নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রায়গঞ্জের ঘটনার জেরে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির সূর্য সেন কলেজ। শুক্রবার দুপুরে ওই কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি চড়, ঘুষি চলতে থাকে। এনজেপি ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খান। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের ৪ জন সদস্য জখম হয়েছে। ঘটনার প্রতিবাদে তিনবাতি মোড়ে প্রায় এক ঘন্টা জলপাইগুড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এসএফআই সদস্যরা। জলপাইগুড়ির এক পুলিশ কর্তা বলেন, “কলেজে পুলিশি পাহারা রয়েছে।” ৪ ফেব্রুয়ারি সূর্য সেন কলেজে ছাত্র সংসদ নির্বাচন। তা নিয়ে এসএফআই ও টিএমসিপির মধ্যে চাপানউতোর ছিল। এ দিন রায়গঞ্জ কলেজের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই প্রচার শুরু করে। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ সরকারের অভিযোগ, রায়গঞ্জ কলেজে অধ্যক্ষকে মারধরের ঘটনার প্রতিবাদ করতে এদিন সূর্য সেন কলেজে কালো দিবস পালন করছিল এসএফআই সদস্যরা। সেই সময় টিএমসিপি ও ছাত্র পরিষদের সমর্থকরা হামলা চালায়। তাদের ৩ জন সদস্যকে মারধর করা হয়। প্রথম বর্ষের ছাত্র সন্তোষ সাহানি বলে একজনকে কলেজের বাইরে নিয়ে গিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। তৃতীয় বর্ষের ছাত্র শুভম রক্ষিত ও দেবব্রত বসুকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সংগঠনের জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “পুলিশের সামনেই গণ্ডগোলের ঘটনা ঘটে। বহিরাগতরা কলেজে ঢুকে হামলা চালায়। এসএফআই সদস্যদের মারধর করে আটকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। পরে আমার সেখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তা অবরোধ করি। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না হলে ফের আন্দোলন হবে।” তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এদিন কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রচারে নামে তারা। সেই সময় এসএফআইয়ের তরফেও কলেজে প্রচার অভিযান চলছিল। সেই সময় হঠাৎ এসএফআই সদস্যরা মারমুখি হয়ে ওঠে। বাইরে থেকে বেশ কিছু যুবক কলেজে ঢুকে টিএমসিপি সদস্যদের মারধর করে। ওই ঘটনায় তৃতীয় বর্ষের ছাত্র টিএমসিপি সদস্য প্রকাশ বর্ধন জখম হয়েছেন। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “সূর্য সেন কলেজে এসএফআইয়ের অস্তিত্ব একরকম নেই বললেই চলে। সামনে ছাত্র সংসদ নির্বাচন। এই অবস্থায়, সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে আক্রমণ হয়েছে।” ছাত্র পরিষদ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
|