আজ শুক্রবার সকালে, শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০০৭-১১ মোট পাঁচ বছরের বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ডিগ্রি তুলে দেওয়া হবে। এ বারের সমাবর্তনে প্রায় আট হাজার ছাত্র-ছাত্রী যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অনুপস্থিতিতে সমাবর্তনে পৌরহিত্য করবেন বিশ্বভারতীর প্রধান তথা রাজ্যের রাজ্যপাল এমকে নারায়ণন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। |
সমাবর্তন উপলক্ষে বিশ্বভারতীতে সাজো সাজো রব। আম্রকুঞ্জে জোর কদমে চলছে শেষ পর্বের প্রস্তুতি। বুধবারের ঝড়-বৃষ্টি সেই প্রস্তুতি সামান্য ব্যাঘাত ঘটালেও, যুদ্ধকালীন তৎপরতায় তা মেটানোর চেষ্টা চলছে। দেশ-বিদেশের ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকদের ভিড়ে ঠাসা বোলপুর-শান্তিনিকেতনের বিভিন্ন হোটেল, লজ।
এ দিকে বোলপুরের রবীন্দ্রপল্লির সরকার বাড়িতে খুশির হাওয়া। এ বারের সমাবর্তনে তাঁদের পরিবারের তিনসদস্য ডিগ্রি পাবেন। ইলামবাজারের পায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক সরকার বিশ্বভারতী থেকে পাচ্ছেন পিএইচডি। তাঁর মেয়ে আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতকের ডিগ্রি নেবে। তারকবাবুর ভাগ্নে কল্যাণাশিস সেনগুপ্ত আবার এ বারের সমাবর্তনে ডিগ্রি পাবেন সংস্কৃতে স্নাতকোত্তরের। একই পরিবারের তিনজনই এ বারের সমাবর্তনে একসঙ্গে পাচ্ছেন বিশ্বভারতীর ঐতিহ্য-- ‘সপ্তপর্ণী’। |