l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
খেলা কাদের
সময়
কোথায়
স্কোর
দিল্লি ডেয়ারডেভিলস
বনাম
মুম্বই ইন্ডিয়ানস
রাত ৮:০০
দিল্লি
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম
•
মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক
• প্লাস্টিক ব্যবহারের নতুন বিধি
•
ফের অভিযুক্ত তারক দাস
বিস্তারিত...
‘মুখরক্ষা’র জনসভা করে বনধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদন
ডুয়ার্সের প্রত্যন্ত জনপদ দলসিংপাড়ায় একটি জনসভা করে ‘মুখরক্ষা’র পরে অনির্দিষ্টকালের বনধ তুলে নিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন যৌথ মঞ্চ। বনধ থেকে বিরত থাকার জন্য রোজই রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে। গ্রীষ্মের পর্যটন মরসুম বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় পাহাড়-তরাই-ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষও ক্ষুব্ধ। কয়েকটি এলাকায় বনধ উপেক্ষা করে রাস্তায়ও নেমেছেন তাঁরা। এমনকী, এই ইঙ্গিতও দিয়েছেন যে, ফের বনধ ডাকা হলে তা অগ্রাহ্য করা হবে। এই পরিস্থিতিতে যৌথ মঞ্চ একরকম বাধ্য হয়েই বনধ প্রত্যাহার করে নিল বলে মনে করা হচ্ছে। তার আগে বৃহস্পতিবার দুপুরে দলসিংপাড়ায় তাঁদের সভার জন্য কোনও অনুমতি নেননি যৌথ মঞ্চের নেতারা। তবে প্রশাসন পুলিশি ব্যবস্থা করেছিল। ওই সভার পরেই যৌথ মঞ্চের তরফে জন বার্লা ও রাজু বরা বলেন, “রাজ্য সরকারের আর্জি মেনে বনধ প্রত্যাহার করলাম।” সেই সঙ্গেই তাঁরা বলেন, “যে হেতু এখনও ডুয়ার্সের নাগরাকাটায় আমাদের সভার অনুমতি দেওয়া হয়নি, তাই আমরা সভা করে দেখিয়ে দিলাম। আগামী দিনে সভার অনুমতি না-মিললে এমন আরও অনেক সভা করব।”
বিস্তারিত...
বাড়ি বিক্রির ১০ লক্ষ টাকা স্কুলকে দান
অরিন্দম সাহা • তুফানগঞ্জ
‘প্রাণের চেয়ে প্রিয়’ স্কুলকে নিজের বাড়ি বিক্রির ১০ লক্ষ টাকা দান করলেন তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অজয়কুমার শতপথী। বিপত্নীক অজয়বাবু এখন বাড়ি ভাড়া করে থাকেন। বৃহস্পতিবার ছিল স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেখানেই স্কুল-কর্তৃপক্ষের হাতে তিনি ওই টাকার চেক তুলে দেন। ২০০৮ সালে ওই স্কুল থেকেই অবসর নেন অজয়বাবু। নিজের স্কুলের দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। অজয়বাবু বলেন, “এই স্কুল আমার প্রাণের চেয়ে প্রিয়। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এখানকার ছাত্রছাত্রীরা আমার সন্তানের মতো। তাদের মধ্যে যারা দুঃস্থ ও মেধাবী, তাদের পাশে দাঁড়াতে বাড়ি বিক্রির টাকাটা দিয়েছি। এটা এমন কী আর বড় ব্যাপার। স্কুল-কর্তৃপক্ষকে বলেছি, ওই টাকার সুদ থেকে দুঃস্থ ও মেধাবীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে।” স্কুল সূত্রের খবর, ওই টাকা ব্যাঙ্কে ‘ফিক্সড’ করে রাখা হবে।
বিস্তারিত...
ডুয়ার্সে সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উন্নয়নের মাধ্যমেই ডুয়ার্সের পিছিয়ে পড়া আদিবাসীদের মন জয় করতে সচেষ্ট হল রাজ্য সরকার। আদিবাসী অধ্যুষিত ডুয়ার্সের ১১টি এলাকার নানা প্রকল্পের জন্য ৩ কোটি ৫২ লক্ষ টাকা অনুমোদন করলেন রাজ্যের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মূলত, বীরপাড়া, মাদারিহাট এবং নাগরাকাটা এলাকার জন্যই ওই টাকা বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির সার্কিট হাউসে উত্তরবঙ্গের ছয় জেলার জেলাশাসক, সভাধিপতিকে নিয়ে বৈঠক করেন সুব্রতবাবু। প্রত্যেক জেলার বিভিন্ন প্রকল্পের অবস্থা নিয়ে আলোচনা হলেও একমাত্র জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের জন্যই এ দিন সুব্রতবাবু টাকা অনুমোদন করেছেন। সুব্রতবাবু বলেন, “ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সেই কাজগুলি করতে বদ্ধপরিকর। মূলত পানীয় জল, রাস্তা ও ইন্দিরা আবাসন যোজনায় ওই টাকা খরচ হবে।” গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এ তরাই এবং ডুয়ার্সের মৌজার অন্তর্ভুক্তি নিয়ে সমস্যা চলছেই। বন্ধ এবং পাল্টা বন্ধের রাজনীতির জাঁতাকলে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন।
বিস্তারিত...
পরীক্ষা না দিয়েই মার্কশিট,
জড়ালেন তৃণমূল বিধায়ক
রোশনী মুখোপাধ্যায় • কলকাতা
পরীক্ষা হয়নি। অথচ ফল বেরিয়ে গিয়েছে! এই ‘রাম না জন্মাতেই রামায়ণ’ রচনায় মুখ্য ভূমিকা জনৈক তৃণমূল বিধায়কের। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ)-এ বিভাগের এক ছাত্র পরীক্ষা দেওয়ার আগেই তাঁর মার্কশিট পেয়ে গিয়েছেন। সৌজন্য তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এবং উপাচার্যের অবশ্য দাবি, তাঁরা ওই ঘটনার কথা জানেন না। তবে নথিপত্র পেলে তদন্ত করে দেখবেন। আর মৃগেনবাবুর বক্তব্য, ঘটনাটা তাঁর পুরো ‘মনে নেই’। তবে ওই ছাত্র তাঁর কাছে একটা ‘সাহায্য’ চেয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলেই তাঁকে তিনি ‘সাহায্য’ করেছিলেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিসিএ-র ছাত্র ছিলেন অপু ভকত। ওই বিশ্ববিদ্যালয়ে তাঁর রেজিস্ট্রেশন নম্বর ২০০৭-২০০৮ বর্ষের ০০০০৫২। তিনি বিসিএ-র ষষ্ঠ তথা চূড়ান্ত সেমেস্টার পরীক্ষায় উত্তীর্ণ হন ২০১০ সালে। কিন্তু তৃতীয় সেমেস্টারের একটি পত্রে তিনি পাশ করতে পারেননি। স্বভাবতই তাঁকে ফের ওই পত্রের পরীক্ষায় বসতে হয়। ২০১১ সালে তিনি ওই পত্রের পরীক্ষায় বসেন এবং উত্তীর্ণ হন। কিন্তু বিশ্ববিদ্যালয় অপুকে ২০১০ সালের ফাইনাল পরীক্ষার মার্কশিট দিয়ে দিয়েছে। যেখানে তৃতীয় সেমেস্টারে তাঁর প্রাপ্ত নম্বরও উল্লেখ করা আছে ৩৩৮।
বিস্তারিত...
ওই নামে কাউকে মনে পড়ছে না অমর্ত্য সেনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও কাঁথি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাই’ পরিচয় দিয়ে প্রতারণার দায়ে ধৃত অঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ার প্রতিবাদ জানালেন অমর্ত্য সেন। প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের কাছে ওই নামের কাউকে চাকরির জন্য সুপারিশ করেননি। প্রতীচী ট্রাস্টের মারফত শুক্রবার এমনই জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রতীচী ট্রাস্টের ডিরেক্টর মানবী মজুমদার একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, অর্মত্যবাবু প্রতিদিন বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। অঞ্জন ভট্টাচার্য নামে কোনও ব্যক্তির নাম তিনি মনে করতে পারছেন না বলে তিনি জানিয়েছেন। এমনকী, তাঁর চাকরির জন্য সুপারিশের কোনও ঘটনার কথাও অর্মত্যবাবু মনে করতে পারছেন না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গৌতমবাবু অবশ্য জানিয়েছেন, অঞ্জন-কাণ্ডে অর্মত্যবাবুর নাম জড়িয়ে কোনও ধরনের ‘বিতর্ক’ তিনি একেবারেই চান না।
বিস্তারিত...
জামুড়িয়ায় ফের দ্বন্দ্ব, অভিযুক্ত ‘লাল তৃণমূল’
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
খনি এলাকার পুনর্বাসন প্রকল্পে কাঁচামালের বরাত নিয়ে ফের প্রকাশ্যে চলে এলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার দুপুরে জামুড়িয়ার চুরুলিয়ায় এক গোষ্ঠীর এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা হিসেবে কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। দু’পক্ষই পুলিশে হামলার অভিযোগ দায়ের করেছে। যদিও রাত পর্যন্ত কাউকে ধরা হয়নি। আসানসোল দক্ষিণের বিধায়ক তথা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি (শিল্পাঞ্চল) তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “খোঁজ নিয়ে দেখছি। দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” গত বেশ কিছু দিন ধরেই জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে। এ দিন সকালে চুরুলিয়ার মধুডাঙা প্রাথমিক বিদ্যালয়ের কাছে দলের মদনতোড় অঞ্চল কমিটির সভাপতি কাজল মাজি আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁর কথায়, “ওই স্কুলে বিদ্যুৎ আনার ব্যাপারে প্রধান শিক্ষক মণিলাল বাউরির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্কুল থেকে বেরোতেই দলের কিছু লোক আমায় এসে মারতে শুরু করে।” তিনি জামুড়িয়া থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এর পরেই কাজলবাবুর গোষ্ঠীর কিছু লোকজন পাঁচ ‘হামলাকারী’র বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।
বিস্তারিত...
শিলান্যাস ঘিরে কাজিয়া কংগ্রেস-তৃণমূলে
অপূর্ব চট্টোপাধ্যায় • নলহাটি
রেল ফটকের যানজট কাটাতে উড়ালপুল নির্মাণের শিলান্যাসকে ঘিরে পুরনির্বাচনের আগে নলহাটিতে কংগ্রেস ও তৃণমূলের কাজিয়া বেধেছে। তাঁরাই রেলমন্ত্রকের কাছ থেকে উড়ালপুল তৈরির অনুমোদন নিয়ে এসেছে- এই দাবি করে দুই রাজনৈতিক দলের নেতা-কর্মী শহরের রীতিমতো মিছিল করেছেন। এ নিয়ে নলহাটির রাজনৈতিক মহল সরগরম হলেও যানজটে নাজেহাল পুরবাসীর একাংশ অবশ্য বিরক্ত। তাঁদের ক্ষোভ, “বরাবর পুরনির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিলেও এই শহরের যানজট থেকে আমারা মুক্তি পাচ্ছি না।” নলহাটি শহরের যানজটের প্রধান কারণ, তিনটি রেলগেট। রামপুরহাট-আজিমগঞ্জ ও সাহেবগঞ্জ লুপ লাইনের উপরে রয়েছে প্রধান রেল ফটক ও করিমপুর বাইপাস এলাকার রেল ফটকটি। এ ছাড়া রামপুরহাট-আজিমগঞ্জ লাইনে নলহাটি স্টেশন এলাকায়, রাজগ্রাম সড়কে আরও একটি রেল ফটক রয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তৃণমূলের দুই গোষ্ঠীর
মধ্যে সংঘর্ষে জখম ৯
অবৈধ নির্মাণ নিয়ে
পুরসভায় সরব বামেরা
দক্ষিণবঙ্গ
আইনজীবীদের ‘কটূক্তি’, অভিযুক্ত বিএলএলআরও
বন্যা-সমস্যা মেটাতে
উদ্যোগী রাজ্য সরকার
বর্ধমান
আলো-হাওয়া ঢোকে না,
দম আটকায় লক-আপে
দশ বছর ধরে জীর্ণ সেতু,
নজর পড়ে না প্রশাসনের
পুরুলিয়া
পরীক্ষার দিন পার,
কলেজে ক্ষোভ
ঝড়ে ভাঙল শতাধিক
বাড়ি, বাজ পড়ে মৃত ৩
মুর্শিদাবাদ
উড়ান চালানোয় কতটা দড় চালক, দেখল বায়ুসেনা
শহর জুড়ে নেশার প্রকোপে
উদ্বেগে পুলিশ-প্রশাসন
মেদিনীপুর
মোটরবাইকে কনের
বাড়ি পৌঁছল বরপক্ষ
হকার, সমাজবিরোধীদের দখলে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড
কলকাতা
৩৫.১/২৭.৮
আজকের দিনে
• ১৭৯১:
টেলিগ্রাফের
আবিষ্কর্তা মার্কিন বিজ্ঞানী
স্যামুয়েল এফ বি মর্সের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.