জাপানের হিদেতোশি নাকাতা, ফ্রান্সের রবার্ট পিরেস, নাইজিরিয়ার ওকোচা-সহ ২৪ বিশ্বকাপার নিলামে উঠছেন। তা-ও আবার এই কলকাতায়! ভারতীয় ফুটবলে চমকপ্রদ এই ঘটনা ঘটতে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
ক্রিকেটের আইপিএলের ধাঁচে রাজ্য জুড়ে যে প্রিমিয়ার লিগ সকার (পিএলএস) শুরু হতে চলছে সেখানেই ছ’টা ফ্র্যাঞ্চাইজির কারও না কারও জার্সি পরে নামবেন ওই ২৪ প্রাক্তন বিশ্বকাপার। বেশির ভাগ ফুটবলারের সঙ্গে চুক্তিপর্ব সাঙ্গ হয়ে গেলেও ইতালির বিশ্বকাপজয়ী এক ফুটবলারকে এখানে খেলানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। টিমগুলিকে কোচিং করানোর জন্য আসছেন নাইজিরিয়াকে বিশ্বকাপের মূলপর্বে তোলা কোচ স্যামসন সিয়া সিয়া, ইংল্যান্ডের বিখ্যাত কোচ টনি অ্যাডামস-সহ ছয় বিশ্বখ্যাত কোচ। উদ্যোক্তারা চাইছেন, জিনেদিন জিদান বা পিটার শিল্টনের মতো কোনও মহাতারকাকে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করানোর। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সরকারি ঘোষণা হবে।
রাজ্যের ছ’টা স্টেডিয়ামে নতুন বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে সাত সপ্তাহের প্রিমিয়ার লিগ সকার। ছয় দলের এই লিগ হবে হোম অ্যাওয়ে ভিত্তিতে। কলকাতা, বারাসত, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, হলদিয়ায় হবে খেলা। ভাল স্টেডিয়াম ও হোটেল আছে বলেই এই ছয়টি জায়গাকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি টিম কিনবেন ফ্রাঞ্চাইজিরা। টিমের নামও তাঁরা ঠিক করবেন ক্রিকেট আইপিএলের মতো। টিম কেনার আগ্রহীদের তালিকায় নামী বলিউড-টলিউড তারকা, নামী ক্রিকেটার যেমন আছেন, তেমনই রয়েছে বিখ্যাত কিছু কর্পোরেট কোম্পানি। |
টিমগুলি কেনার জন্য দরপত্র ছাড়া হবে ডিসেম্বরের শেষে। ফুটবলারদের নিলামে তোলা হবে ১৫ জানুয়ারির আগে কোনও দিন। কারণ ১৫ তারিখ থেকে ফিফার আন্তর্জাতিক ছাড়পত্রের আবেদন করতে হবে নিলামে বিক্রি হওয়া ফুটবলারদের। উদ্যোক্তারা চাইছেন, তার আগেই নিলামের জন্য ফ্রাঞ্চাইজিদের হাতে ফুটবলারদের তুলে দিতে।
২৪ জনকে টিমগুলির জন্য বাছা হলেও মোট ৩৬ ফুটবলারকে তালিকায় রাখা হচ্ছে। নাকাতা, পিরেস বা ওকোচা নিলামে উঠবেন আইকন ফুটবলার হিসাবে। তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ফুটবলারদের। ১) আইকন। ২) বিশ্বকাপে খেলা জাতীয় দলের সিনিয়র ফুটবলার। ৩) অনূর্ধ্ব ১৯ বা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলে খেলা প্রতিশ্রুতিমান প্লেয়ার। আইএফএ সূত্রের খবর, তালিকা চমকে দেওয়ার মতো। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা লিভারপুলের রবি ফাউলার, পর্তুগালের নুনো রিকার্দো অলিভিয়েইরা (ফুটবলবিশ্ব যাঁকে চেনে মানিশে হিসাবে), ইতালির ফাবিও ফিরমানি, ইকুয়েডরের বিশ্বকাপার এডউইন তেনারিও-রা রয়েছেন তালিকায়।
ফুটবলারদের মতো কোচেদেরও নিলাম হবে। বাংলাদেশে মাস তিনেক আগে লিওনেল মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে খেলেছিল নাইজিরিয়া। সেই দলের কোচ সিয়া সিয়া উঠছেন নিলামে। ’৮৬ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার আর্জেন্তিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলা ইংল্যান্ডের বিখ্যাত ফুটবলার জন বার্নেস কোচ হওয়ার চুক্তিপত্রে সই করে দিয়েছেন। জানা গেছে, দু’দিন নিলাম হবে শহরের কোনও পাঁচতারা হোটেলে। প্রথম দিন কোচ এবং প্রতিশ্রুতিমান ফুটবলার। পরের দিন বিশ্বকাপার ও স্থানীয় ফুটবলার। বিভিন্ন অঞ্চলের যে টিম হবে তাতে আইকন, বিশ্বকাপার, দেশের নামী ফুটবলার এবং যে অঞ্চলের টিম সেখানকার কিছু ফুটবলার থাকবেন। ভারতের ফুটবলরাদের মধ্যে যাঁরা আই লিগ খেলছেন না, তাঁদেরই নেওয়া হবে। রেনেডি সিংহ, সুশীল সিংহ বা দীপেন্দু বিশ্বাসদের নাম আছে সেখানে। আইএফএ-র ইচ্ছে, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার প্রতিশ্রুতিমানরা উঠে আসুক। শুধু তা-ই নয়, বিদেশি ফুটবলার বাছতে গিয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো ক্লাবগুলি যে ভাবে সমস্যায় পড়ছে সেটাও আর হবে না। এখান থেকেই ইতালি, ফ্রান্স, ব্রাজিল, নাইজিরিয়া, কোস্তারিকা, কলম্বিয়া, ঘানা, মরক্কোর ফুটবলারদের পছন্দ হলে চুক্তি করতে পারবে দুই প্রধান।
ফুটবলের আইপিএল জনপ্রিয় করতে নানা ধরনের অনুষ্ঠান হবে ম্যাচ শুরুর আগে এবং বিরতিতে। সেখানে বলিউড-টলিউডের তারকারা উপস্থিত থাকবেন। গান গাইবেন নামী গায়কেরা। চিয়ারগার্লও থাকবেন ম্যাচের সময়। সব মিলিয়ে এলাহি আয়োজন। আইএফএ-র এক কর্তার দাবি, পিএলএস জনপ্রিয় হলে শুধু বাংলার ফুটবল নয় উপকৃত হবে ভারতীয় ফুটবলই। |