ট্রেকারে ট্রাকের ধাক্কায় মৃত ছয়, অবরোধ রামপুরহাটে |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
স্টপে যাত্রী তোলার জন্য মিনিটখানেক দাঁড়িয়েছিল ট্রেকারটি। আচমকা পিছন থেকে ধাক্কা ট্রাকের। রাস্তায় ছিটকে পড়লেন ট্রেকারের কিছু যাত্রী। ট্রাকের চাকা পিষে দিল তাঁদের। শুক্রবার দুপুরে রামপুরহাটের বারোমেশিয়া মোড়ে, রামপুরহাট-দুমকা সড়কের এই দুর্ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা-সহ চার জন। দুর্ঘটনার পরে ওই রাস্তায় ‘হাম্প’ বসানোর দাবিতে স্থানীয় মানুষ ঘণ্টা দুয়েক অবরোধ করেন। তার জেরে যানজট হয়। পুলিশ গিয়ে জনতাকে বুঝিয়ে অবরোধ তোলে। |
হাসপাতালে আহতেরা। ছবি: সব্যসাচী ইসলাম। |
পুলিশ জানিয়েছে, মৃত যাত্রীদের মধ্যে এ দিন সন্ধ্যা পর্যন্ত দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন জিত বাহাদুর (২৮) ও নজরুল শেখ (২৩)। প্রথম জনের বাড়ি রামপুরহাট থানার সুরুচুয়া এলাকায়। দ্বিতীয়জন মহম্মদবাজার থানা এলাকার বাসিন্দা ছিলেন। বাকি চার মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতেরা রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত যাত্রীদের মধ্যে রয়েছেন রামপুরহাটের খামারপাহাড়ি গ্রামের বাসিন্দা দিদিমণি হেমব্রম। কোলে দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে তিনি ট্রেকারের মাঝের আসনে বোন সুমিতা মাড্ডির পাশে বসেছিলেন। শিশু-সহ কোনও রকমে বেঁচে গিয়েছেন দিদিমণি। অন্য এক আহত যাত্রী, রামপুরহাটের তুম্বনি গ্রামের বাসিন্দা পরিতোষ ঘোষ বলেন, “সুরুচুয়া থেকে রামপুরহাটের দিকে আসার পথে আমি যখন তুম্বনি স্টপ থেকে ট্রেকারে উঠি, তখনই ট্রেকারের ছাদ ও ভিতর মিলিয়ে জনা ২৫ যাত্রী। কোনও রকমে মাঝের আসনের একধারে প্রায় আধবসা অবস্থায় আসছিলাম। মাঝপথে বারোমেশিয়া স্টপে রাস্তা ছাড়িয়ে বাঁদিক ঘেঁষে ট্রেকার দাঁড় করিয়ে চালক যাত্রীদের সঙ্গে কথা বলছিল। হঠাৎই ট্রেকারের পিছনে বিষম ধাক্কা। ট্রেকারটা অনেকটা ছিটকে গিয়ে দাঁড়িয়ে পড়ে।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিছনের দিকে ট্রেকারের রড ধরে ও ছাদে যে-সব যাত্রী দাঁড়িয়েছিলেন, মূলত তাঁদেরই কয়েক জন রাস্তায় ছিটকে পড়েন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি যাত্রীদের পিষে দেয়।
এলাকার বাসিন্দা ও ক্রাশারের কর্মীরা ট্রাকটিকে আটকান। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। এলাকার পাথর ব্যবসায়ী সংগঠনের অ্যাম্বুল্যান্স এবং দমকলের উদ্ধারকারী গাড়িতে আহত ও মৃতদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|