মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক |
আজ মহাকরণে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে।
সরকারি
প্রতিশ্রুতি অনুযায়ী আরও যে সব কাজের কথা তিনি জানালেন তার মধ্যে উল্লেখযোগ্য হল—
•
রাজারহাটে প্রেসিডেন্সির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য দেওয়া হবে ১০ একর জমি।
•
১৬ একর জমি দেওয়া হবে সেন্ট জেভিয়ার্সকে।
•
রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জলের প্রয়োজন মেটাতে ১০টি নতুন বটলিং প্ল্যান্ট হবে। যার মধ্যে কল্যাণীর বটলিং প্ল্যান্টের কাজ শীঘ্রই শুরু হবে।
• অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক ২৫০০ টাকা
করে পেনশন দেওয়া হবে।
অন্যদিকে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষে ভাঙড় প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় জানান, সেখানে একটা বচসা হয় মাত্র। প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম ও অধ্যাপিকার মধ্যে বাদানুবাদ ছাড়া বেশি কিছু হয় নি। অধ্যাপিকার তরফ থেকে সরকারিভাবে কোনও অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি। জগ ছুঁড়ে মারা হল অথচ বিষয়টি নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগই দায়ের করা হয়নি। সুব্রতবাবু আরও জানান যে, বহু ক্ষেত্রেই কলেজে রাজনীতি করা হয় এবং এতদিন ধরে সেটাই হয়ে এসেছে। তবে বইয়ের পরিবর্তে শিক্ষিকা যদি সিপিএমের পোস্টার নিয়ে কলেজে ঢোকেন তার প্রতিবাদ করা উচিত। তাঁর মতে, রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। শিক্ষিকা রাজনীতি করতেই পারেন। কিন্তু কলেজে শিক্ষার পরিবর্তে যদি শুধুই রাজনীতি করা হয় সেটা গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র জানান যে, নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলে সেই চিঠির এখনও পর্যন্ত কোন উত্তর পাওয়া যায় নি। এই চিঠিগুলি নিয়ে বিরোধীরা বই প্রকাশ করতে চলেছে বলেও জানান তিনি।
|
প্লাস্টিক ব্যবহারের নতুন বিধি |
পরিবেশ দূষণ রোধে শহর জুড়ে ৪০ মাইক্রনের কম পুরু প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে কলকাতা পুরসভা। আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস থেকে এই নির্দেশ কার্যকরী হচ্ছে। এই নির্দেশ না মানলে ক্রেতার থেকে ৫০ টাকা এবং বিক্রেতার থেকে ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে।
|
মেটিয়াবুরুজ থানার কনস্টেবল তারক দাসের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ উঠল। তারক দাসের ভাই গোপাল দাসের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল প্রদীপ ঘোষের। গতকাল তাকে বাড়ি থেকে বাঘাযতীন স্টেশন চত্বরে আসতে বলে গোপাল দাস। উভয়ের বচসা শুরু হলে ঘটনাস্থলে পৌঁছান তারক দাস। বাঁশ দিয়ে প্রদীপ ঘোষের মাথায় আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এই ঘটনার পর থেকেই পলাতক ওই কনস্টেবল। এর আগে ২৮ ফেব্রুয়ারী গাঙ্গুলী বাগানে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি। ঘটনার জেরে সাসপেন্ড করা হল তাকে।
|
রামপুরহাটে ব্যাঙ্ক ডাকাতি |
আজ সকালে বড়সড় ডাকাতি হয়ে যায় ইউবিআই ব্যাঙ্কের একটি শাখায়। রামপুরহাটের কামারপট্টিতে ওই ব্যাঙ্কের শাখাটিতে সকালে ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতি এসে প্রায় ৩৮ লক্ষ টাকার ডাকাতি করেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছাবার আগেই ব্যাঙ্কের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনার পরেই ভিড় জমে যায় এলাকায়। ভিড়ের সুযোগেই পালিয়ে যায় ডাকাতদল। কিভাবে এই ডাকাতি হয়েছে তা এখনও সঠিক ভাবে জানা যায় নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
আরামবাগে বন্ধ সরকারি বাস চলাচল |
আরামবাগে আজ সকাল থেকেই বাস ধর্মঘটে নেমেছে সরকারি কর্মীরা। ডিপোতে বন্ধ হয়ে গেছে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন সংস্থার বাস চলাচল। বকেয়া বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে এই ধর্মঘট করা হয়েছে বলে জানা গেছে। এই দাবি সরকারিভাবে মানা না হলে আজ সারাদিন তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানা গেছে। এদিকে বাস বন্ধ থাকায় বিপর্যস্ত সাধারণ মানুষ। এই ডিপো থেকে কলকাতা-সহ বিভিন্ন জায়গার বাস ছাড়ে। ফলে সরকারি বাসের ওপর নির্ভরশীল মানুষেরা যারপরনাই অসুবিধায় পড়েছেন।
|
সৌদি আরবে ‘পুর্নবাসন’ লাদেন পরিবারের |
অবশেষে লাদেন পরিবারের পুর্নবাসনের সিদ্ধান্ত নিল পাক সরকার। গত ২ মে লাদেনের মৃত্যুর পর অ্যাবটাবাদের খামারবাড়ি থেকে গ্রেফতার করা হয় লাদেনের তিন স্ত্রী-সহ ১১ সন্তানকে। আদালত তাদের ৪৫ দিন হাজতবাসেরও নির্দেশ দেয়়। অবশেষে পাক আদালত সৌদি আরবে তাদেরই পছন্দের জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নিল়। আজ সকালে চার্টার্ড বিমানে তাদের সেখানে পৌঁছে দিয়ে আসা হয়েছে।
|
ডিউটি অফিসারের অসাবধানতার সুযোগে পালিয়ে গেল আসামী। আজ সকালে সোনারপুর থানার লক আপ থেকে পালিয়ে যায় শেখ নজরুল। গতকাল রাতেই ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয় তাকে। আজ সকালে বাথরুমে যাওয়ার অছিলায় পালিয়ে যায় ওই কয়েদি। এই ঘটনার সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীর গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে আই সি।
|
উঠে গেল প্রায় সাড়ে ৪ ঘন্টা ধরে চলা অবরোধ। আজ সকাল সাড়ে ৫টা নাগাদ অনিয়মিত ট্রেন চলাচলের অভিযোগে বসিরহাট স্টেশনে অবরোধ শুরু করে বেশ কিছু যাত্রী। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। অবশেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ৯টা নাগাদ অবরোধ তুলে নেয় যাত্রীরা। এখন ধীরে ধীরে শুরু হয়েছে ট্রেন চলাচল।
|
বৌভাতের দিনই বাইক দুর্ঘটনায় মারা গেল বর। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে মালদহের গাজলে। ভাইয়ের সঙ্গে বাইকে করে বিয়ের কিছু জিনিসপত্র কিনতে মালদহ শহরের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে একটি ল্যাম্পপোস্টে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরের। আশঙ্কাজনক অবস্থায় ভাইকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে মৃত্যু হয় তার।
|