|
|
|
|
সালুয়ায় পুলিশ ট্রেনিং স্কুল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এ বার সালুয়ায় পুলিশ ট্রেনিং স্কুল করতে উদ্যোগী হল সরকার। যেখানে রাজ্য ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর জওয়ানদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই সালুয়ায় ইএফআর (ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস) ও সিআইএফ (কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স)-এর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার পাশাপাশিই এ বার রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। এই কেন্দ্র নির্মাণের জন্য প্রায় ৬০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বরাদ্দ অর্থের ১০ কোটি ৬৬ লক্ষ টাকা দিয়েও দিয়েছে তারা। শীঘ্রই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। এই কাজ করবে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ত দফতরের বিদ্যাসাগর শাখা। সংশ্লিষ্ট বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র তরুণ চক্রবর্তী বলেন, “বরাদ্দের কিছু টাকা এসে গিয়েছে। কাজও শুরু হয়ে যাবে শীঘ্র।” সালুয়ায় ইএফআরের প্রশিক্ষণ, আবাসন, অফিস তৈরির জন্য আগেই অনেক জমি অধিগ্রহণ করা হয়েছিল। এক সময়ে ইএফআরের একটি ব্যাটেলিয়ন বাড়ানোরও পরিকল্পনা ছিল সরকারের। যদিও তা বাস্তবায়িত হয়নি। সেই জমিরই ৫০ একরে পুলিশ ট্রেনিং সেন্টার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৫০ একর জমির মধ্যেই প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ভবন, মহিলা ও পুরুষ ব্যারাক, রাইফেল স্যুটিং জোন, অডিটোরিয়াম, জিমন্যাসিয়াম, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বাংলো তৈরি করা হবে। প্রকল্প শেষ করতে প্রায় দু’বছর লাগবে বলে পূর্ত দফতর জানিয়েছে। অর্থাৎ ট্রেনিং স্কুল চালু হতে হতে ২০১৪ হয়ে যাবে। এই ট্রেনিং স্কুলের পরিকাঠামো খুবই উন্নত ধরনের হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যেখানে এক সঙ্গে অনেক পুলিশকর্মী বা আধা সামরিক বাহিনীর জওয়ানের প্রশিক্ষণ সম্ভব হবে। পাশাপাশি, জঙ্গলমহলের তিন জেলাপশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার কোথাও বড় ধরনের ঘটনা ঘটলেও এই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মী-জওয়ানদের ব্যবহার করা যাবে। তাতে জেলা পুলিশও সমৃদ্ধ হবে। |
|
|
|
|
|