টুকরো খবর |
বালিকাকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ঘুগনি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে প্রতিবেশী ৬ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার চন্দ্রকোনা থানার খামারবেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বুধবার চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির মা। অভিযুক্ত রঞ্জিত মাল পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ঘুগনি খাওয়ানোর নাম করে নিজের বাড়িতে ওই বালিকাকে ডেকে নিয়ে যান রঞ্জিত। আগেও কয়েকবার মেয়ে রঞ্জিতদের বাড়ি গিয়েছে। ফলে, বাধা দেননি মা। ওই বালিকাকে ঘুগনি খাওয়ানোর পর স্থানীয় একটি মাঠে নিয়ে গিয়ে রঞ্জিত ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ে বাড়ি না ফেরায় মা খোঁজ শুরু করেন। ইতিমধ্যে ওই মাঠে বালিকাটির রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অসুস্থ বালিকাটিকে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে মেয়েটিকে ঘাটাল আদালতে হাজির করা হয়। গোপন জবানবন্দি দেয় সে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রঞ্জিতের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
মেডিক্যালের রোগী নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই রোগীর নাম শচীন্দ্রনাথ জানা। বয়স ৫৯ বছর। বাড়ি পিংলা থানার সাউড়া গ্রামে। বুধবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। জানা গিয়েছে, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে শচীন্দ্রনাথবাবু প্রথমে পিংলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। গত সোমবার তাঁকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সঙ্গে ছিলেন স্ত্রী সরস্বতীদেবী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ওই প্রৌঢ়। মঙ্গলবার রাতে স্বামীর পাশেই শুয়েছিলেন সরস্বতীদেবী। মাঝরাতে ঘুম থেকে উঠে তিনিই প্রথম দেখেন, শয্যা খালি। সেখানে শচীন্দ্রনাথবাবু নেই। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। অভিযোগ, শুরুতে কর্তব্যরত নার্সরা বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি। যদিও কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন। কী ভাবে রোগী নিখোঁজ হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়েছেন মেদিনীপুর মেডিক্যাল কর্তৃপক্ষ। মেডিক্যালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যাল বলেন, “নজরদারি আরও বাড়ানো হয়েছে। কী ভাবে ওই রোগী ওয়ার্ড থেকে পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
বামফ্রন্টের অবস্থান শহরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুরে বামেদের অবস্থান |
রাজ্যের গণতান্ত্রিক অধিকারের উপর শাসকদলের আক্রমণের প্রতিবাদে গণ-অবস্থান কর্মসূচি পালন করল বামফ্রন্ট। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কলেজ মোড়ে এই কর্মসূচি হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলার বিভিন্ন এলাকাতেও মিটিং-মিছিলের মাধ্যমে ফ্রন্টের এই কর্মসূচি পালন করা হয়। শহরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী, সিপিআই নেতা স্বপন দাস প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন বাম নেতারা। কীর্তি দে বক্সী বলেন, “বর্তমান রাজ্য সরকার গণতান্ত্রিক অধিকারের উপরে আঘাত নামিয়ে এনেছে। অন্য দিকে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। সরকারের সে দিকেও কোনও নজর নেই।” কেন্দ্র ও রাজ্য সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধেও সরব হন নেতৃত্ব। দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি রোধ-সহ ১৭ দফা দাবিতেই এই গণ-অবস্থান কর্মসূচি বলে খবর।
|
ধান কাটা নিয়ে বিবাদ, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ধান কাটা নিয়ে বিবাদের জেরে পথ অবরোধ হল মেদিনীপুর সদর ব্লকের বনপুরায়। মেদিনীপুর-কেশপুর সড়ক অবরোধ হয়। ব্যাহত হয় যানচলাচল। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ধান কাটা নিয়ে বচসা বাধে। এরপরই একপক্ষ লোকজন ডেকে এনে পথ অবরোধ শুরু করে। প্রায় আধ ঘণ্টা সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। বাস-লরি দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে অবরোধ তুলতে পদক্ষেপ করে পুলিশ। সামান্য কারণে এই অবরোধে অসন্তুষ্ট পুলিশ-প্রশাসন। পুলিশ জানিয়েছে, পরবর্তীকালে এমন পরিস্থিতিতে ‘কড়া’ পদক্ষেপ করা হবে।
|
বিদ্যাসাগরে সিনেমা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পড়ার ফাঁকে সিনেমা। তা-ও আবার ক্লাসরুমে। এমনটাই চালু হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। টানা ক্লাসের ক্লান্তি থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতেই এই উদ্যোগ বলে উপাচার্য রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন। উপাচার্যের কথায়, “এতে ছাত্রছাত্রীদের মধ্যে চলচ্চিত্র জগৎ সম্পর্কেও একটা ধারণা তৈরি হবে। বিনোদনের মাধ্যমে অন্য জ্ঞানও লাভ করবে। এতে পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের একঘেয়েমি জন্মাবে না। বরং উৎসাহ বাড়বে।” মেদিনীপুর ফিল্ম সোসাইটির সাহায্যে শুরু হয়েছে এই সিনেমা দেখানো। ইতিমধ্যেই তিনটি সিনেমা দেখানো হয়েছে ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’, ‘গ্রিন ফায়ার’ ও ‘হুল সেঙ্গেল’। বিভিন্ন ভাষার সিনেমাই দেখানো হবে বলে জানান কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, “আমরা মাসে অন্তত একটা সিনেমা দেখানোর ব্যবস্থা করবই। কোনও মাসে তার বেশিও হতে পারে।” বিদ্যাসাগরে এই ধরনের পরিকল্পনা আগে কখনও নেওয়া হয়নি।
|
কংগ্রেসের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সঠিক বিপিএল তালিকা তৈরি, প্রকৃত গরিব মানুষের নাম ইন্দিরা আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্তি-সহ বেশ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার গড়বেতা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ব্লক সদরে মিছিল হয়। নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তীর্থঙ্কর ভকত, অরূপ মুখোপাধ্যায়, ব্লক সভাপতি ভৈরব রায়। বিডিও’কে স্মারকলিপিও দেওয়া হয়। জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক তীর্থঙ্কর ভকত বলেন, “রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। গড়বেতার মতো এলাকার হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো নেই। দ্রুত ব্লক হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজা জরুরি।” |
|