|
|
|
|
পাশ করানোর দাবি, স্কুলে তালা পড়ুয়াদের |
নিজস্ব সংবাদদাতা • গোপীবল্লভপুর |
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে স্কুল-সম্পাদক, সভাপতি ও শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। একাদশ শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে মোট ২৪৭ জন বার্ষিক পরীক্ষা দিয়েছিল। ৮৯ জন পাশ করতে পারেনি।
বুধবার ফলপ্রকাশের পরই অকৃতকার্য পড়ুয়ারা পাশ করানোর দাবিতে বিক্ষোভ দেখায়। বৃহস্পতিবার স্কুল ছুটির পর অকৃতকার্যদের দাবি নিয়ে বৈঠক ডাকা হয়। স্কুল পরিচালন কমিটির সম্পাদক অশোক পট্টনায়ক ও সভাপতি মুকুল কুণ্ডু বৈঠকে আসেন। এর পরই অকৃতকার্য পড়ুয়ারা স্কুলের দরজায় তালা লাগিয়ে দেয়। সকাল সাড়ে দশটা থেকে প্রায় তিন ঘন্টা ধরে স্কুল-সম্পাদক, সভাপতি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আটকে রাখা হয়। সবাইকে পাশ করানোর দাবিতে অনড় থাকে অকৃতকার্যরা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টা নাগাদ তালা খুলে সম্পাদক, সভাপতি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ‘মুক্ত’ করা হয়। প্রধান শিক্ষক তুষারকান্তি মহাপাত্র বলেন, “উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী বাংলা ও ইরেজি-সহ ৫টি বিষয়ে পাশ নম্বর পাওয়া আবশ্যিক। ওই ৮৯ জন ৫টি বিষয়ের কোনও একটি বা একাধিক বিষয়ে ফেল করেছে।” তবে উত্তরপত্র ‘রিভিউ’-এর আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। বিক্ষুব্ধ পড়ুয়ারা তাদের দাবি নিয়ে সংসদের মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ে যাবে বলে জানিয়েছে। |
|
|
|
|
|