|
|
|
|
টুকরো খবর |
দুর্নীতির নালিশ, ধৃত সমবায় কর্মী |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রেশনে বরাদ্দ শাড়ি ও মুসুর ডাল বিক্রির অভিযোগে সমবায় সমিতির দু’জন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে শতাধিক শাড়ি এবং বেশ কয়েক বস্তা মুসুর ডাল।
পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, ঘাটাল থানার খড়ার পুরসভা এলাকার দলপতিপুর সমবায় সমিতি কর্তৃপক্ষ আয় বাড়ানোর জন্য রেশনের ডিলারশিপ নিয়েছিলেন। দলপতিপুর, গোপীনাথপুর-সহ বিভিন্ন গ্রামের মানুষ ওই সমবায় থেকেই রেশনের যাবতীয় মালপত্র সংগ্রহ করতেন। অভিযোগ, কেরোসিন তেল, চিনি, গম-সহ রেশনের মালপত্র নেই অজুহাতে প্রায়শই গ্রাহকদের বঞ্চিত করত ওই সমবায়। এমনকী, দারিদ্রসীমার নীচে বসবাসকারী গ্রাহকদের জন্য বরাদ্দকৃত কম দামে চাল, শাড়ি, মুসুর ডাল-সহ অন্য জিনিসপত্রও উপভোক্তাদের না দিয়ে সমবায়ের কর্মীরা কম দামে বিনা রসিদেই তা বিক্রি করে দিতেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং বিডিও দেবব্রত রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘাটাল থানার দলপতিপুরে অভিযান চালিয়ে সমবায় সমিতির দুই কর্মীকে গ্রেফতার করে। সমবায়ের ম্যানেজার তপন চক্রবর্তী পলাতক। ধৃত দুই কর্মী সমর ঘোষ এবং রণজিৎ পাত্রকে শুক্রবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। সমবায়ের অফিসটিকে ‘সিল’ করে দিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে খাদ্য দফতরও। মহকুমা খাদ্য নিয়ামক রাধানাথ মণ্ডল বলেন, “পুলিশের কাছে ঘটনার কথা জানতে পেরেই আমাদের অফিসারেরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণ হলে ওই সমবায়ের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।” তৃণমূল নেতা অরূপ রায় এবং দিলীপ মাঝিরা বলেন, “দীর্ঘ দিন ধরেই সিপিএম পরিচালিত ওই সমবায়ের কর্মীদের বিরুদ্ধে বেআইনি ভাবে বাড়িতে নিয়ে গিয়ে সরকারি বরাদ্দকৃত সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছিল। সংশ্লিষ্ট দফতরে জানানো স্বত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এতদিন ধরে গ্রাহকরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছিলেন।”
|
জঙ্গলমহল উৎসবে ‘বিবেক পুরস্কার’ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জঙ্গলমহল উৎসবে ‘বিবেক পুরস্কার’ দেবে রাজ্য সরকার। ক্রীড়া, শিক্ষা, সাহসিকতা, সামাজিক দায়বদ্ধতা এ সব ক্ষেত্রে জেলায় যাঁরা সফল, তাঁদেরই এই পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়ে ৫০ জনকে এই পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়েছে। শুক্রবার জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত’র উপস্থিতিতে এ নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে জঙ্গলমহল উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কী কী করণীয়, ‘বিবেক পুরস্কার’ কারা পাবেন, তা নিয়েই প্রাথমিক আলোচনা হয়।
আগামী ১০ জানুয়ারি থেকে ঝাড়গ্রামে শুরু হচ্ছে জঙ্গলমহল উৎসব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। উৎসবের শেষ দিনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীই কৃতিদের হাতে এই ‘বিবেক পুরস্কার’ পুরস্কার তুলে দেবেন। জেলা প্রশাসন সূত্রে খবর, তা নিয়ে আজ, শনিবার মহাকরণে এক বৈঠক আছে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক হবে, পুরস্কার প্রাপকদের নামের তালিকা। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ১০ ছাত্রছাত্রীকে এই পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়েছে। এ ছাড়া, সমাজসেবামূলক কাজ করেন, এমন কয়েকজনকেও পুরস্কৃত করার কথা ভাবা হয়েছে। সাহসিকতার জন্য কোনও একটি গ্রামকে পুরস্কার দেওয়া হতে পারে। ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজনকেও পুরস্কৃত করা হবে। পুরস্কারমূল্য ৫ হাজার থেকে শুরু করে ৫ লক্ষ টাকা হতে পারে।
|
সৈকত উৎসবের প্রস্তুতি বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সৈকত উৎসবের প্রস্তুতি নিয়ে শুক্রবার দিঘায় একটি বৈঠক হল। আগামী ১৩ জানুয়ারি চার দিন ব্যাপী সৈকত উৎসব শুরু হতে চলেছে দিঘায়। উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মন্ত্রী, শিল্পসংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা। উৎসবকে ঘিরে তাই দিঘায় এখন সাজো সাজো রব। পুরনো ও নতুন দিঘার বিভিন্ন সরকারি ভবনগুলিকে নতুন করে রঙ করা হচ্ছে। নতুন আলোকসজ্জায় সেজে উঠছে দিঘা। নিউ দিঘায় পযর্টকদের নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ দিতে ৪০টি তাঁবু খাটানো হয়েছে। তাঁবুতে রাত্রিবাস উৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রশাসনিক আধিকারিকদের। শুক্রবারের প্রস্তুতি বৈঠকে জেলাশাসক রাজীবকুমার, পুলিশ সুপার অশোক প্রসাদ, কাঁথি মহকুমার চার বিধায়ক, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, মহকুমাশাসক সুমিত গুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার ভৌমিক ও উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রস্তুতি কমিটি দিঘার বিভিন্ন এলাকায় শেষ মুহুর্তের কাজকর্ম ঘুরে দেখেন।
|
স্কুলে গোলমাল |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিদ্যালয়ে না এসেও হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শুক্রবার দুপুরে হলদিয়ার দেভোগ শ্যামচরণ মিলন উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধদের অভিযোগ, “পরিচালন সমিতির সম্পাদক তপন কুমার বেরার প্রশ্রয়ে ভূগোলের শিক্ষক স্বপন সাউ অনুপস্থিত থাকছেন দিনের পর দিন। অথচ প্রত্যেকদিন হাজিরা খাতায় সই করেন তিনি।” যদিও অভিযুক্ত ওই শিক্ষকের বক্তব্য, “স্কুলের প্রধান শিক্ষক মিড-ডে মিলের টাকা তছরুপ করছেন। সেই সত্য আড়াল করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।” অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান শিক্ষক মলয় মাইতি পাল্টা বলেন, “স্বপনবাবু ক্লাস না করলেও পরিচালন সমিতির সম্পাদক জোর করে হাজিরা খাতায় ওঁর উপস্থিতি দেখাতে বাধ্য করাচ্ছেন। আমি স্কুলবোর্ডে অভিযোগ জানিয়েছি।”
|
নকআউট ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সোহাগিনী করণ ও মাধব সাউ স্মৃতিকাপ নকআউট ক্রিকেট শুরু হয়েছে এগরার বোলকুশদা গ্রামে। শুক্রবার থেকে শুরু হওয়া ১১ দিনের এই প্রতিযোগিতায় দুই মেদিনীপুর, কলকাতা ও ওডিশার ৮টি দল যোগ দিয়েছে। এ দিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা প্রিন্সেপ বয় স্পোর্টিং ও মোহনপুর ইউনাইটেড ক্লাব।
|
সাইকেল মিছিল |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বৃহস্পতিবার লালগড়ের ধরমপুর অঞ্চলে শান্তি ও উন্নয়নের লক্ষে এবং নেতাই-কাণ্ডের পলাতক ৮ অভিযুক্ত সিপিএম নেতা-নেত্রীর গ্রেফতারের দাবিতে কয়েক হাজার সাইকেলের র্যালি করল তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মাহাতোর নেতৃত্বে ধরমপুর থেকে শুরু হয়ে র্যালিটি গোহমি, মধ্যমকুমারী, ভুলাগাড়া ও বামাল হয়ে চ্যামিটাড়ায় শেষ হয়।
|
মহিলা ফুটবল |
|
‘জঙ্গলমহল’ উৎসব উপলক্ষে ঝাড়গ্রাম পুলিশ জেলার উদ্যোগে ৮ টি থানা (ঝাড়গ্রাম, জামবনি, বিনপুর, বেলপাহাড়ি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া ও সাঁকরাইল) এলাকার স্থানীয় স্কুলছাত্রী ও মহিলাদের নিয়ে মহিলা-ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে আগামী মঙ্গলবার ১০ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার জঙ্গলমহল উৎসবের উদ্বোধন হবে। ওইদিনই মহিলা-ফুটবলের ফাইনাল খেলাটি হবে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৮টি থানা এলাকার ৮টি মহিলা-দল। শুক্রবার ঝাড়গ্রাম শহরের কেকেআই মাঠে কোয়ার্টার-ফাইনাল পর্যায়ের খেলার ছবিটি তুলেছেন দেবরাজ ঘোষ। |
|
|
|
|
|