|
|
|
|
ডুয়ার্সে সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উন্নয়নের মাধ্যমেই ডুয়ার্সের পিছিয়ে পড়া আদিবাসীদের মন জয় করতে সচেষ্ট হল রাজ্য সরকার। আদিবাসী অধ্যুষিত ডুয়ার্সের ১১টি এলাকার নানা প্রকল্পের জন্য ৩ কোটি ৫২ লক্ষ টাকা অনুমোদন করলেন রাজ্যের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মূলত, বীরপাড়া, মাদারিহাট এবং নাগরাকাটা এলাকার জন্যই ওই টাকা বরাদ্দ হয়েছে। |
|
গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের বিষয় নিয়ে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে উত্তরবঙ্গ
উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়। ছবি: বিশ্বরূপ বসাক। |
বৃহস্পতিবার শিলিগুড়ির সার্কিট হাউসে উত্তরবঙ্গের ছয় জেলার জেলাশাসক, সভাধিপতিকে নিয়ে বৈঠক করেন সুব্রতবাবু। প্রত্যেক জেলার বিভিন্ন প্রকল্পের অবস্থা নিয়ে আলোচনা হলেও একমাত্র জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের জন্যই এ দিন সুব্রতবাবু টাকা অনুমোদন করেছেন। সুব্রতবাবু বলেন, “ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সেই কাজগুলি করতে বদ্ধপরিকর। মূলত পানীয় জল, রাস্তা ও ইন্দিরা আবাসন যোজনায় ওই টাকা খরচ হবে।” গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এ তরাই এবং ডুয়ার্সের মৌজার অন্তর্ভুক্তি নিয়ে সমস্যা চলছেই। বন্ধ এবং পাল্টা বন্ধের রাজনীতির জাঁতাকলে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন। তাই শুধু ডুয়ার্সের জন্য টাকা অনুমোদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মন্ত্রীর কথায়, “অত্যন্ত জরুরি বলে ওই টাকা বরাদ্দ করা হয়েছে। ৯ লক্ষ আদিবাসী পঞ্চায়েত রাজের সুবিধাগুলি থেকে অনেকটাই বঞ্চিত।”এ দিন সুব্রতবাবু জানান, চা বাগানে ইন্দিরা আবাস প্রকল্পের কাজ নিয়ে সমস্যা হচ্ছে। এই সমস্যা মেটাতে মে মাসে উত্তরবঙ্গে বাগান মালিকদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। সরকারি সূত্রের খবর, এ দিন আলাদা ভাবে প্রতিটি জেলার গ্রামোন্নয়নের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, পানীয় জল, বিপিএল কার্ড এবং ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা হয়। রাস্তার কাজের ক্ষেত্রে একটি প্রকল্প ভিত্তিক ‘ডিপিআর ব্যাঙ্ক’ তৈরি করা হবে। মন্ত্রী বলেন, “কোচবিহার খুব ভাল কাজ করছে।” সিপিএমের অভিযোগ, বাছাই করে বামফ্রন্ট পরিচালিত জেলা পরিষদগুলিকে বঞ্চিত করা হচ্ছে। এর মধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদও রয়েছে। বামেদের এই দাবি নস্যাৎ করে সুব্রতবাবু বলেন, “অভিযোগ ঠিক নয়। সবাইকেই টাকা বরাদ্দ করা হচ্ছে।” |
|
|
|
|
|