমূলের ডাকে সম্পাদকের দায়িত্ব নিই মাসকয়েক আগে। কিন্তু সমিতিতে এসে দেখি মিড ডে মিল, ভোকেশনাল পাঠক্রম ইত্যাদি নানা ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। সেই দুর্নীতি আটকাতে গিয়ে আমার সম্মানহানি হচ্ছিল। প্রধান শিক্ষকের সঙ্গে বিরোধ লাগে। তৃণমূলের একটা বড় অংশই প্রধান শিক্ষকের পাশে দাঁড়ায়। বাধ্য হয়ে অসুস্থতার কথা বলে সরে এসেছি।” রাজকুমারবাবু অবশ্য তারাশঙ্করবাবুর অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি জানান, তারাশঙ্করবাবু পদত্যাগপত্রে শুধু অসুস্থতার কথা বলে অব্যাহতি চেয়েছেন। তৃণমূলের মলয়পুর অঞ্চল সভাপতি মৃণাল ঘোষ স্বীকার করেছেন, “প্রধান শিক্ষকের সঙ্গে সম্পাদকের বিরোধ মেটাতে উদ্যোগী না হয়ে দলের কর্মী-সমর্থকদের একাংশ অন্যায় করেছেন। প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে তাঁরা ঠিক কাজ করেননি।”
|
স্বামী-শাশুড়ির কারাদণ্ড |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে তাঁর স্বামী ও শাশুড়িকে ৭ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আরামবাগের মুথাডাঙ্গা গ্রামের বাসিন্দা তরুণ কুণ্ডু এবং তার মা কল্পনা কুণ্ডুকে ওই সাজা শোনান আরামবাগ আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ২ জুন তরুণের স্ত্রী মৌটুসিদেবী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। বধূর দাদা গোঘাটের কামালচক গ্রামের বাসিন্দা পলাশ দে তরুণ এবং কল্পনাদেবীর বিরুদ্ধে পণের দাবিতে মৌটুসিদেবীর উপরে অত্যাচার এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেও এত দিন তারা জামিনে ছিল।
|
ট্রেন থেকে পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেলুড় স্টেশনে ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সওয়া ৯টা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড শাখার ট্রেন বেলুড় স্টেশনে ঢোকার সময় পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কিছুটা আগে ওই ব্যক্তি আচমকাই পড়ে যান। বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
স্বামীর যাবজ্জীবন |
স্ত্রীকে দিনের পর দিন নির্যাতন করার পরে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার হাওড়ার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুভাষকুমার কর এই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে খবর, চাহিদা মতো যৌতুক না মেলায় বিয়ের পর থেকে পাঁচলার বাসিন্দা সুশান্ত দাসের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তি গায়েনের বনিবনা ছিল না। মুক্তিদেবীর পরিজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে মুক্তির উপরে সুশান্ত নির্যাতন চালাতেন। ২০০৮-এর ১৬ নভেম্বর গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ। সেখানেই তাঁর মৃত্যু হয়। স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে সুশান্ত গ্রেফতার হন। সরকার পক্ষের আইনজীবী সুজিত চট্টোপাধ্যায় জানান, বৃহস্পতিবার সুশান্তকে যাবজ্জীবন কারাদণ্ড-সহ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
|
ব্যবসায়ী গুলিবিদ্ধ |
এক ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রিষড়ার পি টি লাহা স্ট্রিটে। পুলিশ জানায়, বিশ্বনাথ মুখোপাধ্যায় নামে ওই ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে। তিনি কলকাতার নার্সিংহোমে চিকিৎসাধীন। বাঙ্গুর পার্কে বিশ্বনাথবাবুর দোকান রয়েছে। দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই কয়েক জন দুষ্কৃতী তাঁকে গুলি করে।
|
বাড়িতে চোলাই |
বালির অভয়নগরে নিজের বাড়িতে চোলাই বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম ঝন্টু চক্রবর্তী। এমনিতে সব্জি বেচাই তাঁর পেশা। বাড়ি লাগোয়া গুমটিতে চলত চোলাইয়ের ব্যবসা। ২০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাদামতলা ও অভয়নগর এলাকা থেকে সাট্টা-জুয়া খেলার অভিযোগে চার জনকে ধরা হয়েছে। ধৃতদের নাম সোমনাথ ধাড়া, মনোরঞ্জন খাঁড়া, মনোজ সিংহ ও প্রমোদ মিশ্র। |
|