l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
চোলাইয়ের বিষে এ বার দৃষ্টি হারালেন দু’জন
শুভাশিস ঘটক • কলকাতা
মৃতের সংখ্যা আর না বাড়লেও বিষমদ-কাণ্ডে এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন দু’জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মগরাহাটের নুরুল হক লস্কর ও মন্দিরবাজারের বাসিন্দা কাশীনাথ ঘোষ নামে ওই দু’জনকে বৃহস্পতিবার রাতে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালের সুপার কাজলকৃষ্ণ বণিক বলেন, “শনিবার দুপুরে ওই দুই রোগী জানান, তাঁরা চোখে কিছু দেখতে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারদের ডাকা হয়। তাঁরা দু’জনের চোখ পরীক্ষা করে জানান, বিষক্রিয়ায় ওই দু’জনই দৃষ্টিশক্তি হারিয়েছেন।” চোলাই খেয়ে দৃষ্টিহীন হওয়ার নজির আগেও রয়েছে। ওডিশা বা কেরলে বিভিন্ন সময়ে যে সব বিষমদ-কাণ্ড ঘটেছে, সেখানে জীবিতদের একটা বড় অংশই আজ দৃষ্টিহীন। এমনকী ২০০৯ সালে পূর্ব মেদিনীপুরের বিষমদ-কাণ্ডের জেরে হোগলবেড়িয়া, নোনাকুড়ি, ভিতরআগাড়ের মতো গ্রামগুলিতে এখনও দৃষ্টিহীন মানুষের ভিড়।
বিস্তারিত...
খুচরোয় বিদেশি লগ্নির মোকাবিলায় ‘কিষান ভিশন’
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের মোকাবিলায় এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কিষান ভিশন’ প্রকল্পের ‘মডেল’ ব্যবহার করার কথা বলল তৃণমূল। রেলমন্ত্রী থাকাকালীন মমতাই এই প্রকল্পটির পরিকল্পনা করেছিলেন। জমি-আন্দোলনের ‘প্রতীক’ হিসাবে সিঙ্গুরকেই প্রথম বেছে নিয়েছিলেন তিনি। সেখানকার জমিহারা কৃষকদের বিকল্প জীবিকার সংস্থান করার জন্য প্রকল্পটি কাজে লাগানোর কথা বলেছিলেন তৎকালীন রেলমন্ত্রী। সিঙ্গুর স্টেশনের পাশে রবিবার ওই প্রকল্পের আওতাতেই ‘পেরিশেবল কার্গো’ (সব্জি সংরক্ষণ কেন্দ্র)-র উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। সেই অনুষ্ঠানেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যাঁরা খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে সওয়াল করছেন, তাঁরা সিঙ্গুরে কিষান ভিশন প্রকল্প দেখে যান! এখানে কাঁচা সব্জি-সহ আলু রাখা যাবে ৮ মাস পর্যন্ত।
বিস্তারিত...
এ মাসের দ্বিতীয় সংস্করণে শীতের সব্জি নিয়ে খানাতল্লাশি ও
আপনার রান্নাঘর। সঙ্গে খবরের বৈচিত্র্য নিয়ে সংবাদের হাওয়াবদল।
আন্দোলন ঘোষণা জনমুক্তি যুব মোর্চার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
আলাদা ‘গোর্খাল্যান্ড’ রাজ্যের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা করল ‘গোর্খা জনমুক্তি যুব মোর্চা’। রবিবার দুপুরে কালিম্পং মহকুমার মংপু স্পোর্টস গ্রাউন্ডে এক জনসভায় এই ঘোষণা করে ‘গোর্খা জনমুক্তি মোর্চা’র যুব সংগঠন। যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রিয়বর্ধন রাই বলেন, “জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) চুক্তির বিরোধিতা বা সমর্থন করছি না। আমাদের দাবি, গোর্খাল্যান্ড। এই দাবিতে পাহাড়-সমতল জুড়ে সভা, মিছিল হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবিপত্র পাঠানো হবে। দলীয় সভাপতি-সহ শীর্ষ নেতারা আগামী দিনে আন্দোলনে আমাদের সঙ্গেই থাকবেন।” এ দিনের ওই সভায় মোর্চার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না। তবে হাজির ছিলেন নারী মোর্চার সভানেত্রী তথা মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গের স্ত্রী আশা গুরুঙ্গ।
বিস্তারিত...
নেই রান্নাঘর, ৬৪ স্কুলে মেলে না মিড-ডে মিল
সুশান্ত বণিক • আসানসোল
মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কুলটির অধিকাংশ স্কুলে এখনও মিড-ডে মিল চালু হয়নি। কবে চালু করা যাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহকুমাশাসক, স্কুল পরিদর্শক ও পুর কর্তৃপক্ষ। তাঁরা সকলেই জানিয়েছেন, ফের একটি বৈঠক ডেকে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সম্প্রতি মিড-ডে মিল চালু না হওয়া প্রায় ৬৪টি স্কুলের প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। এ দিকে, ওই সব স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ, মিড-ডে মিল চালু করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। প্রশাসনিক কর্তারা নোটিস ধরিয়ে নিজেদের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছেন না। কুলটি শিক্ষাচক্রে মোট ৮৪টি প্রাথমিক স্কুল রয়েছে। এর মধ্যে প্রায় ৬৪টি স্কুলে মিড-ডে মিল দেওয়া হচ্ছে না। স্কুলে গিয়েও রান্না করা খাবারের স্বাদ পাচ্ছে না প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রী।
বিস্তারিত...
ভয়কে জয় করে কলেজ ভোট নির্বিঘ্নেই
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
ভোট দেওয়ার লম্বা লাইন। তাতে ছাত্রীদের সংখ্যাও উল্লেখজনক। আশপাশের রাস্তাঘাট মোটামুটি সুনসান। কিন্তু তেমন কোনও উত্তেজনার সঞ্চার হয়নি। এমনকী, বহরমপুর শহরে কলেজগুলোর সামনে না গেলে বোঝাই যেত না, শনিবার জেলা জুড়ে ছাত্র সংসদ নির্বাচন চলছে। বাকি শহরের জীবনযাত্রা ছিল এতটাই স্বাভাবিক। কলেজে ঢোকার অনেক আগে থেকেই হাতে হাতে পরিচয়পত্র নিয়ে দাঁড়িয়েছিলেন ছাত্রছাত্রীরা। রাজনৈতিক নেতারা কাছাকাছি থাকলেও কলেজের চৌহুদ্দিতে ঢুকলেন না। নিরাপত্তা নিয়ে কড়াকড়িতে কোনও আপত্তিও ওঠেনি। একটাও অশান্তি না হয়ে এই ভাবেই নির্বিঘ্নে মিটে গেল মুর্শিদাবাদের কলেজ ভোট পর্ব। ভোট শেষে বিজয়মিছিলও ঘেরা ছিল আঁটোসাঁটো নিরাপত্তায়। অথচ নির্বাচনের মাত্র কিছু দিন আগেও কলেজে কলেজে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বিস্তারিত...
গ্রাহকের ‘নেশা’ ধরতেই চালিয়ে
দেওয়া হচ্ছে জাল মদ
নুরুল আবসার • কলকাতা
বার-এ বসেছে মদ্যপানের আসর। ‘ওয়েটার’ মক্কেলদের ফরমাস অনুযায়ী জোগান দিয়ে চলেছেন পেগের পর পেগ পছন্দসই নামী ব্র্যান্ডের মদ। কিন্তু মক্কেলরা জানতেই পারছেন না তাঁরা আসলে মদের বদলে রঙিন পানীয় খাচ্ছেন। হাওড়ায় জেলা জুড়ে মুম্বই রোডের ধারে বার এবং মদের দোকানগুলির অধিকাংশে অবাধে জাল মদ বিক্রি হচ্ছে। অভিযোগ, পুলিশ এবং আবগারি দফতরের লোকজন দেখেও বিষয়টি দেখেন না। জাল মদের এই অবাধ বিক্রি এক দিকে যেমন শারীরিক ক্ষতির কারণ। অন্য দিকে, মদ্যপায়ীরা প্রতারিতও হচ্ছেন। শুধু তাই নয়, এর ফলে আসল মদ বিক্রি কমছে। সংস্থাগুলির প্রত্যাশিত লাভ হচ্ছে না। সরকারেরও বিপুল টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে। মুম্বই রোডে গাড়ির সংখ্যা বেড়েছে। জেলা জুড়ে রাস্তার দু’দিকে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে কারখানা, লজিস্টিক হাব। বাড়ছে জনসমাগম। তৈরি হচ্ছে হোটেল, ধাবা এবং বার। গড়ে উঠেছে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান।
বিস্তারিত...
ফুল-পশু-পাখিই সংসার সত্যজিতের
বাপি মজুমদার • হরিশ্চন্দ্রপুর
ছাদে সারি দিয়ে সাজানো আড়াইশোটি টবে নানা প্রজাতির ফুলের গাছ। একটি টবে ফুটেছে চন্দ্রমল্লিকা। এক-দুটি নয়। দু’হাজার ১৬টি ফুল ঝুলছে গাছে। শুধু কী তাই! মালদহের হরিশ্চন্দ্রপুরের যুবক সত্যজিৎ প্রামাণিকের বাড়ির ছাদে পৌছনোর আগে পেয়ে যাবেন পায়রা থেকে চিনা মুরগির মতো অনেক কিছু। গোঁফ বাগিয়ে ‘ম্যাও’ ডাক ছেড়ে বেড়ালের দল বলবে আমরাও আছি। ইতিউতি ছুটে বেড়াচ্ছে খরগোশ। হরেক রকম পাখির কলতান তো আছেই। তবে সাবধান! ওই বাগানের গাছ ভুলেও ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না। কারণ, সেখানে নজরদারির কাজে ব্যস্ত রয়েছে সারমেয় দল। ফুল পাগল ২৪ বছরের যুবক সত্যজিৎ পশুপাখি প্রেমীও বটে! এক মুহূর্ত ফুল ও পশুপাখি ছাড়া থাকতে পারেন না ওই যুবক।
বিস্তারিত...
খেলতে এসে স্বজন পেল নিখোঁজ রিঙ্কু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ছোট ভাই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাকে খুঁজতে বাড়ির কাউকে কিছু না জানিয়েই একদিন বেরিয়ে পড়েছিল ১৫ বছরের মূক ও বধির কিশোরী রিঙ্কু। হারিয়ে ফেলেছিল বাড়িতে ফেরার রাস্তা। পরে পুলিশ তাকে উদ্ধার করে পাঠিয়েছিল রায়গঞ্জের সূর্যোদয় মূক ও বধির বিদ্যালয়ের হোমে। সেখানকার ছেলেমেয়েদের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে শিলিগুড়িতে এসে ৩ বছর পর দাগাপুর এলাকায় নিজের বাড়ি খুঁজে পেল ওই প্রতিবন্ধী কিশোরী। হোমের আধিকারিক পার্থসারথি দাস বলেন, “নিয়ম মেনে রিঙ্কুর মা এবং পরিবারের লোকদের রায়গঞ্জে হোমে দেখা করতে বলা হয়েছে। রিঙ্কুর জন্মের শংসাপত্র, হারিয়ে যাওয়ার পর পরিবারের তরফে পুলিশে যে অভিযোগ জানানো হয় সে সব নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
হদিস দিলে ‘পুরস্কার’
হাতে-হাতে
পুলিশে নালিশ
জানাল দমকল
দক্ষিণবঙ্গ
বসিরহাটে বেহাল
ইটিন্ডা রোড
দমকলেরই গা নেই,
বলছেন লাইসেন্স-বিহীন
লজমালিকেরা
বর্ধমান
মজুরের মৃত্যু, চোলাই
ঠেক নিয়ে ক্ষোভ
বিধি না মানলে
ব্যবস্থা, হুঁশিয়ারি
দিল দমকল
পুরুলিয়া
সেচ-নালায় মিলল
নিখোঁজ স্কুলছাত্রের দেহ
সাঁইথিয়ার কলেজে
স্থগিত নির্বাচন
মুর্শিদাবাদ
বাসস্ট্যান্ডের ‘জমি’তে
ভবন উঠছে বাজারের
মেদিনীপুর
পোস্টার সাঁটিয়ে
চোলাইয়ের বিরুদ্ধে প্রচার
মেদিনীপুর জেলে
অচল জেনারেটর
কলকাতা
২২.৬/১২.১
আজকের দিনে
•
১৮৪৮:
ব্রিটিশ লেখিকা
এমিলি ব্রন্টের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.