নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করল ‘রাজ্য শ্রম দফতর’। শুক্রবার বাঁকুড়া শহরের তামলিবাঁধ এলাকায় একটি লজে এই শিবির হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক (বাঁকুড়া সদর) শ্যামল মণ্ডল, বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা-সহ আরও অনেকে। জেলার অতিরিক্ত শ্রম কমিশনার ধনঞ্জয় গুহ বলেন, “নির্মাণ, পরিবহণ ও বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের প্রায় ২০০ জন শ্রমিক শিবিরে উপস্থিত ছিলেন। শ্রমিকদের জন্য রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলি আমরা এই শিবিরে তুলে ধরা হয়েছে।”
|
জিতুর পরিবারকে রাজ্যের ক্ষতিপূরণ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মাওবাদী হানায় নিহত তৃণমূল কর্মী জিতু সিংহ সর্দারের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। শুক্রবার দুপুরে জিতুবাবুর মা কুলদাদেবীর হাতে ২ লক্ষ টাকার ‘চেক’ তুলে দেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি। ৩ নভেম্বর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিতুবাবুর গলায় তার পেঁচিয়ে মাওবাদীরা খুন করেছিল। পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক বলেন, “রাজ্য সরকারের তরফ থেকে জিতুবাবুর পরিবারকে এই অর্থ সাহায্য করা হয়েছে। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের সাহায্য তাঁর পরিবারকে দেওয়া হবে।” কুলদাদেবী বলেন, “ছেলে তো নেই। তবু এই সাহায্য পরিবারের কিছুটা কাজে লাগবে। মাওবাদীরা আমাদের যা ক্ষতি করেছে, তা কখনও পূরণ হবে না।”
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ইন্দিরা ভবনের নাম পরিবর্তন করা যাবে না বলে দাবি জানিয়ে পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে সভা করল কংগ্রেস। শুক্রবার এই সভায় জেলা কংগ্রেস নেতা পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “ইন্দিরা গাঁধীর নামাঙ্কিত ভবনের নাম পরিবর্তন করতে চাইছে তৃণমূল। এমনকি শরিক দলের নেতাদের প্রতি তাঁরা অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”
|
নিজস্ব সংবাদদাতা • কেন্দা |
গাছের ডাল থেকে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌতম মাহাতো (২৩)। পুরুলিয়ার কেন্দা থানার কুড়ুকতোপা গ্রামে তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে দেহটি দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। |