কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড জেলার বহু এলাকা। বোলপুর মহকুমার পাশাপাশি সিউড়ি ও রামপুরহাটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। খাদ্যশস্য-সহ নানা গৃহপালিত পশুপাখি হতাহতের খবরও আছে। ঝড়ে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে ব্যাহত হয়েছে বৈদ্যুতিন পরিষেবাও। |
ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতির বিষয়ে জেলা কৃষি দফতরের উপ-অধিকর্তার দাবি, “জেলা জুড়ে খবর নিয়েছি। কৃষিজমিতে ফসলের তেমন কোনও ক্ষতি হয়নি।” জেলা কৃষি দফতরের খবর, গতকাল সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মহকুমায় যথাক্রমে ১০ মিমি, ৯.৬ মিমি ও ৫.৬ মিমি পরিমাণ বৃষ্টি হয়েছে। |