l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
তিলককে না ধরে আত্মসমর্পণের
অনুরোধে ক্ষোভ পুলিশ মহলেই
গৌর আচার্য • রায়গঞ্জ
সকাল থেকে তিনি কখনও দলীয় কার্যালয়ে। কখনও বাড়িতে। কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলায় মূল অভিযুক্ত, উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি তিলক চৌধুরীকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করল না পুলিশ। গ্রেফতার করা হয়নি আর এক অভিযুক্ত, তৃণমূল ছাত্র পরিষদের জেলা পর্যবেক্ষক প্রিয়ব্রত দুবেকেও। বরং দু’জনকে ‘আত্মসমর্পণের জন্য অনুরোধ’ করে বিতর্ক বাড়িয়েছেন পুলিশ সুপার। যা জানার পরে পুলিশ মহলেই সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন খোদ উত্তরবঙ্গের আইজি। পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য অবশ্য মনে করেন, তিনি নিয়মবিরুদ্ধ কিছু করেননি। তাঁর যুক্তি, “জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে অনেক সময়েই তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়ে থাকে। এটা নিছকই সৌজন্যের ব্যাপার। এর আড়ালে কোনও কারণ খোঁজা অনুচিত ও ভিত্তিহীন। আমি তিলক চৌধুরী ও প্রিয়ব্রত দুবেকে আত্মসমর্পণ করতে বলেছিলাম। ওঁরা না-করলে পুলিশ গিয়ে ওঁদের অবশ্যই গ্রেফতার করবে।” কিন্তু পুলিশ সুপারের এই ভূমিকায় ক্ষুব্ধ উত্তরবঙ্গের আইজি সঞ্জয় সিংহ বলেন, “এসপি ঠিক করেননি। অভিযুক্তকে গ্রেফতার করাই পুলিশের কাজ। আত্মসমর্পণ করার জন্য পুলিশ বলতে যাবে কেন? আমি যাঁদের নাম রয়েছে কোনও বাছবিচার না-করে সকলকে গ্রেফতার করতে বলেছি।”
বিস্তারিত...
জেলা সমাবেশে নেই লক্ষ্মণ,
বুদ্ধের গলায় সেই নন্দীগ্রাম
নিজস্ব সংবাদদাতা • তমলুক
রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরে পূর্ব মেদিনীপুরে সিপিএমের প্রথম জেলা সম্মেলনের সমাবেশে শেষমেশ দেখা গেল না এক সময়ের ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা লক্ষ্মণ শেঠকে। শুধু লক্ষ্মণবাবুই নন, শুক্রবার তমলুকের নিমতৌড়িতে আয়োজিত সমাবেশে ছিলেন না জেলা সম্পাদকমণ্ডলীর আরও দুই সদস্য অমিয় সাহু, অশোক গুড়িয়াও। মঞ্চের আশপাশে দেখা যায়নি হিমাংশু দাস, বিজন রায়ের মতো এক সময়ের ‘দাপুটে’ নেতাদেরও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্য সম্পাদক বিমান বসু, বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মতো রাজ্যস্তরের নেতারা উপস্থিত থাকলেও নন্দীগ্রামের জেলায় সিপিএমের সম্মেলনে কোথাও ‘ফাঁক’ থেকেই গেল! যার কারণ দর্শাতে বিমানবাবু বললেন, “আমাদের দলের বহু নেতা-কর্মী-সমর্থকের নামে মিথ্যে মামলা রুজু করে গ্রেফতার করা হচ্ছে। মিথ্যে মামলা হয়েছে বলে যাঁরা জানতে পারছেন, তাঁরা গ্রেফতার বরণ করতে এগিয়ে আসবেন না।” এ দিন থেকে শুরু হওয়া সিপিএমের ২১তম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত এই সমাবেশ বিধানসভা নির্বাচনের পরে নন্দীগ্রামের জেলায় বুদ্ধবাবুদের প্রথম জনসভা।
বিস্তারিত...
পরিবার নিয়ে পথে নেমে আন্দোলন কর্মচারীদের
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
অচলাবস্থা কাটেনি। তিন মাস ধরে বন্ধ বেতন। অর্থাভাবে পরিবার নিয়ে অর্ধাহারে দিন কাটছে শ্রমিকদের। বাধ্য হয়ে এ বার পথে নেমে আন্দোলন শুরু করলেন কল্যাণী স্পিনিং মিলের উত্তর ২৪ পরগনার অশোকনগর ইউনিটের শ্রমিকেরা। দ্রুত মিল খোলা এবং বকেয়া বেতনের দবিতে শুক্রবার সকাল ১১টা থেকে ২টো পর্যন্ত থালা-বাটি-গ্লাস নিয়ে মিলের কয়েকশো শ্রমিক যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধ, বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকদের পরিবারের মহিলা এবং শিশুরাও। সকালে ব্যস্ত সময়ে আচমকা এই অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন অফিসমুখো বহু মানুষ। যশোহর রোডের দু’দিকেই গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে অশোকনগর থানার পুলিশ এবং লেবার কমিশনার ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা পরে অবরোধ তুলে নেওয়া হয়। থালা, বাটি, গ্রাস নিয়ে কেন তাঁরা অবরোধ-বিক্ষোভে নেমেছিলেন জানতে চাওয়া হলে, মিল-শ্রমিক সুজয় সরকার, ভোলানাথ দত্ত বলেন, “তিন-চার মাস ধরে বেতন পাচ্ছি না। এই মাগ্গিগণ্ডার বাজারে কী ভাবে সংসার চালাব বলতে পারেন? ছেলেমেয়ের টিউশনের মাইনে দিতে পারি না। দোকানে ধারে আর কতদিন মাল দেবে। বাধ্য হয়ে পরিবারের সবাইকে নিয়ে রাস্তায় নেমেছি।”
বিস্তারিত...
মাওবাদী-প্রভাবিত ১১ ব্লকে সৌরলণ্ঠন
সুমন ঘোষ • মেদিনীপুর
বুড়িশোলের জঙ্গলে নিহত হয়েছিলেন মাওবাদী শীর্ষনেতা কিষেণজি। জঙ্গলমহলে ‘শান্তিস্থাপনে’র পথে ওই ঘটনাকে ‘বড় সাফল্য’ বলে মনে করে প্রশাসন। ‘সাফল্য’ উদ্যাপনে জামবনির সেই বুড়িশোল গ্রামকে ‘আলোকিত’ করতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। গ্রামের প্রতিটি বাড়িতে সৌর-লণ্ঠন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুড়িশোলের পাশাপাশিই জঙ্গলমহলের মাওবাদী-প্রভাবিত ১১টি ব্লকে এক হাজার সৌর লণ্ঠন বিলির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। জেলা যুব দফতরের মাধ্যমে এই লণ্ঠন দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ জানুয়ারি জঙ্গলমহল উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে আসবেন। সে দিনই আনুষ্ঠানিক ভাবে কয়েক জনকে ওই লণ্ঠন প্রদান করা হবে। তার মধ্যে দিয়েই সূচনা হবে ওই আলোকায়ন কর্মসূচির। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত-র বক্তব্য, “প্রতিটি ব্লকের কয়েকজন করে গরিব মানুষকে এই লণ্ঠন দেওয়া হবে।” ১১টি ব্লকে এক হাজার লণ্ঠন ভাগ করতে হলে প্রতি ব্লকের ভাগে পড়বে গড়ে ৯০টি লণ্ঠন। সেই ৯০টি লণ্ঠন বিভিন্ন গ্রামে ছড়িয়ে না দিয়ে কোনও একটি-দু’টি গ্রামের ৯০টি গরিব পরিবারকে দেওয়ার কথাই ভেবেছে জেলা প্রশাসন। এতে সেই একটি-দু’টি গ্রামের আলোকায়ন সম্ভব। এর পর যখন সরকার ফের সৌর-লণ্ঠন দেওয়ার সিদ্ধান্ত নেবে, তখন অন্য গ্রামগুলিকে বাছা হবে।
বিস্তারিত...
হামলায় জখম তৃণমূলের আট জন, সরলেন ওসি
নিজস্ব সংবাদদাতা • রায়না
নান্দাল গ্রামে সিপিএমের হামলায় আট তৃণমূল কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার বিকেলের মধ্যেই সরিয়ে দেওয়া হল রায়না থানার ওসি সুজিত দাশগুপ্তকে। বর্ধমান থানার এসআই রাকেশ সিংহকে তাঁর জায়গায় পাঠানো হয়েছে। আহত আট জনকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখান থেকে দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। হামলার অভিযোগে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে আরও পাঁচ জনকে। তবে তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ জানায়নি। এ দিন বর্ধমান মেডিক্যালে আহতদের দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। পরে তিনি বলেন, “থানার ভালমন্দের সমস্ত দায়িত্ব ওসি-র। সেই দায়িত্ব পালন করতে না পারলে তো সরে যেতেই হবে।” বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অনেকগুলি ঘটনায় ওসি সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। গতকালের ঘটনা তার একটি। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল।” গত বুধবার কৃষি বন্ধের সমর্থনে নান্দাল গ্রামে মিছিল বের করেছিল সিপিএম।
বিস্তারিত...
ট্রেকারে ট্রাকের ধাক্কায়
মৃত ছয়, অবরোধ রামপুরহাটে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট
স্টপে যাত্রী তোলার জন্য মিনিটখানেক দাঁড়িয়েছিল ট্রেকারটি। আচমকা পিছন থেকে ধাক্কা ট্রাকের। রাস্তায় ছিটকে পড়লেন ট্রেকারের কিছু যাত্রী। ট্রাকের চাকা পিষে দিল তাঁদের। শুক্রবার দুপুরে রামপুরহাটের বারোমেশিয়া মোড়ে, রামপুরহাট-দুমকা সড়কের এই দুর্ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা-সহ চার জন। দুর্ঘটনার পরে ওই রাস্তায় ‘হাম্প’ বসানোর দাবিতে স্থানীয় মানুষ ঘণ্টা দুয়েক অবরোধ করেন। তার জেরে যানজট হয়। পুলিশ গিয়ে জনতাকে বুঝিয়ে অবরোধ তোলে। পুলিশ জানিয়েছে, মৃত যাত্রীদের মধ্যে এ দিন সন্ধ্যা পর্যন্ত দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন জিত বাহাদুর (২৮) ও নজরুল শেখ (২৩)। প্রথম জনের বাড়ি রামপুরহাট থানার সুরুচুয়া এলাকায়। দ্বিতীয়জন মহম্মদবাজার থানা এলাকার বাসিন্দা ছিলেন। বাকি চার মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতেরা রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত যাত্রীদের মধ্যে রয়েছেন রামপুরহাটের খামারপাহাড়ি গ্রামের বাসিন্দা দিদিমণি হেমব্রম। কোলে দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে তিনি ট্রেকারের মাঝের আসনে বোন সুমিতা মাড্ডির পাশে বসেছিলেন। শিশু-সহ কোনও রকমে বেঁচে গিয়েছেন দিদিমণি।
বিস্তারিত...
রাতভর ধুলো ওড়ে ‘কার্গিল লাইনে’
সুজাউদ্দিন • রানিনগর
গরু পাচারের জন্য গ্রামবাসীদের কাছ থেকে পথ কিনে নিচ্ছে পাচারকারীরা। আর রাতের অন্ধকারে সে পথের দায়িত্ব বর্তায় ‘কমিশনার’-এর হাতে! সীমান্তের সেই পথ, আসুন চিনে নিই — পাচারের নিজস্ব ‘পথ’ রয়েছে। কেমন সেই রাস্তা? আর পাঁচটা গ্রামীণ রাস্তার মতোই। কোতাও খেতি জমির মাঝ বরাবর। কোথাও বা কলা বা পেয়ারা গাছের আড়ালে মেঠো পথ। পাচারের জন্য নির্দিষ্ট সেই পথে দিনে হাঁটে গ্রামবাসীরা। রাতে সে পথের দখল নেয় হাজার হাজার গরু। মাঠের পর মাঠ, জমির ফসল পা দলে তারা এগুয়ি যায় ‘বর্ডারের’ দিকে। তারপর কমিশনারের হাত ধরে নদী কিংবা নো-ম্যানস ল্যান্ডের সীমানা উজিয়ে হারয়ে যায় বাংলাদেশে। সারা রাত সেই পথ পাহারা দেয় কমিশনারের লোকজন। পুলিশ সব জানে। জানে বিএ,এফ-ও। কিন্তু কত আর সামাল দেওয়া যায়! পথ বিক্রি হয় কখনও এক মাসের জন্য, কখনও আবার সারা বছরে জন্য। চাষিদের কাছ থেকে পথ কিনে নেয় ‘লাইনম্যান’। সেই চেনা পথেই বাংলাদেশে গবাদি পশু নিরাপদে পাচার করে থাকে চোরাকারবারীরা। পথ কেনার সঙ্গে ওই পথের ট্র্যাফিকের দায়িত্ব সামলায় তাঁরাই। বিনিময়ে পাচারকারীদের কাছ থেকে লাইনম্যানরা জোনা গরু প্রতি পেয়ে থাকে মোটা অঙ্কের টাকা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রাজ্য ভাঙন রোধে
ব্যর্থ, মিছিলে নুর
ছাত্র সংঘর্ষ
শিলিগুড়িতে
দক্ষিণবঙ্গ
রাজ্যের দ্বিতীয় মহিলা
থানা পেল চুঁচুড়া
স্পিনিং মিল খোলার দাবিতে থালা হাতে আন্দোলন সিটুর
বর্ধমান
কালনার হোমে বৃদ্ধাকে
আটকে রাখার অভিযোগ
মিষ্টির ছানা পড়ে
নোংরা চাতালেই
পুরুলিয়া
মুকুলের কাছে আর্জি নিহত তৃণমূল কর্মীর পরিবারের
বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণের
গেট খোলেনি, ক্ষোভ
মুর্শিদাবাদ
দু’বছরে দু’ডজনেরও
বেশি ডাকাতি
অগ্নিকাণ্ড ঠেকাতে
উদ্যোগী প্রশাসন
মেদিনীপুর
নেদাবহড়ায়
সভা শুভেন্দুর
সালুয়ায় পুলিশ ট্রেনিং স্কুল
কলকাতা
২৪.১/২০.০
আজকের দিনে
•
১৯৮৫:
ইংল্যান্ডের ফর্মুলা ওয়ান
ড্রাইভার লুইস হ্যামিলটনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.