l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• আর জি করে অচলাবস্থা অব্যাহত
• বারুইপুরে আক্রান্ত সিপিএমের জেলা সম্পাদক
• কোতয়ালিতে গুলিবিদ্ধ তৃমূলের যুব নেতা
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
সিনিয়রদের ‘ছেড়ে’ সিবিআই
চার্জশিট দিতে চায় অধস্তনদের
নিজস্ব সংবাদদাতা• কলকাতা
নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় ‘অভিযুক্ত’ পুলিশ অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার যে অনুমতি চেয়েছে সিবিআই, তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে এ কথা জানান মুখ্যসচিব সমর ঘোষ। রাজ্যের যে দুই আইপিএস অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে সিবিআই, তাঁরা হলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস বড়াল।বর্তমানে কলকাতা পুলিশের ডিসি (এসডি) সত্যজিৎবাবু সেই সময়ে হাওড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। ‘আইন-শৃঙ্খলা’ সামাল দেওয়ার ডিউটি দিয়ে তাঁকে নন্দীগ্রামে পাঠানো হয়েছিল ১৪ মার্চের আগের দিন। এবং দেবাশিসবাবু ছিলেন তমলুকের অতিরিক্ত পুলিশ সুপার। দিন কয়েক আগে তাঁকে রেল পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে খড়্গপুরে।
বিস্তারিত...
ফের অধ্যক্ষ নিগ্রহে জড়াল
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ
গৌর আচার্য • রায়গঞ্জ
রাজ্যে পালাবদলের পরে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় জড়িয়ে হইচই ফেলেছিল রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ। ৫ জানুয়ারির সেই ঘটনার পরে ওই কলেজে আপাত শান্তি ফিরলেও তা যে নিতান্তই সাময়িক, বৃহস্পতিবার কর্মচারী সমিতির কয়েক জন সদস্যের হাতে ফের অধ্যক্ষ নিগ্রহের অভিযোগ তা প্রমাণ করল। শুধু তাই নয়, পাঁচ মাস আগে তদানীন্তন অধ্যক্ষ দিলীপ দে সরকার নিগ্রহের ঘটনায় জড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ-সহ দলের তাবড় নেতাদের নাম। এ দিনও, কলেজের কমন রুমে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে যাঁর বিরুদ্ধে, তিনি তপন নাগ, রায়গঞ্জ শহর তৃণমূল কমিটির প্রাক্তন সভাপতি।
বিস্তারিত...
ইউনিয়নের ‘রং’ বদল
ঘিরে রণক্ষেত্র হাওড়ার লঞ্চঘাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভরদুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ফেরিঘাট। বৃহস্পতিবার, কর্মচারী সংগঠনের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ভাঙচুর করা হল হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির অফিস। গোলমালের জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ করে দেওয়া হয় লঞ্চ চলাচল। নাজেহাল হন কয়েক হাজার যাত্রী। শেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দু’পক্ষের প্রায় ৬ জন আহত হন। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই সমবায় সমিতির শ্রমিক সংগঠন সিটুর দখলে। মাঝে দলীয় অন্তর্দ্বন্দ্বের জন্য সিটুর ক্ষমতা কিছুটা কমলেও রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখনও পর্যন্ত ওই শ্রমিক সংগঠন তৃণমূলের দখলে আসেনি, বরং সিটুরই দখলে রয়েছে।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
আরাবুলকে ফের ‘সতর্ক-বার্তা’ দলের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প
ঞ্চায়েত ভোটের আগে দলের ‘ভাবমূর্তি ও শৃঙ্খলারক্ষা’য় ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে ফের ‘সতর্ক’ করলেন তৃণমূল নেতৃত্ব। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ফের তাঁদের কোনও কাজে দলের ‘ভাবমূর্তি ‘ক্ষুণ্ণ’ হওয়ার অভিযোগ উঠলে দলীয় নেতৃত্ব কড়া পদক্ষেপ করতে বাধ্য হবেন। একই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভাঙড় এলাকার আরও এক স্থানীয় নেতাকে। গত ২৪ এপ্রিল ভাঙড় কলেজে শিক্ষক সংগঠন ‘ওয়েবকুটা’-র নির্বাচনে প্রতিনিধি মনোনয়ন নিয়ে মতপার্থক্যের জেরে এক শিক্ষিকাকে নিগ্রহের অভিযোগ ওঠে আরাবুলের বিরুদ্ধে।
উত্তেজিত আরাবুল ওই শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছেন বলেও অভিযোগ উঠেছিল। যদিও ওই শিক্ষিকা তাঁর এফআইআরে জগ ছুড়ে মারার ঘটনা উল্লেখ করেননি। বিভিন্ন মহলের সমালোচনার জেরে কয়েক দিনের মধ্যেই ‘বিব্রত’ তৃণমূল আরাবুলকে শো-কজ করে।
বিস্তারিত...
সীমান্তের ও-পারে ১০ বছর,
মায়ের কাছে ফিরছে দু’ভাই
দেবারতি সিংহ চৌধুরী • কলকাতা
মায়ের কাছে ফিরছে দুই ভাই। দশ বছর পরে ফিরছে নিজের ভিটেয়। ফিরছে পর-দেশের সীমান্ত পেরিয়ে স্বদেশে। বছর দশেক আগের এক দুপুরে খেলতে খেলতে ‘নিখোঁজ’ হওয়া দুই ছেলেকে ফিরে পাওয়ার আকুতিতে হতদরিদ্র, অক্ষরজ্ঞানহীন মা সাবিনা বিবি হন্যে হয়ে ঘুরেছেন পুলিশ-প্রশাসনের দোরে দোরে। খোঁজ মেলেনি। দুই ছেলেকে ফিরে পেতে ভাঙড়ের অজ গাঁয়ে মাটির চিলতে ঘরে একা, উদ্ভ্রান্ত মায়ের অধীর অপেক্ষার দিন কেটেছে। একরত্তি মেয়েকে আঁকড়ে বড় দুই ছেলের খোঁজে মাঠে জনমজুরের কাজ করা মা ছুটে বেড়িয়েছেন পরিচিত জনের ঘরে ঘরে। খুঁজে পাননি। নিরাশ মায়ের কাছে মাস তিনেক আগে হঠাৎই পুলিশ আসে। জানতে পারেন, দুই ছেলে আইনুদ্দিন ও কামালউদ্দিন গাজিকে তিনি হারাননি।
বিস্তারিত...
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ডেবরা, জখম ১২
নিজস্ব সংবাদদাতা • ডেবরা
তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের ডেবরা। কিছু দিন ধরেই দুই গোষ্ঠীর মিছিল, পাল্টা মিছিলে এলাকায় তেতে ছিল। ছোটখাটো মারামারিও চলছিল। বৃহস্পতিবার খাজুরি গ্রামে স্থানীয় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি এবং ডেবরা ব্লক তৃণমূল সভাপতি অলোক আচার্যের অনুগামীদের সংঘর্ষ বাধে। স্থানীয় দুই মহিলা-সহ জখম হন অন্তত ১২ জন। তাঁদের মধ্যে ৬ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আহতেরা সকলেই বিধায়ক গোষ্ঠীর লোক। দু’পক্ষই ডেবরায় থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
এসডিপিও (খড়্গপুর) দীপক সরকার বলেন, “১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।” গত ৩ জুন খাজুরি গ্রামে স্থানীয় একটি ক্লাব রক্তদান শিবির করে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক। ওই ক্লাবেরও উদ্বোধন হয়েছিল বিধায়কের হাতে।
বিস্তারিত...
তীব্র গরমেও পুরুলিয়ায় স্কুল
খোলা, বিক্ষোভ অভিভাবকদের
প্রশান্ত পাল • পুরুলিয়া
গরমের জন্য রাজ্য সরকার স্কুলগুলিতে ১৭ জুন পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ উপেক্ষা করে পুরুলিয়া ২ ব্লকের ছড়রা উচ্চ বিদ্যালয়ে তিন দিন ধরে পঠনপাঠন চলায় ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। বৃহস্পতিবার অভিভাবকদের একাংশ দল বেঁধে স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখানোর পরে তিনি স্কুল বন্ধের নির্দেশ দেন।
অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সিদ্ধান্তের জন্যই এই তীব্র গরমের মধ্যে ছেলেমেয়েদের স্কুলে আসতে হচ্ছিল। তাঁদের না জানিয়েই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল চালু করেছেন বলে দাবি পরিচালন সমিতির কর্তাদেরও। ঘটনার কথা জানতে পেরে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, “সরকারি নির্দেশে জেলার সব স্কুলেই এখন ছুটি চলছে। তার পরেও ওই স্কুল খোলার কথা জানতে পেরে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি স্কুল বন্ধ করে দিয়েছেন।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
হামলার অভিযোগে ধৃত তৃণমূলের নেতা
জিটিএ নিয়ে সম্মেলন, বৈঠক
দক্ষিণবঙ্গ
ধর্ষণের অভিযোগে
গ্রেফতার প্রৌঢ়
পঞ্চায়েত কর্মীর মেলে
মমতার ‘আপত্তিকর’ ছবি
বর্ধমান
সমঝোতার সিদ্ধান্ত, তবু ‘দ্বন্দ্ব’ তৃণমূলের দুই সংগঠনে
ছোট থাকতেই ঝুড়ি মাথায় ধান্দা শুরু কানাইয়ের
পুরুলিয়া
আসছে ভোট,
সমস্যা মিটবে কি
বীরভূমে বাজ পড়ে
মৃত্যু চার জনের
মুর্শিদাবাদ
মিড ডে মিলের জন্য
ধর্না শিশুদের
ঝড়ের তাণ্ডবে থমকাল ট্রেন
মেদিনীপুর
অতিরিক্ত ক্লাস-রুমের
বরাদ্দ খরচ না-হলে
ফেরতের নির্দেশ
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বকেয়া কাজ চলতি বছরেই শেষের নির্দেশ
কলকাতা
৩৬.৬/২৬.২
আজকের দিনে
• বিশ্ব মহাসাগর দিবস
• বিশ্ব ব্রেন টিউমার দিবস
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.