l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
এ মাসের দ্বিতীয় সংস্করণে শীতের সব্জি নিয়ে খানাতল্লাশি ও
আপনার রান্নাঘর। সঙ্গে খবরের বৈচিত্র্য নিয়ে সংবাদের হাওয়াবদল।
গোপনে ধূমপানেই বিপর্যয়, বলছে তদন্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সিগারেটের টুকরো থেকে বেসমেন্টে রাখা তুলোর স্তূপে আগুন লেগেই আমরি (ঢাকুরিয়া) হাসপাতালে বিপত্তি ঘটেছিল বলে প্রাথমিক তদন্তের পরে কলকাতা পুলিশের ধারণা। এবং এর জন্য গোয়েন্দারা হাসপাতালের কয়েক জন কর্মীর ‘দায়িত্বজ্ঞানহীনতা’কেই প্রাথমিক ভাবে দায়ী করতে চলেছেন বলে লালবাজার-সূত্রে জানা গিয়েছে। আমরি-র অগ্নিকাণ্ডের পরে এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়ে পুলিশ এখন মনে করছে, গত ৮ ডিসেম্বর রাতে হাসপাতালের বেসমেন্টে বায়োমেডিক্যাল স্টোর্সের পাশে রাখা তুলোর স্তূপে সিগারেটের টুকরো থেকেই আগুন লেগেছিল। তদন্তকারীরা এ-ও জানাচ্ছেন যে, হোসপাইপের জল দিয়ে কর্মীরা তা নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশের বক্তব্য: তুলোর আগুন যে সহজে নেভে না, সে ধারণা ওই কর্মীদের ছিল না। তাই তুলোর ডাঁইয়ের উপর থেকে ধোঁয়া বেরোতে দেখেই তাঁরা ধরে নেন, আগুন নিভেছে। অথচ তুলোর নীচের স্তরে আগুন তখনও ধিকিধিকি জ্বলছিল। পরে যা বেসমেন্টে রাখা অন্যান্য দাহ্য বস্তুতে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া এসি ডাক্ট বেয়ে উঠে যায় উপরে, ঢুকে পড়ে ওয়ার্ডে ওয়ার্ডে। চেষ্টা করেও এই বিপর্যয় আর রোখা যায়নি বলে গোয়েন্দা-সূত্রের অনুমান। এ দিকে তদন্তকারীরা জানিয়েছেন, হাসপাতালের বেসমেন্টে ‘স্মোক অ্যালার্ম’ ছিল। তা হলে ধূমপানের সময়ে এবং পরে আগুন লেগে ধোঁয়া উঠলে বিপদঘণ্টি বাজেনি কেন?
বিস্তারিত...
প্রণবের চেষ্টায় ইয়েমেনে মুক্ত বাঙালি বিজ্ঞানী
অগ্নি রায় • নয়াদিল্লি
রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ত আতঙ্ক আর অনিশ্চয়তা। পরের ভোরটা আসবে তো? নাকি ‘দরকষাকষি’ মাঝপথে থেমে যাবে, আর ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসবে বাইরের অতন্দ্র এ কে-৪৭ থেকে? অন্ধকারে ইতি টেনে অবশেষে নতুন ভোর হল খড়্গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্র, ভূ-পদার্থবিজ্ঞানী সুকুমার রায়চৌধুরীর। তেল তোলার কাজে ইয়েমেনে গিয়ে সেখানকার দস্যুদের হাতে অপহৃত হয়েছিলেন তিনি। তার পর প্রায় দশ দিন বন্দি থাকার পর গত কাল সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। রাজধানী সানা থেকে আন্দাজ একশো কিলোমিটার দূরে এক অজ্ঞাত, পাণ্ডববর্জিত টিলার উপর একটি ছোট্ট ঘরে নরকবাস শেষে। “নরক ছাড়া আর কিছুই নয়।” সুকুমারবাবুর গলা শুনেই বোঝা যাচ্ছে সেই ত্রাসের স্মৃতি এখনও যথেষ্ট দগদগে হয়ে রয়েছে তাঁর স্নায়ুতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রচেষ্টায়, বিদেশ মন্ত্রকের সহযোগিতা এবং তেল সংস্থার মোটা অর্থদণ্ডের পর অপহরণকারীরা তাঁকে ফেরত পাঠিয়েছে সানায়। আপাতত তিনি সেখানকার একটি পাঁচতারা হোটেলে রয়েছেন। চেষ্টা চলছে বাকি আইনি নিয়মরক্ষাগুলি সেরে দ্রুত দেশে ফেরার। দূরভাষে জানালেন, “গায়ের কোট খুলে শুতাম। বাথরুমের জন্যও ওরা সহজে বাইরে যেতে দিত না। সে এক পূতিগন্ধময় পরিস্থিতি।” ‘ওরা’ অর্থাৎ সানার কুখ্যাত অপহরণকারী হুসেন এবং তার দলবল। বিদেশি নাগরিকদের অপহরণ করে মোটা মুক্তিপণ আদায় করাটা এদের পেশা। প্রত্যেকের কাছেই রয়েছে আধুনিক যুদ্ধ সরঞ্জাম। রয়েছে আন্তর্জাতিক অপহরণ চক্রের সঙ্গে যোগসাজশও।
বিস্তারিত...
আম-আদমির খাদ্য সুরক্ষায় সায় মন্ত্রিসভার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার ঠিক আগে মূল্যবৃদ্ধি, একের পর এক দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত কংগ্রেস ঘুরে দাঁড়ানোর অস্ত্র পেতে চাইছিল। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আম-আদমির জন্য সনিয়া গাঁধীর ‘স্বপ্নের প্রকল্প’, খাদ্য সুরক্ষা বিলে সায় দিল। এ বার বিলটি সংসদে এনে কাঙ্ক্ষিত সেই অস্ত্র ব্যবহার করতে পারবে কংগ্রেস। চলতি অধিবেশনেই পেশ হবে এই বিল। ২০০৯-এর লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে দেশের জনসংখ্যার সিংহভাগ অংশের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবে। সে কথা মাথায় রেখে ক্ষমতায় আসার পরে বিলটির খসড়াও তৈরি করা হয়। সনিয়া নিজেই এই প্রকল্পটি রূপায়ণে উৎসাহী ছিলেন। সরকারি হিসেবে, প্রকল্পটি রূপায়ণ হলে গ্রামীণ ভারতের ৭৫ শতাংশ এবং শহরাঞ্চলের ৫০ শতাংশ মানুষ এর আওতায় আসবেন। সব মিলিয়ে উপকৃত হবেন দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ। বিলটির খসড়া অনুসারে, এই প্রকল্পে মাসে মাথাপিছু ৭ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় যাঁরা আসবেন, তাঁদের ৩ টাকা কেজি দরে চাল, ২ টাকা কেজি দরে গম এবং এক টাকা কেজি দরে অন্য দানাশস্য সরবরাহ করা হবে। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে-মিল প্রকল্প এবং জননী সুরক্ষা যোজনার মতো চালু প্রকল্পগুলি খাদ্য সুরক্ষা বিলের ছাতার তলায় আনা হবে।
বিস্তারিত...
ভূগর্ভে জলাধার গড়ে সুরক্ষার কোলে বাজার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এ যেন মরুভূমিতে মরূদ্যান! শহরের কোনও জনবহুল জায়গায় আগুন লাগলে যেখানে জলের জন্য হাহাকার পড়ে যায়, সেখানে কোলে মার্কেটের মতো ঘিঞ্জি বাজারে কর্তৃপক্ষ তৈরি করে ফেলেছেন দু’লক্ষ লিটারের এক বিশাল ভূগর্ভস্থ জলাধার। বাজার কর্তৃপক্ষের দাবি, ওই জলাধারের সাহায্যে শুধু কোলে মার্কেটই নয়, আশপাশে আগুন লাগলেও প্রয়োজনীয় জল সরবরাহ করতে পারবেন তাঁরা। সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের পরে দমকল-কর্তারা দেখেছেন, কলকাতার বেশির ভাগ বাজারই কার্যত ‘জতুগৃহ’। অগ্নিনির্বাপণ সরঞ্জাম তো নেই-ই, এমনকী আগুন নেভানোর ন্যূনতম জলের ব্যবস্থাও নেই। এ সবের মধ্যেই ব্যতিক্রমী কলকাতার অন্যতম পুরনো পাইকারি বাজার কোলে মার্কেট। ঘিঞ্জি ওই বাজারে রোজ হাজার হাজার মানুষের সমাগম হয়। বিশাল চাতালের মধ্যে বসেন প্রচুর সব্জি-বিক্রেতা। সেখানেই চলে পাইকারি বিকিকিনি। এ রকম ঘিঞ্জি বাজারের মধ্যেই তৈরি হয়েছে ভূগর্ভস্থ বিশাল জলাধারটি। কোলে মার্কেটের ডিরেক্টর বাবলু কোলে বলেন, “গত বছর বাজারের ফায়ার লাইসেন্স নবীকরণের সময়েই আমরা দমকলের অনুমতি নিয়ে পুরো কাজটা করেছি। দমকলের ইঞ্জিনিয়ারদের নির্দেশ অনুসারেই কাজ হয়েছে। এই ট্যাঙ্কে প্রায় দু’লক্ষ লিটার জল রাখা যায়। জলাধার থেকে পাইপলাইন বাজারের চার দিক ঘিরে আছে।”
বিস্তারিত...
টেকনিশিয়ানদের বেতন বিতণ্ডায় অচল টলিউড
ইন্দ্রনীল রায় • কলকাতা
তরতরিয়ে এগোচ্ছিল টলিউড। সেই গল্প একটা বড়সড় ধাক্কা খেল রবিবার। টলিউডের টেকনিশিয়ানরা রবিবার সকালে দাবি জানান, অবিলম্বে তাঁদের ৪০ শতাংশ বেতন বাড়াতে হবে। না হলে তাঁরা শু্যটিং করবেন না। আটকে যায় দু’দু’টি ছবির শু্যটিং। ক্ষতি হয় লাখ লাখ টাকার। এই ভাবে কাজ বন্ধের হুমকি দিয়ে বেতন বাড়ানোর দাবিতে ক্ষুব্ধ প্রযোজকরা। প্রযোজক-টেকনিশিয়ানদের এই বিতণ্ডায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আকাশে হঠাৎই কালো মেঘ। রবিবার জোকায় বন্ধ হয়ে যায় প্রসেনজিতের ছবির শু্যটিং। ক্ষতি হয়েছে দু’লক্ষ টাকার। ছবির প্রযোজক হিমাংশু ধানুকা, পরিচালক রাজীব কুমার। এনটি ওয়ান স্টুডিওয় শু্যটিং থামাতে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মুক্তধারা’-য় কাজ করছিলেন ঋতুপর্ণা। শিবপ্রসাদ বললেন, “ইমপা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) আমাদের ছবির প্রযোজককে টেকনিশিয়ানদের বেতন বাড়ানো নিয়ে কোনও নির্দেশ পাঠায়নি। ইমপা-র কাছ থেকে লিখিত নির্দেশ না পেলে এই দাবি মানা সম্ভব নয়। তাতে যদি শু্যটিং বন্ধ হয়ে যায়, যাবে।” একই সঙ্গে তিনি জানান, এক দিন কাজ বন্ধ হওয়ায় ইতিমধ্যেই আড়াই লাখ টাকার ক্ষতি হয়ে গিয়েছে।
বিস্তারিত...
প্রখর রোদ সত্ত্বেও কাঁপুনি ধরিয়ে প্রথা ভাঙল শীত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এ যেন এক অন্য রকম শীত! সকাল সাতটায় মেঘ কেটে আকাশে সূর্য উঠেছিল। ঝকঝকে আকাশে বেলা যত গড়িয়েছে, রোদের তেজ তত বেড়েছে। তার সঙ্গে বেড়েছে ঠান্ডাও! রবিবার দুপুরের চড়া রোদে পিঠ দিয়েও কাঁপুনি ধরেছে শরীরে! কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়! আলিপুর আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানা গেল, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার আরও কমে দাঁড়িয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অথচ এ দিন ঘন কুয়াশা ছিল না। দিনের কোনও সময়েই আকাশে মেঘ জমেনি। তবু তীব্র সূর্যালোককে হার মানিয়ে সর্বোচ্চ তাপমাত্রাও নেমে গিয়েছে এ সময়ের স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে! আকাশে মেঘ থাকলে সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে না। কিন্তু আকাশে গনগনে সূর্য থাকা সত্ত্বেও সর্বোচ্চ তাপমাত্রা কী ভাবে এত নামল? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথের ব্যাখ্যা, “উত্তরপ্রদেশ-বিহারে গত ক’দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া বইছে খুব জোরে। পরিষ্কার আকাশ পেয়ে সেই জোরালো উত্তুরে বাতাস দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে। তার জেরেই প্রখর রোদেও সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়েছে।”
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
যাদবপুর-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সমর্থক গ্রেফতার
মমতাকে সমবেদনা
জানাতে কালীঘাটে ঢল
রাজ্য
অ্যাম্বুল্যান্সও নেই,
বুদ্ধ সরব বিষমদ-কাণ্ডে
উস্তি থানার ওসি-সহ
আট পুলিশকর্মী ‘ক্লোজ’
দেশ
নিজের মন্তব্য ফেরালেন দলেও কোণঠাসা চিদম্বরম
লোকপাল বিল চূড়ান্ত
হল না, বৈঠক আজও
ব্যবসা
নিশ্চিন্তে টাকা রাখুন
বেসরকারি ব্যাঙ্কেও
খেলা
শহরে ২৪ বিশ্বকাপার
নিলামে উঠছেন জানুয়ারিতে
পৈলানের তিরে
বিদ্ধ টোলগেরা
স্বাস্থ্য
হাসপাতালের পরিষেবা
নিয়ে ক্ষোভ বিধায়কের
যত্রতত্র দাহ্য বস্তু, আগুন নেভানোরও সরঞ্জাম নেই
জীবজগত্
জলঙ্গি নদী শুকিয়ে
যাচ্ছে, উদ্বেগ
সম্পাদকীয়
বিদায় পশ্চিমবঙ্গ
দ্বীপমণ্ডূক
কলকাতা
২২.৬/১২.১
আজকের দিনে
•
১৮৪৮:
ব্রিটিশ লেখিকা
এমিলি ব্রন্টের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.