ঝড়ে ভাঙল শতাধিক বাড়ি, বাজ পড়ে মৃত ৩
কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড জেলার বহু এলাকা। বোলপুর মহকুমার পাশাপাশি সিউড়ি ও রামপুরহাটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। খাদ্যশস্য-সহ নানা গৃহপালিত পশুপাখি হতাহতের খবরও আছে। ঝড়ে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে ব্যাহত হয়েছে বৈদ্যুতিন পরিষেবাও।

সাঁইথিয়ার বনগ্রামের কাছে ভেঙে পড়েছে হাই টেনশন খুঁটি।

সাঁইথিয়ার বোলসোন্ডার কাছে বিধ্বস্ত পোল্ট্রি ফার্ম।
ছবি দু’টি তুলেছেন অনির্বাণ সেন।
বাজ পড়ে রামপুরহাটের রসপুর গ্রামের সামসুল শেখ (১৯)-এর এবং সাঁইথিয়ার হরপলশা গ্রামের জামিরুল শেখ (১৯) মৃত্যু হয়েছে। ঝড়ে কাঠ কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল পাড়ুই থানার বিষ্ণুবাটি গ্রামের পুতুল মেটে(৪৮) নামে এক প্রৌঢ়ার। গতকালের ঝড়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বোলপুর মহকুমায়। বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি জানান, মহকুমার চারটি ব্লকের বিভিন্ন এলাকায় বুধবারের ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে মোট ৭০৪টি গ্রামে। ওই গ্রামগুলির ১৯৯৩টি বাড়ি সম্পূর্ণ এবং ৩৪৭৫টি বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বোলপুর মিউনিসিপালটি এলাকাও ঝড়ের কবলে পড়েছে। এ দিকে ঝড়ের কবলে পড়ে কসবা গ্রামপঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি পরিযায়ী পাখি মারা গিয়েছে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে সিউড়ি কোনা পঞ্চায়েতের হাট্টিকরে গ্রামের পবন দাস, মোহন দাস-সহ ১৫ জন বাসিন্দার খড়ের চালা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগোয়া গাঙ্গন গ্রামে ১২ জন বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। সাঁইথিয়া থানা এলাকার খেড়ুয়া শ্রীখণ্ডীপুর-সহ একাধিক এলাকায় গ্রামে খড়ের চালা উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে ১৫-২০টি বাড়ি। নষ্ট হয়েছে ধান, গম-সহ নানা খাদ্যশস্য। যদিও জেলা কৃষি দফতর সূত্রে দাবি করা হয়েছে, গতকালের বৃষ্টিতে বোরো চাষে এবং সব্জি চাষে চাষিরা উপকৃতই হবেন।

শান্তিনিকেতনে আনন্দ পাঠশালার সামনে পড়ে যাওয়া
গাছ সরানো হচ্ছে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

সিউড়ির হাটইকড়া গ্রামে ভেঙে পড়েছে বাড়ি।
বৃহস্পতিবার তাপস বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি।
ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতির বিষয়ে জেলা কৃষি দফতরের উপ-অধিকর্তার দাবি, “জেলা জুড়ে খবর নিয়েছি। কৃষিজমিতে ফসলের তেমন কোনও ক্ষতি হয়নি।” জেলা কৃষি দফতরের খবর, গতকাল সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মহকুমায় যথাক্রমে ১০ মিমি, ৯.৬ মিমি ও ৫.৬ মিমি পরিমাণ বৃষ্টি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.