২০০৪ সালেই তাম্রলিপ্ত রাজবাড়ি অধিগ্রহণ করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। কিন্তু শরিকদের একাংশ বাধা দেওয়ায় সংস্কারের কাজ শুরু করা যায়নি। বৃহস্পতিবার দফতরের অ্যাডিশন্যাল সেক্রেটারি টি এস রনধাওয়া ও পূর্বাঞ্চলের সুপারিন্টেন্ডেন্ট তপনজ্যোতি বৈদ্য-সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাজবাড়ি ঘুরে দেখেন। রাজভবন পুনর্নির্মাণ করে সংগ্রহশালা খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তাঁরা। ছবি: পার্থপ্রতিম দাস। |